ads

 জেনে নিন আইপিএলের নিলাম 2023 সম্পর্কে বিস্তারিত তথ্য

আইপিএল-২০২৩ নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে। কোচিতে আজ আইপিএলের মিনি নিলাম। দেখুন আইপিএল-২০২৩ এর নিলামের পুঙ্খানুপুঙ্খ তথ্য আমাদের সাথে। 


আইপিএলের নিলাম 2023   আইপিএল নিলাম ২০২৩ আইপিএল 2023 সময়সূচী বাংলা IPL 2023 auction date বিপিএল ২০২৩ বিপিএল ২০২৩ সময়সূচী ও দল আইপিএল 2023 2023 Indian.jpg


১৬.২৫ কোটিতে CSK তে বেন স্টোকস

১৬.২৫ কোটিতে চেন্নাই সুপার কিংস নিল বেন স্টোকসকে। ৪০৫ জন ক্রিকেটারের মধ্যে নিলামে অন্যতম প্লেয়ার সম্ভবত হতে চলেছেন বেন স্টোকস, যাঁকে নিয়ে ১০ দলেরই দর কষাকষি তুঙ্গে উঠবে।


ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে অবশ্য তাঁরাই নিতে পারবে, যাঁদের হাতে বেশি টাকা রয়েছে। এর আগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলে গিয়েছেন স্টোকস।


আরসিবিতে রিস টপলি

৭৫ লক্ষ টাকা বেস প্রাইস ছিল রিস টপলির। ১ কোটি ৯ লক্ষ টাকায় আরসিবি কিনে নিল রিস টপলি।


ক্যামেরন গ্রিনকে ১৭.৫০ কোটিতে কিনল মুম্বই ইন্ডিয়ান্স

ক্যামেরন গ্রিনকে ১৭.৫০ কোটিতে কিনল মুম্বই ইন্ডিয়ান্স। ক্যামেরন গ্রিন একজন অপরিহার্য অলরাউন্ডার। অজি তারকা ভারতের মাটিতে খেলে গিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। সেই সময় তাঁর ব্যাটে ঝড় দেখেছিল ভারত।


সিরিজের তিনটি ম্যাচে গ্রিন দু'টি ঝড়ো হাফ সেঞ্চুরি করেছিলেন- একটি ৩০ বলে ৬১ এবং একটি ২১-বলে ৫২ (টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে দ্রুততম ফিফটি)। ব্যাটিংয়ের সঙ্গে গ্রিন পেস বোলিং করেন।


স্যাম কারানকে ১৮.৫০ কোটিতে কিনল পঞ্জাব

ইংল্যান্ডের বাঁ-হাতি স্যাম কারানকে এবারের নিলামে দারুণ লড়াই দেখা গেল। ২ কোটির বেস প্রাইসে থাকা এই ক্রিকেটারকে ১৮.৫০ কোটিতে কিনল পঞ্জাব কিং। তবে তাঁর পিঠের চোটের কারণে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করেন। তাঁর জায়গায় বড় ভাই টম কারান দলে আসেন।


২৪ বছরের তারকা কিন্তু বিশ্বকাপে দুরন্ত প্রত্যাবর্তন করেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওভারপ্রতি ৬.৫২ রান দিয়ে ১৩টি উইকেট তুলে নিয়েছিলেন বাঁ-হাতি পেসার। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নেন।


সাকিব আল হাসান এখনো পর্যন্ত নিলামে বিক্রি হোননি। অর্থ্যাৎ তিনি অবিক্রিত। 


এ বারের নিলামে ৪০৫ জন ক্রিকেটারের বিশাল তালিকা প্রকাশ করেছিল আইপিএল। এই ৪০৫ জনের মধ্যে থেকে বিক্রি হতে পারেন ৮৭ জন। সব দল মিলিয়ে এই ক’জন ক্রিকেটারের জায়গাই ফাঁকা রয়েছে। যে ৪০৫ জনের নাম আইপিএল দিয়েছে তার মধ্যে ২৭৩ জন ভারতীয় এবং ১৩২ জন বিদেশি। বিদেশিদের মধ্যে ৪ জন রয়েছেন যাঁরা অ্যাসোসিয়েট দেশের। আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটারের সংখ্যা ১১৯। নিলামে ২৮২ জন ক্রিকেটার রয়েছেন যাঁরা আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।

Previous Post Next Post

{ads}