ads

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সাজেশন ২০২২

সো আমাদের আজকের আর্টিকেলটি তাদের জন্য যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষার সাজেশন ২০২২ খুঁজছিলেন। সুতরাং আমাদের সাথেই থাকুন। 


প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিলেবাস ২০২২ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর প্রশ্নের ধারা ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার নমুনা প্রশ্ন ২০২২ ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশ্ন 2022 প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্ন বৃত্তি পরীক্ষার প্রশ্ন উত্তর 2022 class 5 প্রাথমিক বৃত্তি পরীক্ষার নমুনা প্রশ্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর সাজেশন.jpg


বিরামচিহ্ন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার সাজেশন ২০২২


১. প্রশ্ন: একই দেশ অথচ কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু আপনজন এদেশে রয়েছে নানা ধর্মের লোক


উত্তর: একই দেশ, অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক।


২. প্রশ্ন: বনের কারো মনে শান্তি নেই কিন্তু এভাবে কি দিন যায় এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায় এর একটা বিহিত চাই সবার মুখে এক কথা


উত্তর: বনের কারো মনে শান্তি নেই। কিন্তু এভাবে কি দিন যায়? এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই, সবার মুখে এক কথা।


৩. প্রশ্ন: বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম এই বাঘ থাকে সুন্দরবনে এ বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ংকর এর চালচলনও রাজার মতো


বহুনির্বাচনি প্রশ্ন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার সাজেশন ২০২২


১. শিল্প বিপ্লব হয়েছে কোন শতকে?


ক. পনেরো খ. সতেরো


গ. আঠারো ঘ. বিংশ


২. আলো প্রতি সেকেন্ডে কত বেগে চলে?


ক. প্রায় ১০০০০০ কিমি


খ. প্রায় ২০০০০০ কিমি


গ. প্রায় ৩০০০০০ কিমি


ঘ. প্রায় ৬০০০০০ কিমি


৩. উদ্ভিদের দেহের প্রায় শতকরা কত ভাগ পানি থাকে?


ক. ৫০ ভাগ খ. ৬০ ভাগ


গ. ৭০ ভাগ ঘ. ৯০ ভাগ


৪. কুকুরের কামড়ে কোন রোগ ছড়ায়?


ক. জলাতঙ্ক খ. ডেংগু


গ. টাইফয়েড ঘ. জ্বর


৫. কঠিন পদার্থের মধ্য দিয়ে কোন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়?


ক. পরিবহন খ. পরিচলন


গ. সংক্রমণ ঘ. জারণ


৬. উদ্ভিদ সূযে৴র আলো, পানি ও বায়ু থেকে কী ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে?


ক. অক্সিজেন


খ. নাইট্রোজেন


গ. কার্বন–ড্রাইঅক্সাইড


ঘ. ওজোন


৭. কিসের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়?


ক. সালোক–সংশ্লেষণের ফলে


খ. পরাগায়ণের ফলে


গ. প্রজননের ফলে


ঘ. জৈব সারের ফলে


৮. প্রাণীর মৃতদেহ পঁচে কিসে পরিণত হয়?


ক. প্রাকৃতিক সারে খ. মাটিতে


গ. পোকামাকড়ে ঘ. কৃত্রিম সারে


৯. শক্তির মূল উৎস কোনটি?


ক. উদ্ভিদ খ. সূর্য


গ. বাতাস ঘ. পানি


১০. কোনটির জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল?


ক. আলো খ. পানি


গ. বাতাস ঘ. খাদ্য


সঠিক উত্তর: ১.গ ২.গ ৩.ঘ ৪.ক ৫.ক ৬.গ ৭.খ. ৮.ক ৯.খ ১০.ঘ।


বাংলা: প্রাথমিক বৃত্তি পরীক্ষার সাজেশন ২০২২


  • এক কথায় প্রকাশ বাক্য সংকোচন
  • বিপরীত শব্দার্থ
  • ক্রিয়া পদের চলিতরুপ
  • পাঠ্যবইয়ের অনুচ্ছেদ
  • রচনা- শীতকাল, বিজয় দিবস, বঙ্গবন্ধু, স্বাধীনতা দিবস, বইমেলা, বৈশাখী মেলা
  • চিঠিপত্র


