লিকোরিস এক্সট্র্যাক্ট স্কিন কেয়ারে কী কী বেনিফিটস দেয়?
সপ্তাহের প্রতিটি দিন যাদের কাটে ব্যস্ততায় তাদের ক্ষেত্রে অধিকাংশ সময়ই স্কিন কেয়ার টিপস ফলো করা কঠিন হয়ে পড়ে। যার ফলে পরবর্তীতে ত্বকের বেহাল দশা দেখে নিজেকেই নিজের খারাপ লাগে। অলসতা কিংবা ব্যস্ততার চাপে পড়ে যারা সঠিকভাবে স্কিন কেয়ার টিপস ফলো করতে পারছেন না আজকের এই আর্টিকেলটি তাদের জন্যই।
আজ আমরা আলোচনা করবো লিকোরিস এক্সট্র্যাক্ট কি এবং এটি স্কিন কেয়ারে কী কী বেনিফিটস দেয় সে-সম্পর্কে। চলুন তবে বিস্তারিত আলোচনায় যাওয়া যাক।
লিকোরিস এক্সট্র্যাক্ট কি?
স্কিনের প্রতি যত্ন নেওয়া পুরোনো স্বাস্থ্য-সচেতন ব্যাক্তিদের কাছে হয়তো এই লিকোরিস এক্সট্র্যাক্ট বেশ পরিচিত স্কিন কেয়ার স্টেপ। তবে যারা নতুন তারা হয়তো এ-সম্পর্কে বিস্তারিত জানে না! নতুনদের উদ্দেশ্যে সবার আগে থাকছে এই লিকোরিস এক্সট্র্যাক্ট স্কিন কেয়ার টিপস পরিচিতি।
মূলত লিকোরিস হলো একটি ভেষজ উপাদান। যা সাধারণত ইউরোপ এবং এশিয়ার কিছু অংশে জন্মে থাকে। লিকোরিস রুটে থাকা গ্লাইসাইরিজিন উপাদানই মূলত স্কিন কেয়ার রুটিনে সবচেয়ে বেশি এফেক্ট ফেলে। যাদের স্কিন একটুতেই জ্বালাপোড়া শুরু করে এই লিকোরিস এক্সট্র্যাক্ট স্কিন কেয়ার স্কিনে আলাদা একটি প্রশান্ত ভাব তৈরি করে৷
এছাড়াও এর সঠিক ব্যবহার স্কিনের লালভাব, জ্বালা এবং ফোলাভাব কমাতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো লিকোরিস এক্সট্র্যাক্ট ট্রিটম্যান্ট কিন্তু এটোপিক ডার্মাটাইটিস এবং একজিমার মতো রোগ সারাতেও স্কিনে ব্যবহার করা হয়।
লিকোরিস এক্সট্র্যাক্ট স্কিন কেয়ার কিভাবে করে?
লিকোরিস এক্সট্র্যাক্ট স্কিন কেয়ার কি এবং এর পরিচিতি সম্পর্কে তো জানা গেলো! এই পর্যায়ে এর সঠিক ব্যবহার সম্পর্কে জানতে আমাদের ফোকাস করতে হবে লিকোরিস এক্সট্র্যাক্ট স্কিন কেয়ার কিভাবে করে তা নিয়ে লেখা আর্টিকেলের এই অংশে।
এটি মূলত অন্যান্য স্পট-ফ্যাডারগুলির মতোই ব্যবহার করা যাবে। যা একটি সিরাম জাতীয় উপাদান। ব্যবহার করার সময় মাত্র কয়েক ফোঁটা নিতে পারলেই হলো। এর বেশি নেওয়ার প্রয়োজন নেই। কেননা অতিরিক্ত লিকোরিস এক্সট্র্যাক্ট ব্যবহারও স্কিন কেয়ারের ক্ষেত্রে খারাপ এফেক্ট ফেলতে পারে। যদিও এর প্যাকের গায়ে এটি কিভাবে ব্যবহার করতে হবে তা খুব সুন্দর এবং বিস্তারিতভাবে দেওয়া আছে।
মনে রাখতে হবে এটি ব্যবহার করে কখনোই চুলার আঁচে বা সূর্যের আলো সরাসরি পড়ে এমন স্থানে যাওয়া যাবে না। কেননা সূর্যের এক্সপোজার আপনার সেই স্কিন কেয়ার টোনকে ধীরে ধীরে নষ্ট করে দিতে পারে। সুতরাং সাবধান!
