ads

 

 জেনে নিন হালাল ব্যবসার আইডিয়া সম্পর্কে 

আমাদের আজকের এই হালাল ব্যবসার আইডিয়া সম্পর্কিত আর্টিকেলটি তাদের জন্যই যারা সদ্য দ্বীনের পথে ফিরতে গিয়ে ব্যাংকের জবটি হারিয়েছেন, যারা হারাম উপার্জনের পথকে বয়কট করে নতুন কোনো হালাল উপার্জনের কথা চিন্তা করছেন। 


জেনে নিন হালাল ব্যবসার আইডিয়া সম্পর্কে   নতুন ব্যবসার আইডিয়া গ্রামের ব্যবসার আইডিয়া বিদেশি ব্যবসার আইডিয়া উৎপাদনমুখী ব্যবসার আইডিয়া ব্যবসার আইডিয.jpg


ইসলামে ব্যবসাকে সবচেয়ে বেশি প্রসংশনীয় কাজ বলে অবিহিত করা হয়েছে। আজ আমরা বেশকিছু হালাল ব্যবসার আইডিয়া সম্পর্কে বিস্তারিত জানবো। 


গ্রাফিক্স ডিজাইনিং কি জেনে নিন


খাবারের ব্যবসা

হালাল ব্যবসার আইডিয়া হিসেবে আপনি চাইলে যেকোনো হালাল খাবার দিয়েই নিজের ব্যবসায়িক জীবন শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে কাজ করা খাবারগুলি হালাল কিনা। যদি হালাল হয় তবে সেগুলি যেনো সঠিকভাবে গ্রাহকের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। ওজনে কম দেওয়া যাবে না, মিথ্যা কথা বলে ঠকানো যাবে না। সত্য লুকিয়ে কখনোই বাঁশি খাবার গ্রাহককে গছিয়ে দেওয়া যাবে না। 


ঔষধের ব্যবসা

হালাল ব্যবসার আইডিয়ার মাঝে ঔষধের ব্যবসাও একটি। তবে বিভিন্ন হারাম ঔষধও রয়েছে। যা অনেকেই বিক্রি করে থাকে। আপনাকে এ-ব্যাপারে কঠোনভাবে হুঁশিয়ার থাকতে হবে। কোনো ধরণের হারাম ঔষধ যেনো গ্রাহকের কাছে না পৌঁছায় সেদিকে সতর্ক থাকতে হবে। নতুবা এর দায় আপনাকেও নিতে হবে। 


টিউশনির ব্যবসা

অনেকেই হয়তো জানেন না টিউশনও একটি দারুণ হালাল ব্যবসার আইডিয়া। কেননা এতে টিউটরদের শ্রম এবং সময় দুটোই ব্যয় করতে হয়। আপনি চাইলে আশেপাশে টিউশন করেও হাত খরচ ইজিলি ম্যানেজ করতে পারেন। তবে এক্ষেত্রে মাহরাম এবং নন-মাহরামের ব্যাপারটিকেও মাথায় রাখতে হবে।


ব্লগিং ব্যবসা

এটি একটি অনলাইন রিলেটেড হালাল ব্যবসার আইডিয়া। যেখানে আপনাকে কিছু অর্থ এবং নিজের মেধাকে বিনিয়োগ করতে হবে। আপনি চাইলে বিভিন্ন ইসলামিক বিষয়কেও আপনার এই হালাল ব্যবসার অন্তর্ভুক্ত করে ফেলতে পারেন। বিভিন্ন ইসলামিক বিষয় নিয়ে ব্লগে আলোচনা করতে পারেন, রিডারদের হারাম-হালালের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক করতে পারেন। 


এসইওয়ের ব্যবসা

হালাল ব্যবসার আইডিয়া হিসেবে এটিও পারফেক্ট এবং এটিও একটি অনলাইনভিত্তিক ব্যবসা। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে কাজে লাগিয়ে নতুন কোনো ব্র্যান্ডকে জনপ্রিয় করে তোলাই এর কাজ। কাজটি করতে হলে আপনার কোর্স করা এবং প্রয়োজনীয় ইলেক্ট্রনিক গ্যাজেট কেনার পেছনে কিছুটা ইনভেস্ট করতে হবে। সতর্কতা হিসেবে অর্ডার নেওয়ার সময় হারাম-হালাল সাইট, পেইজ, মিডিয়া ইত্যাদি চেক করে নিতে হবে। 


ইতি কথা

হালাল ব্যবসার আইডিয়া সম্পর্কিত আজকের এই আয়োজন এতোটুকুই! পরবর্তী আলোচনায় যুক্ত হতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের চোখ রাখুন এবং উপভোগ করুন জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তর এবং গাইডলাইন।

Previous Post Next Post

{ads}