ইংরেজি: প্রাথমিক বৃত্তি পরীক্ষার সাজেশন ২০২২


  • Rearrange
  • Wh question
  • English for today- text


প্রাথমিক গণিত: প্রাথমিক বৃত্তি পরীক্ষার সাজেশন ২০২২


  • প্রতিটি অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
  • চার প্রকার সম্পর্কিত সমস্যা সমাধান
  • গড় শতকরা নির্ণয়
  • সময়
  • জ্যামিতি


অন্যান্য বিষয়: প্রাথমিক বৃত্তি পরীক্ষার সাজেশন ২০২২


  • সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
  • কাঠামো বদ্ধ প্রশ্নোত্তর
  • শূন্যস্থান পূরণ
  • মিলকরণ


এছাড়াও…

গণিত সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন খুব দরকারী. চার প্রক্রিয়া-সম্পর্কিত সমস্যা, গড়, শতাংশ, জ্যামিতি এবং সময়-সম্পর্কিত অধ্যায়গুলি পর্যালোচনা/ ভালো করে দেখে নেবে।


প্রাথমিক বিজ্ঞান , বাংলাদেশ এবং বিশ্ব পরিচিতি এবং ধর্ম এবং নৈতিক শিক্ষার সংক্ষিপ্ত উত্তরের প্রশ্নগুলি শূন্য পূরণ, মিল এবং কাঠামোগত উত্তরের প্রশ্নগুলি দেখবে।


অন্যান্য টিপস: প্রাথমিক বৃত্তি পরীক্ষার সাজেশন ২০২২

আমাদের দেহের কার্যক্রম স্বাভাবিক ভাবে চালানোর জন্য দরকার শক্তি। এবং মস্তিষ্কের মনোযোগ ধরে রাখারা ক্ষমতা এবং একাগ্রতা আসে শক্তির পর্যাপ্ত, ধারাবাহিক সরবরাহ থেকে যা আসে গ্লুকোজ রূপে ।


গবেষণায় দেখা গেছে যেসমস্ত শিক্ষার্থীরা সকালের নাশতা ঠিকমত খেয়েছে তারা পরীক্ষায় তুলনামূলক ভালো করেছে।


কারণ তাদের মনোযোগ দিতে এবং বিভিন্ন তথ্য স্মরণ করতে সহজ হয়েছে।


সুতরাং অবশ্যই সকালবেলা আপনাকে কিছুটা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার গ্রহণ করতেই হবে যেটা ধীরে ধীরে শরীরে শক্তি যোগাবে। যেটা হতে পারে ওটস, রুটি বা কম চিনি যুক্ত সিরিয়াল।


আপনার প্রোটিনের চাহিদাও কিছুটা পূরণ করতে হবে দুধ, দই কিংবা ডিম খেয়ে।


প্রস্তুতি হয়নি অথচ পরীক্ষার আর তর সইছে না! এই সমস্যাটা তোমার আমার সবার পরিচিত সমস্যা। আমাদের প্রত্যেকেই জীবনের কোনো না কোনো পরীক্ষায় এই পাপের ফল ভোগ করে এসেছি। কাজেই পরীক্ষার প্রস্তুতি তুমি বাদে বাকি সবাই নিয়ে ফেলেছে এমন ভাবাটা অবান্তর। বিশ্বাস না হলে তোমার বন্ধুকে প্রশ্ন করে দেখো, উত্তরটা সেই ঘুরেফিরে তোমার মতোই হবে।


তাই, শুধু শুধু হতাশ হয়ে মুষড়ে না পড়ে অল্প যেইটুকু সময় বাকি আছে সে সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করা উচিত। 


ইতি কথা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সাজেশন ২০২২ নিয়ে এই ছিলো আমাদের আজকের আলোচনা। আশা করি উপকৃত হবেন। ভালো থাকুন। 

Previous Post Next Post

{ads}