লিকোরিস এক্সট্র্যাক্টের সুবিধা কি কি?
বাঙালি সুবিধা ছাড়া কোনো কাজে সাধারণত মন দিতে পারে না। তার উপর যদি এই স্কিন কেয়ার টিপসটি ফলো করে কোনো সুবিধাই ভোগ করতে না পারে তবে নিশ্চিয় এটি কন্টিনিউ করার মতো বোকা জাতি বাঙালি নয়। যাইহোক..চিন্তা নেই! লিকোরিস এক্সট্র্যাক্ট ব্যবহারে কিন্তু বেশকিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। এই পর্যায়ে আমরা একে একে এসব সুবিধা নিয়ে আলোচনা করবো এবং জানবো আসলেই কি এই স্কিন কেয়ার স্টেপটি কোনো স্পেসিফিক কারণে ভালো প্রভাব ফেলতে পারে কিনা!
স্কিন ব্রাইট করে
স্কিন ব্রাইট করতে কে না চায়! যদি এক্ষেত্রে লিকোরিস এক্সট্র্যাক্টের সুবিধা নেওয়া যায় তবে ক্ষতি কি! লিকোরিস এক্সট্র্যাক্ট সিরাম ব্যবহারে আপনার স্কিন আগের চাইতে আরো বেশি গ্লো করবে। গবেষণা বলছে এতে থাকা লিকুইরিটিন উপাদান পজিটিভলি স্কিন ব্রাইটিং করার কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
স্কিনের তৈলাক্তভাব দূর করে
অনেকের ক্ষেত্রেই স্কিনের তৈলাক্তভাব বেশ ঝামেলার সৃষ্টি করে। তেলতেলে মুখের কারণে অনেকেই বেশ আনকমফোর্ট ফিল করেন। এক্ষেত্রে আপনি লিকোরিস এক্সট্র্যাক্টের সুবিধা নিতে পারেন। এতে থাকা লিকোকালকোন উপাদান ব্যবহারকারীর স্কিনের তৈলাক্তভাব দূর করে স্কিনকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। যদিও চেষ্টা করতে হবে এটি নিয়মিত ব্যবহার করার।
অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে
লিকোরিস এক্সট্র্যাক্টের সুবিধা আপনার স্কিনে অ্যান্টিঅক্সিডেন্ট জোগাতে সাহায্য করবে। এতে থাকা বিভিন্ন ভেষজ উদ্ভিদের নির্যাস সাধারণত এই কাজটি করে থাকে। আমরা মোটামুটি সকলেরই জানি যেকোনো স্কিন ভালো রাখতে অ্যান্টিঅক্সিডেন্ট সঠিকভাবে থাকা এবং কাজ করা কতটা গুরুত্বপূর্ণ! সুতরাং আপনি নির্দ্বিধায় এই স্কিন কেয়ার প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন।
লিকোরিস এক্সট্র্যাক্ট সাইড এফেক্ট কি কি?
প্রতিটি টিপস কিংবা প্রোডাক্টের কিছু সাইড এফেক্ট রয়েছে। লিকোরিস এক্সট্র্যাক্ট ব্যবহারে সাইড এফেক্টগুলি হলো:
এটি খুব বেশি পরিমাণে ব্যবহার করলে স্কিনের উপর চাপ সৃষ্টি হবে
এলার্জি রোগে আক্রান্ত ব্যবহারকারীগণ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি
এটি নিয়মিত ব্যবহারে স্কিন কিছুটা হালকা হয়ে যেতে পারে
ইতি কথা
তো আপনি কি লিকোরিস এক্সট্র্যাক্ট স্কিন কেয়ার রুটিন ফলো করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন? যদি নিয়ে থাকেন তবে আমাদের মতে সময়ের যুগোপযোগী সিদ্ধান্তই নিয়েছেন! সঠিকভাবে ব্যবহার করে এই সুবিধা ভোগ করতে আজই এই লিকোরিস এক্সট্র্যাক্ট সংগ্রহ করে নিন।