ads

মনোযোগ দিয়ে পড়াশোনা করার নিয়ম

পড়াশোনা তো আমরা মোটামুটি সবাই করে এসেছি কিংবা করছি। কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করার নিয়ম সম্পর্কে কি আমরা জানি? জানলেও তা কতটুকু জানি? কিংবা নিজের বাস্তব জীবনে আমরা কি এই পড়াশোনা করার নিয়ম মেনে তবেই পড়াশোনা করছি? 


সারাদিন পড়াশোনা করার উপায় পড়াশোনায় মনোযোগী হওয়ার ইসলামিক উপায় পড়াশোনায় মন বসানোর ৫টি উপায় মনোযোগ বৃদ্ধির উপায় মনোযোগ বৃদ্ধির ঔষধ পড়াশোনা করার সঠিক সময় পড়ায় মন বসানোর উপায় পড়ায় মন বসে না কেন.jpg

আমাদের আজকের টপিক হলো মনোযোগ সহকারে পড়াশোনা করার নিয়ম। আসন্ন পরীক্ষা বিষয়ক সকল টেনশন ঝেড়ে আজই ফলো করুন নিম্নোক্ত টিপসগুলি। 


রুটিন তৈরি

পড়াশোনা করতে গেলে একটি রুটিন অবশ্যই সাথে রাখবেন। যেখানে থাকবে আপনার পার-টপিক পড়ার সময় এবং টার্গেট। এভাবে পড়তে পারলে দ্রুত সিলেবাস শেষ হবে এবং ভালোভাবেই শেষ হবে। এটি হলো একটি বিশেষ মনোযোগী হয়ে পড়াশোনা করার নিয়ম। 


পড়ুন এবং বুঝুন

মনোযোগ সহকারে পড়াশোনা করার নিয়ম হিসেবে ২য় টিপস হিসেবে আমি বলবো বুঝে বুঝে পড়ুন। অনেকেই মুখস্থ করতে করতে ক্লান্ত হয়ে গেলেও পড়া মনে থাকে না। এক্ষেত্রে বুঝে বুঝে পড়তে পারাটা সবচেয়ে বেশি কাজে দিবে আশা করি। 


একনাগাড়ে নয়

মনোযোগ সহকারে পড়াশোনা করার নিয়ম হিসেবে আরেকটি কার্যকরই টিপস হলো একনাগাড়ে পড়াশোনা করাকে বয়কট করা। অনেকেই বেশি লাভ করতে গিয়ে মারাত্মক লসে পড়ে। এক্ষেত্রে সময় লসের ব্যাপারটাকেও পড়ুয়াদের মাথায় রাখতে হবে। 


শেয়ার করুন

নিজে যা শিখলেন তা অন্যকে শেখান বা শেয়ার করুন৷ এতে করে আপনার মনোযোগ সহকারে পড়াটা শেষ হবে। পড়াশোনা করার নিয়ম ফলো করতে গিয়ে যদি পড়ার গতি আরো বাড়ে, বেশি বেশি মনে থাকে, তাতে ক্ষতি কি? সুতরাং যা জানেন, তা জানানোর চেষ্টা করুন। এতে করে আপনার নিজের মস্তিষ্কে পড়াটা পার্মান্যান্টলি আটকে যাবে। 


আনন্দ নিন

পড়াশোনাকে বোরিং না বানিয়ে আনন্দ নিতে নিতে পড়ুন। যে টপিক নিয়ে পড়ছেন সে টপিক নিয়ে ডিপলি রিসার্চ করুন। নিজের জানার আগ্রহ বাড়িয়ে তুলুন। বিজ্ঞানীদের মতে আনন্দের সাথে সাথে পড়াশোনা করাটা বেশ কার্যকর ভূমিকা পালন করে। ফলে ভালোভাবে পড়াশোনা করার নিয়ম হিসেবে এই ট্রিকসটি ইজিলি ফলো করতে পারেন। 


গুছিয়ে রাখুন

পড়াশোনা করার নিয়ম হিসেবে আদর্শ একটি নিয়ম হলো কাজ শেষে সব শিক্ষা উপকরণ গুছিয়ে রাখা। এতে করে পরবর্তীতে টেবিলে বসতে কিংবা পড়াশোনায় মনোযোগ বসাতে খুব একটা বেগ পেতে হয় না। 


ইতি কথা

তো কেমন লাগলো আমাদের আজকের এই পড়াশোনা করার নিয়ম হিসেবে শেয়ার করা টিপসগুলি? যদি ভালো লেগে থাকে তবে দ্রুত ছড়িয়ে দিন এবং জানিয়ে নিন মনোযোগ সহকারে পড়াশোনা করাটা খুব একটা কঠিন কাজ নয়।

Previous Post Next Post

{ads}