ads

 

 অনলাইন ট্রেডিংয়ের ক্ষেত্রে কমন কিছু ঝুঁকি সম্পর্কে জেনে নিন

যাদের ট্রেডিং করার মতো অর্থ রয়েছে তারা সবসময় ট্রেড করতে পারার মাধ্যম খুঁজে থাকেন। এক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মকেও ব্যবহার করা যায়। তবে এতে ঝুঁকির সম্ভাবনা থাকে বাড়তি। কেননা লুকোচুরির এই আলাদা জগতে ঠকে যাওয়ার ঘটনা আজকাল অহরহ দেখা যায়।


ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ট্রেডিং মানে কি ট্রেডিং কিভাবে করব হোল্ডিং ট্রেডিং বলতে আপনি কি বুঝেন? ট্রেডিং ব্যবসা কি কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন ট্রেডিং কোম্পানি ফরেক্স ট্রেডিং.jpg


সুতরাং যদি আপনি আগে থেকেই সাবধানে কাজ শুরু করতে পারেন তবে আশা করি পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে হবে না। এক্ষেত্রে চলুন জেনে নেওয়া যাক অনলাইন ট্রেডিং এর কমন কিছু ঝুঁকি সম্পর্কে। 


অনলাইন ট্রেডিং কি?

অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম এবং অনলাইন ব্রোকারেজ ব্যবহার করে শেয়ার, প্রোডাক্ট, তহবিল, বৈদেশিক মুদ্রার ব্যবসা, ক্রিপ্টোকারেন্সি এবং আরও অনেক কিছু ট্রেড করার প্র্যাকটিসকে মূলত অনলাইন ট্রেডিং বলা হয়ে থাকে। 


বলে রাখা ভালো প্রথাগত ট্রেডিং থেকে ভিন্ন এই অনলাইন ট্রেডিং। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো অনলাইন ট্রেডিং এর ক্ষেত্রে থার্ড পারসোনের কোনো প্রয়োজন পড়ে না। এতে করে বাড়তি ঝামেলা যেমন হয় না তেমনই ঝুঁকির সম্ভাবনাও কিছুটা কমে আসে। 


অনলাইন ট্রেডিং এর বাড়তি সুবিধাগুলির কারণে আজকাল ভিন্নধর্মী এই ট্রেডিংয়ের জনপ্রিয়তা বেড়ে গেছে। বিশেষ করে এতে থাকা অসংখ্য প্লাটফর্ম আপনাকে জেনে-বুঝে যেকোনো একটিকে বেছে নিতে সাহায্য করবে। অর্থ্যাৎ প্লাটফর্মের অভাবে আপনাকে ট্রেড করার মাধ্যম খুঁজে নিতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। 


অনলাইন ট্রেডিং এর ঝুঁকিসমূহ

অনলাইন ট্রেডিং এর ক্ষেত্রে যেমন রয়েছে বাড়তি সুযোগ-সুবিধা ঠিক তেমনই রয়েছে বাড়তি ঝুঁকি। কি কি হতে পারে সে-সব ঝুঁকি? জানতে হলে আমাদের সাথেই থাকুন। কেননা আগেভাগেই এসব পয়েন্ট সম্পর্কে জানা থাকলে পরবর্তীতে হয়তো সতর্কতার খাতিরে আপনাকে আর বিপদে পড়তে হবে না।


অতিরিক্ত লোভ

অনলাইন ট্রেডিং এর ক্ষেত্রে শুরু থেকেই লোভে পড়ে অতিরিক্ত ইনভেস্ট করতে যান অনেকে। এক্ষেত্রে দ্রুত উপার্জন এবং অতিরিক্ত ফায়দা উসুলের প্রতি ঝোঁক থাকে সবার। কিন্তু সত্য ব্যাপার হলো অনলাইন ট্রেডিং এর ক্ষেত্রে প্রোফিট আসার আলাদা সময় আছে। বিশেষ করে অতিরিক্ত প্রোফিট অর্জন করার ক্ষেত্রে সময় বুঝে ইনভেস্ট করতে হবে। এক্ষেত্রে অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মগুলির আপডেট সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। 


প্ল্যাটফর্মের অস্পষ্টতা

প্ল্যাটফর্মের অস্পষ্টতা বলতে তাদের শর্তাবলিতে থাকা অস্পষ্ট পয়েন্ট বুঝিয়েছি। সাধারণত দুই ধরণের অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম বর্তমানে কাজ করছে। এর এক অংশ পুরোপুরি ফ্রি! বিশেষ করে সেই প্ল্যাটফর্ম ব্যবহার করার ক্ষেত্রে কোনো ধরণের ফি এর প্রয়োজন পড়ে না। অন্যদিকে আরেক অংশে কমিশনের একটা ব্যপার থাকে। এই ধরণের প্ল্যাটফর্ম আপনাকে তাদের সুযোগ-সুবিধা ভোগ করতে দিবে ঠিকই! তবে এক্ষেত্রে তারা একটি কমিশন চার্জ করবে। সুতরাং না জেনে এসব প্ল্যাটফর্মে ইনভেস্ট করা উচিত না। 


মানবিক স্পর্শের অভাব

একটা সময়ে এসে পৃথিবীতে রোবট কিংবা টেকনোলজির জয়জয়কার চললেও মানুষের ক্ষমতা এবং প্রয়োজনীয়তাকে কেউই কখনো অস্বীকার করার সুযোগ পাবে না। কেননা এই ধরণের অস্বীকৃতি বোকামি ছাড়া আরকিছুই নয়। যদিও অনলাইন ট্রেডিং এর প্রতিটি প্ল্যাটফর্ম নিজেরাই ব্রোকার। এখানে মানবিক স্পর্শের বড্ড অভাব। প্রথাগত ট্রেডিংয়ে একজন মানব দালালের মতো প্রফেশনাল গাইডলাইন দিতে পারে না বলে এসব প্ল্যাটফর্মে আর্থিক বাজার সম্পর্কে যথেষ্ট জ্ঞানা না থাকলে ইনভেস্ট করাটাই বোকামি কিংবা লস। 


ইন্টারনেট-নির্ভর সিস্টেম

অনলাইন ট্রেডিং সম্পূর্ণ ইন্টারনেটের উপর নির্ভর করা একটি প্ল্যাটফর্ম। এখানে ইন্টারনেট সংযোগ না থাকলে কাজের পুরো অংশটাই অফ থাকে। যার ফলে কোনো কারণে ইন্টারনেটের বাইরে থাকলে বিপদের সময় হয়তো কিছুই করার থাকে না। এছাড়াও ইন্টারনেট কানেকশন হুট করে অফ হয়ে গেলে কিংবা ডিভাইস কাজ না করলেও ঝুঁকির পরিমাণ থেকেই যায়!


ইতি কথা

সবশেষে বলবো ঝুঁকি নিতে পারাটাও এক ধরণের জিতে যাওয়া। অনলাইন ট্রেডিং এর ক্ষেত্রে থাকা ঝুঁকি সম্পর্কে রিসার্চ করে যদি কাজে নামেন আশা করি আপনাকে ঠেকানোর মতো ক্ষমতা কারোরই হবে না। হ্যাপি ট্রেডিং!

Previous Post Next Post

{ads}