আপনি কি স্মার্টফোন ক্রয় করার চিন্তা ভাবনা করছেন। আমরা অনেক স্মার্টফোন ক্রয় করার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। যেমনঃ কোন ফোন কিনবো, কোন কোম্পানির ফোন ক্রয় করবো, কত টাকা দিয়ে ফোন ক্রয় করলে ভালো হবে এসব নানান চিন্তা আমাদের মাথায় আসে। অনেক আছে মার্কেটে গিয়ে দোকানীকে জিজ্ঞেস করে কোন ফোন ক্রয় করলে ভালো হবে তারপর দোকানীর যে ফোন অনেক দিন ধরে বিক্রি হয়না সেই ফোন দিয়ে দেয় পরে দেখা যায় সেই ফোন আমাদের মনের মতো হয় না মানে ফোনের পারফরম্যান্স ভালো লাগে না। আসলে দোষটা দোকানীর নয় আমাদের কারণ আমরা আগে থেকে কোন কিছু না জেনে ফোন ক্রয় করতে যাই। বর্তমানে ডিজিটাল যুগ আপনি চাইলেই আপনার মনের মতো পারফরম্যান্স ফোন ইন্টারনেটের মাধ্যমে খুঁজে দেখতে পারবেন।
আমি আজকে সেই রকমি ভালো একটি স্মার্টফোনের কথা বলবো যা দামে কম এবং ফিউচার অনেক। বর্তমানে আমরা সবাই গেইম খেলি এই জন্য আমদের গেমিং ফোন ভালো লাগে যে ফোন Ram ও Rom ভালো থাকে সেই ফোন দিয়ে গেইম খেলতে ভালো পারফরম্যান্স পাওয়া যায় ফোনের চার্জ যেমন অনেক সময় থাকে তেমনি ফোন কোন হ্যাং করেনা। আমি যে ফোন নিয়ে আলোচনা করবো সেটার ব্যাটারি, ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর সব কিছু আমার কাছে অসাধারণ লেগেছে।
আসলে আমি কথা বলছি Realme C31 ফোনটির বিষয়ে। আমরা সবাই জানি Realme অনেক ভালো একটি কোম্পানি। তাদের ফোন গুলো ফিউচার এক কথায় অসাধারণ লাগে আমার কাছে। বর্তমানে টপ স্মার্টফোনের তালিকায় Realme স্মার্টফোনও আছে। Realme আরো অনেক ভালো এবং বেশি দামি ফোন আছে যেগুলো ফিচার এবং পারফরম্যান্স অনেক ভালো।
Realme C31এই ফোনে পিছনে তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ক্যামেরা গুলোর মেগাপিক্সেল ১৩,২ ও ০.২। সামনে একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার মেগাপিক্সেল হচ্ছে ৫। মোবাইল ফোনটিতে অ্যান্ড্রয়েড ১১ ভার্সন ব্যবহার করা হয়েছে। আর চিপসেট হিসেবে দেওয়া হয়েছে Unisoc Tiger T612 (12 nm)। ব্যাটারির কথা না বললেই নয় এই ফোনে আপনি লিথিয়াম পলিমারের ৫০০০ mAh শক্তিশালী ব্যাটারি পাচ্ছেন। এবার আমি সম্পন্ন বাংলায় Realme C31 এর Full Specifications আলোচনা করবো চালুন শুরু করা যাক।
Name: Realme C31
First Release: Realme C31 ফোনটি ২০২২ সালের মার্চের ৩১ তারিখে প্রথম রিলিজ হয়।
Colors: Realme C31 এই স্মার্টফোনটি আপনি দুটি কালারে রিলিজ হয়েছে। প্রথমটি হলো Light Silver এবং দ্বিতীয়টি হলো Dark Green
Connectivity
Network: Realme C31 স্মার্টফোনটিতে আপনি 2G থেকে শুরু করে 3G, 4G পর্যন্ত নেটওয়ার্ক সুবিধা পাবেন। এখনতো আমরা সবাই 4G ব্যবহার করি। শুধু 3G আছে এমন ফোন এখন কেউ আর ক্রয় করেনা বা মার্কেটেও নেই।
SIM : Realme C31 স্মার্টফোনটিতে Dual Nano SIM রয়েছে।
WLAN: Realme C31 স্মার্টফোনটিতে আপনি Wi-Fi hotspot ব্যবহার করতে পারেন।
Bluetooth: Bluetooth ব্যবহার করতে পারবেন ✅
GPS: Realme C31 স্মার্টফোনটিতে A-GPS, GLONASS, GALILEO, BDS রয়েছে।
Radio: Unspecified
