ads

 

  মোবাইলের ডিসপ্লে সমস্যা সমাধান

হুট করে মোবাইল ফোনের ডিসপ্লে কাজ করছে না! এমন অবস্থায় আবার কোনো মেকানিকের কাছে যাওয়াটাও সম্ভব না! এক্ষেত্রে আমাদের আজকের এই মোবাইলের ডিসপ্লে সমস্যা সমাধান সম্পর্কিত আর্টিকেলটি হতে পারে আপনার একমাত্র সমাধান!


মোবাইলের ডিসপ্লে সমস্যা সমাধান: মোবাইলের ডিসপ্লে নষ্ট হলে সমাধান  মোবাইলের ডিসপ্লে কাপে কেন মোবাইলের ডিসপ্লের দাম মোবাইলের ডিসপ্লে নষ্ট ডিসপ্লে দাম.jpg

কেননা আজকের এই লেখায় আমরা শেয়ার করতে চলেছি মোবাইলের ডিসপ্লে সমস্যা সমাধান নিয়ে সাজানো একটু গাইডলাইন! 


ডিভাইস আপডেট করুন

মোবাইলের ডিসপ্লে সমস্যা সমাধান হিসেবে ডিভাইসটি আপডেট করে নিতে পারেন। কেননা ফোনের অগোছালো কিংবা ব্যাক-ডেটেড অ্যাপের কারণেও হয়তো ডিসপ্লের সমস্যা হতে পারে কিংবা ডিসপ্লে কাজ নাও করতে পারে। এক্ষেত্রে ফোনের সেটিংস > সিস্টেম > সিস্টেম আপডেটে ক্লিক করলেই হয়ে যাবে। 


ডিভাইস রিবুট করুন

মোবাইলের ডিসপ্লে সমস্যা সমাধানের ক্ষেত্রে একেবারে প্রাথমিক পর্যায় হলো ডিভাইস রিবুট করা। এতে করে ডিসপ্লে সম্পর্কিত সমস্যা সমাধানের সম্ভাবনা থাকে। আর ফোন কিভাবে রিবুট করবেন তা নিয়ে হয়তো বলার কোনো প্রয়োজন পড়বে না! কেননা এই সামান্য কাজটি মোটামুটি সকলেই পারে। ও হ্যাঁ! ফোন রিবুট করা কিংবা রিস্টার্ট করা...দুটোই কিন্তু একই ব্যাপার! 


ডিভাইস রিসেট করুন

রিবুট করার পরও যদি মোবাইলের ডিসপ্লে সমস্যা সমাধান সম্পর্কিত কোনো উন্নতি না দেখেন তবে ডিভাইসকে পুরোপুরিভাবে রিসেট করুন। এক্ষেত্রে আগে থেকেই ফোনের বিভিন্ন বিষয়ের উপর ব্যাক আপ নিয়ে রাখা উচিত। কেননা ফোন রিসেট করলে ফোন থেকে অনেককিছুই হারিয়ে যায়! পুরো ফোনের ব্যাক আপ নিয়ে রাখার ক্ষেত্রে মাইক্রোসফট একাউন্টের সাহায্য নিতে পারেন। 


স্ক্রিন কভার চেইঞ্জ

মোবাইলের ডিসপ্লে যদি কোনো কারণে পানিতে পড়ে নষ্ট হয়ে যায় তবে সেই ডিসপ্লেতে সাদা সাদা ছোপ দেখা যাবে। কারণ পানিতে পড়া মোবাইলের উপরের অংশ মুছতে পারলেও স্ক্রিন কভারের ভেতরের অংশ মোছা যায় না। ফলস্বরূপ এর ভেতরকার পানিটা থেকেই যায়। এক্ষেত্রে মেকানিকের কাছে গিয়ে স্ক্রিন কভার লাগিয়ে নিতে পারেন। আর যদি হাতের কাছে কভার এবং গাম থাকে তবে কাজটি আপনি নিজেই করে নিতে পারেন। আরেকটি কথা! ফোন যদি কোনো কারণে পানিতে পড়ে যায় তবে দ্রুত ব্যাটারি খুলে শুকনো স্থানে শুকানোর জন্য রেখে দিন। আশা করি ডিভাইস ক্ষতি থেকে বেঁচে যাওয়ার সুযোগ পাবে। 


সফটওয়্যার আপডেট করুন

মোবাইলের ডিসপ্লে সমস্যা সমাধান হিসেবে পুরোনো সফটওয়্যারগুলিকে আপডেট করে নেওয়াটা অনেক সহজ টেকনিক! মাঝেমধ্যে হয়তো এই ইজি টেকনিকেই আপনার ডিসপ্লে ঠিক হয়ে যাবে। অনেক সময় ডিভাইসের পুরো সফটওয়্যারগুলি ডিসপ্লের সঠিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাঁধার সৃষ্টি করে। যদি এমনটা হয়ে থাকে ফোনের সেটিংসে গিয়ে সমস্যা নন-আপডেট করা সফটওয়্যার বা অ্যাপ আপডেট করে নিন। 


স্টোরেজ খালি করুন

অনেক সময় ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে ফোনের ডিসপ্লে ঠিক মতো কাজ করে না। এমন সিচুয়েশনে মোবাইলের ডিসপ্লে সমস্যা সমাধান হিসেবে ডিভাইসের স্টোরেজ খালি করে নিতে পারেন। এক্ষেত্রে আরেকটি কাজও করা যায়! ফোনটাকে কিছুক্ষণের জন্যে রেখে চার্জ শেষ করে নিন এবং আবার রিবুট করুন। আশা করি এতে দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে! 


স্পেশালিষ্টকে দেখান

অনেক সময় মোবাইলের ডিসপ্লে সমস্যা সমাধান সম্পর্কিত কোনো কার্যকর টিপস আমাদের জানা থাকে না কিংবা মাথায় আসে না। অথবা জটিল কোনো সমস্যার কারণে হয়তো ডিসপ্লে কাজ করে না। এক্ষেত্রে সরাসরি কোনো ডিসপ্লে স্পেশালিষ্ট বা মেকানিকের কাছে ডিভাইসটিকে নিয়ে যেতে পারেন। এতে করে ডিভাইস সম্পর্কিত সমস্যার শতভাগ সমাধান পেয়ে যাবেন। 


ইতি কথা

আশা করি এই মোবাইলের ডিসপ্লে সমস্যা সমাধান সম্পর্কিত গাইডলাইনটি আপনাকে কিছুটা হলেও উপকৃত করবে। তবে সমস্যা যদি জটিল হয় এবং শেষপর্যন্ত যদি তা সমাধান করতে না পারেন তবে মেকানিকের কাছে যেতে বলবো! যদিও আশা করি উপরের গাইডলাইনটি মোবাইলের ডিসপ্লে সম্পর্কিত আপনার সমস্যাগুলির সমাধান করে দিতে সক্ষম হবে!

Previous Post Next Post

{ads}