আপনি কি কখনো দেখেছেন বা খেয়াল করেছে আপনাকে কেউ কল দিয়েছে কিন্তু যে নাম্বার থেকে কল দিয়েছে সে নাম্বার আপনি কখনো দেখেনি বা বাংলাদেশর না। আবার অনেক দেখবেন বা আপনার বন্ধু আপনাকে কল দেয় যখনি কল দেয় তখনি নতুন নতুন ফোন নাম্বার থেকে কল দেয় আবার এ রকমও হয় যে আপনি সেই নাম্বারে কল দেন তখন কল যায় না। আপনি খেয়াল করে দেখেন আপনার সাথেও এই রকম হয়েছে। Unlimited Free Calling
এবার আপনাকে আসল বিষয়টা খুলে বলি আসলে আপনাকে যে ফোন দেয় সে তার ফোন নাম্বার থেকে কল করে না সে Free Calling App ব্যবহার করে। জ্বি সে Free Calling App ব্যবহার করে। আপনি হয়তো শুনেছেন যে Free Call করা যায়। আসলেই Free Call করা যায়। আপনি যদি Google Play Store এ সার্চ করেন তাহলে আপনি অনেক Free Calling App পেয়ে যাবেন। International Free Calling App
আরোও পড়ুন
আপনার পুরনো অ্যান্ড্রয়েড ফোনের সকল তথ্য আইফোনে কপি করতে পারবেন।
Realme C31 এর সম্পন্ন বাংলা রিভিউ
আসলে ফ্রিতে কল করা যায় না। কল করার জন্য আপনার Credit আয় করতে হয় আর সেই Credit আপনি ফ্রিতে আয় করতে পারবেন। আমি যে অ্যাপ নিয়ে আলোচনা করবো সেই অ্যাপে আপনি প্রতিদিন 5 Credit করে আয় করতে পারবেন। আপনার এই Credit আয় করতে কিছু বিজ্ঞাপন করতে দেখতে হবে আর সেই বিজ্ঞাপন দেখতে সর্বোচ্চ ১০ মিনিট লাগবে। আপনি প্রতিদিন 5 Credit করে আয় করবেন আর এভাবে ৭ দিন করলে ৩৫ Credit করে আর এক মাস করলে ১৫০ Credit. Best Free Calling App
আপনি এই Credit দিয়ে বাংলাদেশ ছাড়াও বিদেশে কল দিতে পারবেন আর বাংলাদেশ কার কাছে কল দিত চাইলে বিদেশি নাম্বার দিয়ে কল দিতে পারবেন। কেউ চিন্তে পারবেন না। আপনি চাইলে আপনার প্রিয় মানুষকে বিদেশি নাম্বার দিয়ে SMS করতে পারবেন। এতে সে চমকে যাবে। আপনি প্রতিদিন Credit আয় করলে অনেক সময় আমি দেখেছি মাঝে মাঝে একদিনে ১০ Credit করেও দেয়। International Free Calling App
আমি যে Free Calling App নিয়ে কথা বলছি সেই অ্যাপটির নাম Telos আপনি হয়তো এই অ্যাপটির নাম শুনেছেন। আপনি এই অ্যাপে কিভাবে একাউন্ট খুলবেন কিভাবে Credit আয় করবে কিভাবে কল দিবেন সব আমি পোস্টে Screenshots সহ দেখিয়ে দেব। এখন আপনি প্রথমে এই Telos লেখাতে ক্লিক করে Google Play Store থেকে অ্যাপটি ডাউনলোড করুন।
এবার অ্যাপটি ওপেন করুন।
তারপর Get Started এ ক্লিক করুন।
তারপর এখানে Sign Up এ ক্লিক করুন।
এখানে Agree তে ক্লিক করুন।
যা পারমিশন চায় সব Allow করে দেন।
তারপর এখানে Email এ ক্লিক করুন।
এখানে Agree তে ক্লিক করুন।
তারপর এখানে উপরে বক্সে নাম লিখুন আর নিচের বক্সে Email দিন।
তারপর Active Now এ ক্লিক করুন।
তারপর এখানে উপরে এই চিহৃে← ক্লিক করে Back চলে আসুন।
তারপর এখানে এসে Setting এ ক্লিক করুন।
তারপর এখানে Account Setting এ ক্লিক করুন।
তারপর এখানে থেকে Email Verification করার জন্য এখানে ক্লিক করে Email Verification করে নিবেন।
তারপর আবার হোম পেইজে এসে Credit আয় করার জন্য Get Free Credit এ ক্লিক করুন।
তারপর এখানে ক্লিক করে প্রতিদিনের বোনাস নিতে পারেন।
তারপর Check in Now এ ক্লিক করুন।
তারপর একটি Ads আসবে কয়েক সেকেন্ড দেখার পর যখন সাইডে × এই চিহ্ন চলে আসবে তখন এই × চিহ্নে ক্লিক করে ব্যাক চলে আসবেন।
তারপর Im Feelling Lucky তে ক্লিক করুন।
তারপর Get More Free Credits এ ক্লিক করুন।
তারপর Ads আসবে Ads দেখে × চিহ্নে ক্লিক করে বের হয়ে আসবেন।
আমার একাউন্টে সর্বমোট ১৮২ Credit আছে।
তোএইছলআজকর আর্টিকেল। আমার কাছে Free Calling এর জন্য এই অ্যাপটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই রকম আরো অনেক অ্যাপ আছে আপনার যদি আরো অ্যাপের আর্টিকেল চান তাহলে কমেন্ট করে জানান। আপনার হয়তো চিন্তা করছেন এতো Credit কেমনে জমাইছেন। আমি প্রতিদিন ১০ মিনিট করে Ads দেখি। আমি কারো সাথে কথা বলি না মাঝে মাঝে বন্ধুদের ফোন দেই তাই আমার Credit এতো খরচ হয়না।