USB: Realme C31 স্মার্টফোনটিতে আপনি v2.0 পাবেন। USB Type C পাবেনা এবং OTP সাপোর্ট করবে।
Body
Style: Realme C31 ফোনটির স্টাইল হচ্ছে Minimal Notch
Material: Realme C31 ফোনটিতে Glass front, Plastic body ব্যবহার করা হয়েছে।
Water: Realme C31 ফোনটিতে Water Resistance ব্যবহার করা হয়নি তাই পানি থেকে দূরে রাখবেন।
Dimensions: Realme C31 ফোনটিতে 8.4 millimeter thickness ব্যবহার করা হয়েছে।
Weight: Realme C31 ফোনটির সঠিক ওজন বলতে পারছিনা এর জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
Display
Size: Realme C31 ফোনটিতে 6.5 inches ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
Resolution: Realme C31 ফোনটিতে HD+ 720 x 1600 pixels (270 ppi) ব্যবহার করা হয়েছে।
Technology: Realme C31 ফোনটিতে IPS LCD Touchscreen ব্যবহার করা হয়েছে।
Features: Realme C31 ফোনটিরতে Multitouch ব্যবহার করা হয়েছে।
Back Camera
Resolution: Realme C31 ফোনটির পিছনে তিনটি অসাধারণ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। Triple 13+2+0.3 Megapixel
Features: Realme C31 ফোনটিতে Autofocus, LED flash, f/2.2, depth, macro & more ব্যবহার করা হয়েছে।
Video Recording: Realme C31 ফোনটিতে HD (1080p) ব্যবহার করা হয়েছে।
Front Camera
Resolution: Realme C31 ফোনটির সামনে 5 Megapixel ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
Battery
Type and Capacity: Realme C31 ফোনটিতে Lithium-polymer 5000 mAh (non-removable) ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যেটা একবার ফুল চার্জ করলে অনেক সময় গেইম খেলা যাবে।
Fast Charging: Realme C31 ফোনটিতে 10W Fast Charging ব্যবহার করা হয়েছে যেটার সাহায্য আপনি খুব কম সময়ে তাড়াতাড়ি ফোন চার্জ করতে পারবেন।
Performance
Operating System: Realme C31 ফোনটিতে Android 11 (Realme UI 2.0) ব্যবহার করা হয়েছে।
Chipset: Realme C31 ফোনটিতে Unisoc Tiger T612 (12 nm) ব্যবহার করা হয়েছে।
RAM: Realme C31 ফোনটিতে 4 GB পাবেন।
Processor: Realme C31 ফোনটিতে Octa core, up to 1.8 GHz ব্যবহার করা হয়েছে।
GPU :Mali-G57
Storage
ROM: Realme C31 ফোনটিতে আপনি 64 GB (UFS 2.2) পাচ্ছেন
MicroSD Slot: ✅ Dedicated slot
Sound
3.5mm Jack: ✅
Features: Loudspeaker
Security
Fingerprint: Realme C31 ফোনটিতে আপনি ✅ Side-mounted সিকিউরিটি সিস্টেম পাচ্ছেন।
Face Unlock : Realme C31 ফোনটিতে আপনি Face Unlock✅ পাচ্ছেন।
Others
Sensors : Fingerprint, Accelerometer, Proximity
Manufactured by: Realme
Made in: Bangladesh
Price in Bangladesh
Official ✭ ৳12,990 4/64 GB
আমার কাছে এই ফোনটির কালার সবচেয়ে বেশি ভালো লেগেছে। মোবাইলটির ব্যাটারি ব্যাকআপ কিন্তু অসাধারণ। ইদানিং প্রায় সব ফোনেই Non removeabel ব্যাটারি থাকে এতে ব্যাটারি সমস্যা হওয়ার কোন চান্স থাকে না। এই ছিল আজকের Realme C31 এর বাংলা রিভিউ। পরবর্তী আপনারা কোন স্মার্টফোনের বাংলা রিভিউ চান তা আমাদের কমেন্ট করে জানান। আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ।