আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন...? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনি যেহেতু এই আর্টিকেলে ক্লিক করেছেন তার মানে আপনি CPA Marketing সম্পর্কে জানতে চাচ্ছেন। আপনাকে আগেই বলে নেই আর্টিকেলটি অনেক বড় হতে চলছে তাই আপনার কাছে বিরক্ত লাগতে পাই তাই আপনি ধৈর্য ধরে পড়তে থাকুন এবং আপনি এখানে অনেক ইনফরমেশন পূর্ণ আর্টিকেল পাবেন আশা করি এই আর্টিকেল পড়ার পরে CPA Marketing সম্পর্কে আপনার আর কোন প্রশ্ন থাকবে না। তো চলুন CPA Marketing সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।
CPA Marketing কি....?
CPA Marketing কি এ ব্যপারে আমি আপনাকে যদি জিজ্ঞেস করি তাহলে আপনার মনে অনেক গুলো প্রশ্ন আসতে পারে CPA Marketing মানে লিংকে ক্লিক করা, প্রোডাক্ট সেল করা, ক্লিক আনা, Perchance করা এই রকম অনেক উত্তর আপনার মনে আসবে। বেশির ভাগ ক্ষেত্রেই আমরা CPA Marketing বলতে বুঝি কসপার একশন বা কসপার একোজিশন। আমি আপনাদের বলি CPA Marketing মানে কসপার একশন অথবা কসপার একোজিশন না। তাহলে কি..? CPA আর Marketing এই দুটি জিনিস হচ্ছে আলাদা। CPA এর পূর্ণরূপ হচ্ছে Cost Per Action শুধু মাত্র CPA এর অর্থ হচ্ছে Cost Per Action আচ্ছা Cost Per Action এর মানে কি...? Cost Per Action হচ্ছে প্রতিটি কাজের জন্য আপনি নিদিষ্ট পরিমাণ টাকা পাবেন। প্রতিটি কাজের জন্য টাকা পাবেন। অনেক রকমের কাজ থাকে এখানে Sign Up করা, লিংক ক্লিক করা, প্রোডাক্ট সেল করা এই প্রতি এক একটি কাজের জন্য আপনি নিদিষ্ট পরিমাণ টাকা পাবেন। আর এটাকেই বলা হচ্ছে একশন এটাকেই বলা হচ্ছে কাজ। এক একটা কাজের জন্য টাকা পাবেন এটাই হচ্ছে CPA এর পূর্ণরূপ Cost Per Action আচ্ছা CPA মানে যদি Cost Per Action হয় তাহলে প্রশ্ন হচ্ছে Marketing টা কি...? CPA Marketing in Bangladesh
What is Marketing...?
Marketing এর ক্ষেত্রে দুটো জিনিস একটি হচ্ছে Value Create প্রথমে আপনাকে প্রোডাক্টের Value Marketing Create করা। আসলে এই ব্যপারটা কি...? আমরা মূলত CPA তে প্রোডাক্ট নিয়ে কাজ করি প্রোডাক্টের প্রমোশন করি এটা নিয়ে আমাদের কাজ। এখানে যে প্রডাক্টটা থাকে এই প্রোডাক্ট রিলেটিড যে কাস্টমার থাকে তাদের মনে মনে কিছু প্রশ্ন থাকে সাধারণ ভাবে আমরা যদি কোন প্রোডাক্টের কাস্টমার থাকি তাহলে আমাদেরও কিছু প্রশ্ন থাকে। একদম একম পাঁচটি সাধারণ প্রশ্ন। (১)এই প্রোডাক্টটা কি (২) এই প্রোডাক্টটা নিলে কি কি বেনিফিট পাওয়া যায় (৩) যারা নিয়েছিল তারা কি বেনিফিট পেয়েছিল (৪) আমি কি বেনিফিট পাব (৫) আমি আপনার কাছে থেকেই কেন নেব। এই পাঁচটি প্রশ্নের উত্তর যখন কারো কাছে ক্লিয়ার ভাবে দিবেন তখন তার মনে কিংবা তার কাছে একটি প্রোডাক্টের চাহিদা তৈরি হবে। আর এই প্রোডাক্টের চাহিদা তৈরি করাই হচ্ছে Product Value Marketing Create করা। তারমানে হচ্ছে তার কাছে চাহিদা তৈরি করতে হবে। ফাস্ট যে লজিকটা হচ্ছে প্রথমে Product এর Value Create করতে হবে। অনেক মনে করে Product এর Value Creation মানে কি প্রমোশন করা এটাই হচ্ছে Marketing Full কিন্তু না আরো একটা বড় পার্ট থাকে সেটা হচ্ছে Relation Build Up করা। যে যে এই প্রোডাক্টের উপর ইন্টারেস্টড তার কাছে ঐ প্রোডাক্ট প্রমোশন করা। ভাবুন ১০০ জন এই আর্টিকেল পড়তেছে সবাই যদি এখানে Female হয় এখনে যদি Fair And Lovely বিক্রির জন্য প্রমোশন করে তাহলে কিন্তু তার প্রোডাক্টটি বিক্রি হওয়ার সম্ভব না রয়েছে। আর যদি এখানে ১০০ জন Male হয় এখনে যদি কেউ Fair And Lovely প্রমোশন করে তাহলে কিন্তু এখানে বিক্রি হওয়ার কোন সম্ভাবনা নাই। তো এটাই ব্যাপার যে যে প্রোডাক্টের উপর ইন্টারেস্ট তাকে সেটাই দিতে হবে বা তার কাছে সেটাই প্রমোশন করতে হবে। CPA Marketing Course
আচ্ছা আমরা সবাই বুঝে গেছি CPA Marketing মানে হচ্ছে Cost Per Action আমরা সবাই বুঝতেছি প্রতিটি কাজের জন্য একটা করে পেমেন্ট দেওয়া হবে। আমি আপনাদের মাঝে একটি শকিং নিউজ শেয়ার করতে চাই। নিউজটা হচ্ছে প্রতিটি কাজের জন্য আমাদের একটা করে পেমেন্ট করা হবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে কোন কাজই আমরা নিজেরা করব না।তো কোন কাজ যদি আমরা নিজেরা না করি তাহলে কেন আমাদের পেমেন্ট করবে। ভাবুন আপনি একটি ইনসুরেন্সে কোম্পানিতে কাজ করেন এবং আপনাকে বলা হলো এই মাসে যদি আপনি ২০টি ইনসুরেন্সে করাতে পারেন তাহলে আপনাকে ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
এখন আপনি ২০ হাজার টাকা বেতন পাওয়ার জন্য নিজে কি ২০টি ইনসুরেন্সে করবেন নাকি অন্য আরেকজনকে দিয়ে করাবেন। অবশ্যই অন্য আরেকজনকে দিয়ে করাবেন। সেইম ভাবে যদি আমি বলি আপনাকে বলা হলো ৫০০ লিটার তেল বিক্রি করতে পারলে আপনি ১৫ হাজার টাকা পাবেন এখন আপনি নিজে ৫০০ লিটার তেল কিনবেন নাকি আরেকজনকে কেনাবেন। অবশ্যই আপনি আরেকজনকে দিয়ে কেনাবেন। CPA Marketing Full Meaning
তো এটাই আমি বুঝাতে চাচ্ছি এখানে যত ধরনের কাজ আছে কোন কাজ আমরা করব না আমাদের কাজ আরেকজনকে দিয়ে করা মানে ডাউনলোড আমরা করব না আরেকজনকে দিয়ে করাব। Product Perchance আমরা করব না আরেকজনকে দিয়ে করাবো। রেজিষ্ট্রেশন আমরা করবো না আমরা আরেকজনকে দিয়ে করাবো।অন্য জন্য যখন এই কাজটি করবে এর জন্য আমি একটা পেমেন্ট পাবো আমার কাজ হচ্ছে আরেক জনকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে বা ক্লায়েন্ট বা কাস্টমারকে দিয়ে করানো। এটাই হচ্ছে Cost Per Action প্রতিটি কাজের জন্য একটা করে পেমেন্ট পাবো আমরা আরেকজনকে দিয়ে কাজটা করাবো এটাই হচ্ছে আমাদের কাজ।
