মালয় ভাষা শিক্ষা এবং মালয় ভাষা শিক্ষা বই
মালয়েশিয়ার মতো দেশে যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান কিংবা পড়তে যেতে চান অথবা মালয়েশিয়ানদের সাথে যাদের কথোপকথনের দরকার পড়ে তাদের অবশ্যই মালয় ভাষাটুকু শিখে রাখা জরুরি। যদিও ইংরেজি একটি আধুনিক ভাষা হওয়ায় যোগাযোগের ক্ষেত্রে এই ভাষাটি ব্যবহার করা যায়।
তবে মালয় ভাষা শেখা মানেই যোগাযোগের ক্ষেত্রে ভাষাগত সংকীর্ণতাকে পুরোপুরিভাবে এড়িয়ে চলা। চলুন তবে আজ মালয় ভাষা শিক্ষা এবং মালয় ভাষা শিক্ষা বই নিয়ে জেনে নেওয়া যাক নানান অজানা তথ্য এবং তত্ত্ব।
মালয় ভাষা শিক্ষার উপায়
শুরুতে আমরা আলোচনা করবো মালয় ভাষা শিক্ষার উপায় সম্পর্কে। বিশেষ করে মালয় ভাষা শিক্ষা বই এর সাহায্য নিয়ে কিভাবে আপনি ধাপে ধাপে মালয় ভাষা শিখতে পারেন সে-ব্যাপারে বেশকিছু টিপস শেয়ার করবো। এতে করে যেমন শেখাটা দীর্ঘস্থায়ী হবে, ঠিক তেমনই শেখার সময় বাড়তি কোনো বিরক্তিও কাজ করবে না।
টিপস নাম্বার ১
শুরুতে মালয় ভাষার সবগুলি বর্ণমালা এবং ধরণ সম্পর্কে জেনে নিন। দেখুন কিভাবে কোন শব্দগুলি ব্যবহার করা হয়। পাশাপাশি শেখার জন্যে নিয়মিত বাড়তি এবং নির্দিষ্ট কিছু সময় বের করে নিন। একটি প্ল্যানিং করুন। ১ বা ২ মাসের রুটিন করুন। এছাড়াও যদি ৩০ দিনে মালয় ভাষা শেখার কোনো বই পেয়ে যান সে বইটির গাইডলাইন অনুযায়ীও রুটিন তৈরি করে নিতে পারেন।
টিপস নাম্বার ২
পরিচিতি-পর্ব শেষ হলে চেষ্টা করুন বর্ণগুলি শিখে তা লেখার। শেখার চাইতে কিন্তু লেখা বেশ গুরুত্বপূর্ণ। এমনকি যারা মালয় ভাষা শুধুমাত্র স্পোকেন দিকটা রপ্ত করতে চান তাদেরও উচিত লেখার চেষ্টা করা। এতে করে যা শিখেছেন তা অনেকদিন ধরে মনে থাকবে।
টিপস নাম্বার ৩
৩ ভাগের ১ ভাগ মালয় ভাষা শেখা হয়ে গেলে মালয় ভাষা শিক্ষা বই এর পাশাপাশি মালয় ভাষায় লেখা কিছু গুরুত্বপূর্ণ বই পড়ার চেষ্টা করুন। চাইলে মালয় ভাষায় লেখা বিভিন্ন আর্টিকের পড়তে পড়তে পারেন। পাশাপাশি এই ভাষায় সাজানো বিভিন্ন ইউটিউব কন্টেন্টও দেখতে পারেন।
টিপস নাম্বার ৪
৩ ভাগের ১ ভাগ ভাষা শেখা হয়ে গেলে নেটিভদের সাথে কথা বলার চেষ্টা করুন। শুরুতে মালেশিয়ানদের সাথো চ্যাটিং করার চেষ্টা করুন। চ্যাটিংয়ে যদি নিজেকে কিছুটা দক্ষ মনে করেন তবে ভয়েস আদান-প্রদান কিংবা কলে কথা বলে নিজের স্পোকেন স্কিলটুকুকে বাড়িয়ে নিন।
টিপস নাম্বার ৫
পুরোটুকু শেখা হয়ে গেলে মালয় ভাষা শিক্ষা বইগুলি মাঝেমধ্যে পড়ার পাশাপাশি ভাষাটির অন্যান্য দিকগুলিও চর্চায় রাখুন। অর্থ্যাৎ মালয় ভাষাটিকে শিখে তা যেনো কোনোভাবেই চর্চার অভাবে হারিয়ে না যায় সে-ব্যবস্থা করে রাখুন। নতুবা একটা সময়ে গিয়ে নতুন শেখা এই ভাষাটি ভুলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
