ads

   ওয়েব ডেভলপমেন্ট সম্পর্কে জেনে নিন

আজ আমরা জানবো ওয়েব ডেভলপমেন্ট সম্পর্কে। যারা অনলাইন জগতে কিছুটা সচেষ্ট হয়ে গেছেন এবং এই সেক্টরে যাদের ক্যারিয়ার গড়ার ইচ্ছে আছে তারা নিশ্চয় ইতিমধ্যে ওয়েব ডেভলপমেন্টের কথা কিছুটা হলেও শুনেছেন।  


ওয়েব ডেভেলপমেন্ট বলতে কি বুঝায়? ওয়েব ডেভেলপার কত প্রকার? ওয়েব ডেভেলপমেন্ট করে মাসে কত টাকা ইনকাম করা যায়? একজন ওয়েব ডেভেলপার এর বেতন কত?    ওয়েব.jpg

আর যদি না শুনে থাকেন, তবে আজকের এই আর্টিকেলটি হয়তো আপনাকে নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে সাহায্য করবে। চলুন তবে দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। 


ওয়েব ডেভলপমেন্ট কি? 

ওয়েব ডেভলপমেন্ট হলো একটি ওয়েবসাইট ডেভলপ করা। সহজ কথায় একটি নতুন ওয়েবসাইটকে তৈরি করার উপায় হলো ওয়েব ডেভলপমেন্ট। ওয়েব ডেভলপমেন্ট করার ক্ষেত্রে এই বিষয়ের উপর বিশেষ আয়ত্বের প্রয়োজন পড়ে। বর্তমানে এই পেশাটির বেশ চাহিদা রয়েছে। ফলে আপনিও যদি সঠিকভাবে এই সেক্টরে নিজেকে দাঁড় করাতে পারেন তবে আশা আপনার ফিউচার যথেষ্ট ভালো হবে। 


ওয়েব ডেভলপার কারা?

এবার আসি যারা ওয়েব ডেভলপমেন্ট পেশায় আছে তাদের ব্যাপারে। ওয়েব ডেভলাপার মানে হলো তারাই, যারা ওয়েব ডেভলপমেন্টের কাজ ইতিমধ্যেই করছে। একজন ব্যাক্তির পক্ষে এক্সপার্ট ওয়েব ডেভলপার হতে ১-২ বছরের মতো সময় লাগতে পারে। বেশিরভাগ ওয়েব ডেভলপারই এই পেশাটিকে একমাত্র পেশা হিসেবে বেছে নেয় এবং নিয়মিত যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করে। 


ওয়েব ডেভলপমেন্ট করতে কি কি লাগে?

ওয়েব ডেভলপমেন্ট করতে কোডিং স্কিলের সাহায্য নিতে হয়। সেটা হতে এইচটিএমএল, সিএসএস কিংবা অন্য কোনো কোডিং ভাষা। অনেকেই হয়তো ভাবছেন এভাবে আলাদা একটি ভাষা আয়ত্বে আনা বেশ কঠিন কাজ। যারা এমনটা ভাবছেন তাদের জেনে রাখা উচিত কোডিং মজায় মজায় শিখতে পারলে অনেক ইজি মনে হবে। 


এক্ষেত্রে প্রচন্ড আগ্রহ এবং নিয়মিত সময়ের প্রয়োজন। এই দুটো নিশ্চিত করতে পারলেই আপনি নিজেকে একজন সফল ওয়েব ডেভলপার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। তবে এক্সপার্ট না হয়ে মার্কেটপ্লেসে না ঢুকতে পারলেই ফিউচারে ভালো কিছু করা সম্ভব। নতুবা ঝড়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হয়তো কাজ নে পেয়ে বিরক্তির কারণেই ছেড়ে দিতে পারেন! সুতরাং সাবধান। লেগে থাকার মন-মানসিকতা তৈরি করে তবে ওয়েব ডেভলাপার হওয়ার সিদ্ধান্ত নিবেন। 


ইতি কথা

তো কেমন লাগলো আমাদের আজকের এই ওয়েব ডেভলপমেন্ট সম্পর্কিত আর্টিকেলটি? আশা করি পুরোটা পড়েই বুঝতে পেরেছেন ওয়েব ডেভলপমেন্ট আদৌ আপনার জন্য উপযুক্ত কোনো পেশা কিনা! কমেন্ট বক্সে আপনার আগ্রহের কথা জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।

Previous Post Next Post

{ads}