জেনে নিন একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
চলছে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম। আপনিও যদি এ-সম্পর্কে বিস্তারিত জানতে চান তবে আমাদের সাথেই থাকুন।
একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সম্পর্কে জানতে নিচের ইমেইজগুলিতে নজর রাখুন:
একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
অনেকেই জানতে চান একাদশ শ্রেণিতে ভর্তি কত তারিখ থেকে শুরু হবে। আপনারা নিশ্চই একাদশ শ্রেণি ভর্তি ২০২৩ সম্পর্কে জানতে চান। একাদশ শ্রেণীতে ভর্তির নিয়ম ২০২৩ সহ কলেজ ভর্তি ২০২৩ বা কলেজে ইন্টার ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সম্পর্কিত তথ্য আজ আমরা শেয়ার করবো।
একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি ২০২৩
শিক্ষার্থীদের আবেদন ফি ১৫০ টাকা। ১৫০ টাকা আবেদন ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে পছন্দ দিতে হবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। নির্বাচিত শিক্ষার্থী ৩২৮ টাকা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। আর যারা একাদশ শ্রেনীতে ভর্তি হতে চান তাদের www.xiclassadmission.gov.bd ওয়েবসাইট প্রবেশ করতে হবে।
একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি ২০২৩ এর সময়
মূলত আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর প্রথম ধাপের আবেদন যাচাই-বাছাই ও আপত্তি-নিষ্পত্তি করা হবে। পুনঃনিরীক্ষার ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ হবে ২৬ ডিসেম্বর। একই দিন আবেদন করা শিক্ষার্থীরা পছন্দক্রম পরিবর্তনের সময় পাবেন। আগামী ৩১ ডিসেম্বর প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।
প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন চলবে ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ৯ ও ১০ জানুয়ারি। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১২ জানুয়ারি। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ১৬ জানুয়ারি। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি তারিখে।
একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এর ফি
শুরুতেই বলেছি শিক্ষার্থীদের আবেদন ফি ১৫০ টাকা। এছাড়াও ননএমপিও বা আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি, সেশন চার্জ ও ভর্তি ফি ঢাকা মেট্রোপলিটন এলাকার কলেজের জন্য নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৫০০ টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকার ননএমপিও কলেজে বাংলা ভার্সনে ভর্তির জন্য ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ভর্তির জন্য ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে জেলা পর্যায়ের কলেজের বাংলা ভার্সনে ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। আর উপজেলা পর্যায়ের কলেজে বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ টাকা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। সরকারি কলেজগুলো সরকারি নির্দেশনা অনুযায়ী ভর্তির ফি নেবে। আর দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ফি এর অবস্থা।
একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন প্রক্রিয়া ২০২৩
- এই ধাপের জন্য আপনার ইন্টারনেট ব্যবহার করেন এমন একটি স্মার্টফোন বা কম্পিউটার লাগবে। গুগল ক্রোম বা ফায়ারফক্স ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন এবং xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে যান। সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে।
- টেলিটক/বিকাশ/শিওরক্যাশ/নগদ/সােনালী ব্যাংকা/রকেট এর আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) জমা দেয়ার পর আবেদনকারীকে নির্ধারিত website-এ (www.xiclassadmission.gov.bd) যেয়ে “Apply Online Button-এ ক্লিক করতে হবে।
- এরপর শিক্ষার্থীর Contact Number (ফি প্রদানের সময় শিক্ষার্থী প্রদত্ত নিজের অভিভাবকের মােবাইল নম্বর) এবং প্রযােজ্য ক্ষেত্রে কোটা দিতে হবে।
- এবারে ভর্তিচ্ছু শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ, শিফট এবং ভার্সন Select করতে হবে। এভাবে শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি ও সর্বনিম্ন ৫টিন কলেজ/মাদরাসা Select করতে পারবে।
- আবেদনকারী Preview Application Button-এ ক্লিক করলে তার আবেদনকৃত কলেজসমূরে তথ্য ও পছন্দম দেখতে পারবেন।
- আবেদনটি সফলভাবে Submit করা হলে আবেদনকারী তার প্রদত্ত Contact Number-এর মােবাইলে একটি নিশ্চিতকরণ SMS পাবেন এবং যাতে একটি সিকিউরিটি কোড (Security Code) থাকবে।
- অবশেষে আবেদনসমূহের তথ্যাদিসহ উক্ত ফরমটি Download করে প্রিন্ট (Print) নিতে পারবেন।
ইতি কথা
এই ছিলো আমাদের আজকের এই একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সম্পর্কিত আর্টিকেল। আশা করি ভালো লেগেছে।