মালয় বর্ণমালা সম্পর্কিত তথ্য
মালয় ভাষার অপর নাম হলো মালয়ালম ভাষা। এক্ষেত্রে বর্তমানে যে ধরণের মালয়ালম ভাষাটি ব্যবহৃত হয় সেটি মূলত এসেছে আধুনিক মালয়ালম ভাষা থেকে। যারা মালয় ভাষার বর্ণমালার সাথে পরিচিত হতে চান তাদের বলে রাখি এই ভাষাটিতে সর্বমোট ১৩টি স্বরবর্ণ, ৩৬টি ব্যঞ্জনবর্ণ ও সামান্য কিছু চিহ্ন রয়েছে। যা একজন প্রাথমিক মালয় শিখিয়েকে ভালোভাবে রপ্ত করে নিতে হবে।
বলে রাখা ভালো মালয় লিপির ধরণকে শব্দীয় বর্ণমালা লিপি বলা হয়। যা আনুমানিক ৮৩০ শতাব্দীতে থেকে আজ পর্যন্ত চলে এসেছে। মালয় ভাষাকে অন্যান্য ভাষাগুলির মতো বাম থেকে ডানদিকে লিখতে হয়। আর আপনি যদি মালয় ভাষার ইতিহাস সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে বলবো এটি ক্রমান্বয়ে প্রাক-সিনেটিক লিপি, ফিনিশীয় লিপি, আরামাইক লিপি, ব্রাহ্মী লিপি, গ্রন্থ লিপি থেকে এসেছে।
মালয় ভাষা শিক্ষা বইয়ের তালিকা
কোনোকিছু শেখার ক্ষেত্রে বই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। এক্ষেত্রে মালয় ভাষা শিক্ষা বইয়ের গুরুত্বকে মোটেও অস্বীকার করা যাবে না। আপনারা যারা এই মালয় ভাষা সরাসরি বই থেকে রপ্ত করতে চান তারা নিচের বইগুলি ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না।
মালয়েশিয়া ভাষা শিক্ষার বই
মালয় ভাষা শিক্ষা বই হিসাবে এই মালয়েশিয়া ভাষা শিক্ষার বইটি কিন্তু বেশ কার্যকর বই হিসাবে বিবেচিত হয়ে থাকে। বিশেষ করে যারা বাংলা ভাষাকে মাধ্যম হিসাবে ব্যবহার করে মালয় ভাষা শিখতে চান তারা এই বইটি কিনে নিতে পারেন। বইটি বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরি বা বুকশপে পাওয়া যাবে। আর যদি অফলাইনে খুঁজে নিতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে বইটির সরাসরি পিডিএফ ভার্সন ডাউনলোড করে নিতে পারেন এবং চর্চা চালিয়ে যেতে পারেন।
আধুনিক পদ্ধতিতে মালয়েশিয়ান ভাষা
মানের দিক দিয়ে মালয় ভাষা শিক্ষা বইয়ের দলে "আধুনিক পদ্ধতিতে মালয়েশিয়ান ভাষা" বইটিকে কি না রাখলে হয়? এই বইটি লিখেছেন প্রফেসর মহীনূর সুলতানা। বইটি বাংলাদেশের বিভিন্ন বুকশপে পাওয়া যাবে। তাছাড়া রকমারিসহ অন্যান্য অনলাইন বুকসেলিং প্ল্যাটফর্ম তো থাকছেই।
বইটিতে কেবল মালয়েশিয়ান ভাষা শেখানোর বিষয়ই নয়, বরং এর পাশাপাশি মালেশিয়া সম্পর্কিত বিভিন্ন তথ্যকে সাজানো হয়েছে। আপনারা যারা মালয় ভাষার পাশাপাশি দেশটি সম্পর্কে অন্যান্য তথ্য জেনে নিতে চান তারা এই "আধুনিক পদ্ধতিতে মালয়েশিয়ান ভাষা" বইটির সাহায্য নিতে পারে।