কিছুটা সময়ের জন্য ভাবুন এটি একটি কোম্পানি। এই কোম্পানির নাম হচ্ছে বাংলালিংক। বাংলালিংক একটি Android App Develop করলো এবং সে চাচ্ছে এই অ্যাপটি Market এ ডাউনলোড হোক। প্রতিটি ডাউনলোডের জন্য বাংলালিংকের বাজেট হচ্ছে ২.৫০ টাকা করে এবং সে ১০ হাজার বার ডাউনলোড করাতে চায়। বাংলালিংক দেখলো সে যদি নিজে এটা প্রমোশন করে তাহলে তার বাজেটের বেশি টাকা খরচ হচ্ছে তাই সে থার্টপার্টি কোম্পানির সহায়তা নিল এবং সে থার্টপার্টি কোম্পানির ডিল করলো যদি কোন অ্যাপ ডাউনলোড করাতে পারে এই থার্টপার্টি কোম্পানি তাহলে প্রতিটি ডাউনলোডের জন্য সে এই থার্টপার্টি কোম্পানিকে ২.৫০ টাকা করে দিবে।What is a CPA in Marketing
মূলত এই থার্টপার্ট কোম্পানিটি হচ্ছে একটি CPA Network.... CPA Network বাংলালিংক কোম্পানির কাছে থেকে কাজ নিবে প্রতিটি ডাউনলোডের জন্য ২.৫০ টাকা করে সে বাংলালিংক কোম্পানির কাছে থেকে চার্জ করলো। CPA Network এই কাজটি নেওয়া পর সে নিজে এই কাজটি করবে না সে আরেকজনকে এই কাজটি দিবে। আরেকজনকে সে বলবে তুমি যদি এই অ্যাপটা ডাউনলোড করাতে পারো তোমাকে আমি দিব দুই টাকা করে। আচ্ছা ব্যাপারটা একটু বুঝুন CPA Network সে বাংলালিংক কোম্পানির কাছে থেকে নিচ্ছে ২.৫০ টাকা করে এবং সে আরেকজনকে বলতেছে তুমি যদি এই অ্যাপটা ডাউনলোড করাতে পারো তোমাকে আমি দিব ২ টাকা করে।
কাদেরকে বলেছে যারা হচ্ছে Marketer এখানে আমরা হচ্ছি Marketer... Marketer এই অ্যাপটা নিয়ে বিভিন্ন জায়গায় প্রমোশন করা শুরু করবে যদি তার মাধ্যমে কেউ ডাউনলোড করে তাহলে CPA Network তাকে ২ টাকা করে দিবে এবং বাংলালিংক CPA Network কে ২.৫০ টাকা করে দিবে। মূলত CPA Network এর কাজ হচ্ছে কোম্পানি আর Marketer দের মাঝে একটি কমিউনিকেশন তৈরি করা। এই CPA Network কে ঘিরে হাজার হাজার Marketer আছে এই CPA Network কে ঘিরেই শত শত কোম্পানি আছে। CPA Marketing in Bangladesh
এখানে আমরা হচ্ছি মূলত Marketer আচ্ছা এখানে যদি একটু ভাবি বেনিফিট কার সব জায়গায় বেনিফিট কার। এখানে আমাদের বেনিফিট হচ্ছে সবার। কিভাবে বাংলালিংক সে তার নিজের বাজেটের মধ্যে কাজটি করাতে পারতেছে সেটা তার বেনিফিট। CPA Network যে দামে কাজটা নিচ্ছে তার চেয়ে কম দামে Marketer দিয়ে করাচ্ছে এটা হচ্ছে তার বেনিফিট। Marketer সরাসরি কোম্পানির কাছে থেকে কাজ পাবে না। কারণ কোম্পানি টিমকে কাজ দেয় কোন সিঙ্গেল পারসেন্টকে নয়। তো Marketer CPA Network এর কাছে থেকে কাজটা নিয়ে সে নিজে বেনিফিটেড। এভাবেই মূলত এই সার্কেলটা চলে এবং এই সার্কেলে আমরা হচ্ছি Marketer