মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায়
মোবাইলের ব্যাটারি অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটির যত্ন যত ভালো হবে এটি ততো আমাদেরকে ভালো সার্ভিস দিতে পারবে চার্জ ভালো থাকবে। মোবাইলের ব্যাটারি ভালো রাখার জন্য বেশ কয়েকটি টিপস দেওয়া হলো।
মোবাইল ফোনটি কে সব সময় ১০০% চার্জ করা উচিত নয় এতে ব্যাটারিতে চাপ পড়ে। যার ফলে ব্যাটারি দুর্বল হতে পারে। মাসে চার থেকে পাঁচবার ১০০% চার্জ করলে সমস্যা নেই। তবে প্রত্যেকদিনের ক্ষেত্রে এই চার্জ ৯০% থেকে ৯৫% মধ্যে রাখা ভালো।
ব্যাটারির তাপমাত্রা দেখার জন্য এখন স্মার্টফোনগুলোতে কিছু অ্যাপ্লিকেশন দেওয়া থাকে। এ ছাড়া গুগলের ‘প্লে স্টোর’ অথবা অ্যাপলের ‘আই স্টোর’-এ বেশ কিছু অ্যাপ পাওয়া যায়। সেগুলো ব্যবহার করে ব্যাটারির অবস্থার বিষয়ে নিয়মিত জানা যায়।
কোনো কারণে স্মার্টফোন কিছুদিনের জন্য ব্যবহার না করলে, দুটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, ব্যাটারি ৫০ শতাংশের কাছাকাছি চার্জ দিয়ে রাখা উচিত। ব্যাটারির চার্জ সম্পূর্ণ ফুরিয়ে অথবা পূর্ণ চার্জ অবস্থায় রাখার চেয়ে মাঝামাঝি রাখাটাই উত্তম। ট্যাবের ক্ষেত্রেও একই নীতি মেনে চলা উচিত। দ্বিতীয়ত, পারিপার্শ্বিক তাপমাত্রার দিকে খেয়াল রাখতে হবে। এমন জায়গাতে রাখা যাবে না, যেখানে ফোন অতিরিক্ত উষ্ণ বা শীতল হয়।
চার্জে বসিয়ে কখনোই মোবাইল ব্যবহার করা উচিত নয়। এক্ষেত্রে ব্যাটারি একদিকে যেমন চার্জ হয় একই সাথে অন্যদিকে ডিসচার্জও হয়। এতে ব্যাটারি গরম হয়ে যায় এবং ধীরে ধীরে খারাপ হতে থাকে।
একটি স্মার্টফোন চার্জে দেয়ার সঠিক সময় তখন, যখন ব্যাটারীতে ৫০% থেকে কম পরিমানে চার্জ থাকবে। মোবাইলে ৫০% থেকে ৯০% ভেতরে চার্জের পরিমান বজায় রাখাটা অনেক ভালো।
আমি জানি, Pubg খেলা, YouTube videos দেখা, বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করা এবং অন্যান্য অনেক ধরণের কাজ করতে করতে, মোবাইল চার্জ দেয়ার কথাটা আপনার মনে থাকেনা। তবে মনে রাখবেন, যখন মোবাইলের ব্যাটারির চার্জ ২০% থেকেও কম থাকে, তখন সে অনেক ক্ষেত্রে কমজোর (weak) হয়ে থাকে।
অনেক রকমের ভালো android mobile battery optimization apps রয়েছে, যেগুলি ব্যবহার করে আপনি background এ ব্যবহার হওয়া চার্জের পরিমান কমিয়ে দিতে পারবেন। তাছাড়া, ব্যাটারী গরম হয়ে গেলে ঠান্ডা করতেও এই ধরণের apps সাহায্য করবে।
ইতি কথা
ফোনের ব্যাটারির সামান্য ত্রুটি থেকে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। বর্তমানে প্রায় সব ফোন নির্মাতা কোম্পানিই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করে থাকে। আশার কথা হলো, একটু খেয়াল রাখলেই এই ব্যাটারি একবার চার্জ দিয়ে লম্বা সময় ধরে ব্যবহার করা যায়।