৩০ দিনে মালেশিয়ান ভাষা শিখুন
আপনি কি মাত্র ৩০ দিনে মালয় ভাষা শিখে নেওয়ার জন্য কোনো মালয় ভাষা শিক্ষা বই খুঁজছেন? যদি খুঁজে থাকেন আজকের আর্টিকেলের এই অংশটি কিন্তু আপনার জন্য। "৩০ দিনে মালেশিয়ান ভাষা শিখুন" শীর্ষক এই বইটির সম্পাদক হলেন মুহাম্মদ কামরুজ্জামান। বইটি মনিহার প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে এবং মালয় ভাষা শেখার মাধ্যম হিসাবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
২০০৭ সালের দিকে প্রকাশ পাওয়া এই বইটি ফলো করলে মাত্র ৩০ দিনের ভেতরেই আপনি মালয় ভাষা সহজে রপ্ত করে নিতে পারবেন। এই ৩০ দিনে আপনি ঠিক কি কি শিখবেন, কি কি চর্চা করবেন এবং নতুন কোন কোন শব্দ বা বাক্য শিখবেন সে-সম্পর্কে বিস্তারিত তথ্য সাজানো রয়েছে এই বইটিতে। আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন।
মালয় ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা
মালয় ভাষা শিক্ষার বই কিংবা মালয় ভাষা শিক্ষার মিশনের যদি আলাদা প্রয়োজনীয়তা না থাকতো তবে নিশ্চয় এটিকে নিয়ে বিভিন্ন কোর্স, প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করা হতো না! চলুন আর্টিকেলের এই অংশে মালয় ভাষা শিক্ষার যে প্রয়োজনীয়তা সে প্রয়োজনীয়তা সম্পর্কে জেনে যাক।
যারা মালেশিয়ায় বাংলাদেশী প্রবাসী হিসাবে নিজের ভাগ্যের চাকা ঘোরাতে কাজ করতে চান তাদের অবশ্যই মালয় ভাষা রপ্ত করে নিতে হবে। আবার মালেশিয়ান কোনো ব্যাক্তির সাথে যদি আপনি পার্টনারশিপে ব্যবসা করেন সেক্ষেত্রে মালয় ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা অত্যাবশ্যক হিসাবে কাজ করবে।
মালয় ভাষা শিক্ষার বাড়তি টিপস
যা-ই শিখুন না কেনো, লিখে রাখার চেষ্টা করুন
মাঝপথে শেখার প্রচেষ্টা কমিয়ে দিবেন না
প্র্যাকটিক্যালি মালয়কে চর্চায় রাখুন
ফ্রি টাইমে যতটুকু সম্ভব চর্চা করুন
নেটিভদের সাথে মালয় ভাষায় কথা বলুন
নিজের সাথে নিজে মালয় ভাষায় কথা বলুন
মালয় ভাষা শিখছে এমন কারো সাথে চর্চা করুন
মালয় ভাষায় ডায়েরী লেখার অভ্যাস গড়ে তুলুন
অনলাইনে মালয় ভাষায় লেখা নিউজগুলি পড়ুন
ইতি কথা
আমরা আজ যে ক'টি মালয় ভাষা শিক্ষা বই সম্পর্কে আলোচনা করেছি, আশা করি প্রতিটি বই'ই আপনাকে শুদ্ধভাবে মালয় ভাষা শিখতে সাহায্য করবে। তবে বই এবং টেকনিক সম্পর্কে জানার পাশাপাশি যথেষ্ট ধৈর্যেরও সাহায্য নিতে হবে। যেহেতু নতুন একটি ভাষা শিখতে দরকার নিয়মিত এর চর্চা, সেহেতু প্রতিদিন কিছু না কিছু সময় এর পেছনে ব্যয় করতে হবে। আপনার এই মালয় ভাষা শেখার মিশনটি সফল হোক! এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।