ইলাস্ট্রেটর বাংলা টিউটরিয়াল ব্লগ : ফটোশপ ও ইলাস্ট্রেটর এর মধ্যে পার্থক্য
আপনি কি গ্রাফিক্স ডিজাইন সেক্টরে নতুন? নতুন হলে জানিয়ে রাখি এই সেক্টরে কিন্তু প্রতিটি প্রফেশনাল ডিজাইনারকেই একটা সময় গিয়ে এডোবি ইলাস্ট্রেটরের মুখোমুখি হতে হয়। অনেকেই না জানার কারণে এই সফটওয়্যারটি ব্যবহারই করতে সক্ষম হয়। এক্ষেত্রে তাদের উচিত সফটওয়্যারটি সম্পর্কে এবং এর বিভিন্ন টুলস সম্পর্কে জেনে নেওয়া। সে কথা মাথায় রেখে আমরা আমাদের আজকের এই আর্টিকেলটি সাজিয়েছি। সুতরাং মিস করতে না চাইলে সাথেই থাকুন৷
ইলাস্ট্রেটর কি?
সোজা কথায় একটি গ্রাফিক্স ডিজাইন Package Program (প্যাকেজ প্রােগ্রাম) হলো ইলাস্ট্রেটর। অপারেটিং সিস্টেম উইন্ডোজ এর মাধ্যমে এই প্যাকেজ প্রোগ্রামটির আবির্ভাব ঘটেছে৷ সুতরাং যারা এডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান তাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ সম্পর্কে নূন্যতম ধারনা রাখতে হবে। নতুবা এই সফটওয়্যার বা টুলস দিয়ে ডিজাইনি করার কাজ খুব একটা সহজ হবে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের Adobe Corporation (অ্যাডোবি করপোরেশন) কর্তৃক বাজারজাতকৃত এই প্যাকেজ প্রোগ্রামটি Apple Macintosh কম্পিউটারে ব্যবহারের উদ্দেশ্যে প্রথমবারের মতো সবার সামনে বাজারে নিজেকে পরিচিত করে তুলে। একটা সময় গিয়ে ধীরে ধীরে IBM বা IBM Compatible Computer এর মাঝেও Windows Shaported Illustrator কে বাজারজাত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজও করা হয়।
ইলাস্ট্রেটর জনপ্রিয় হওয়ার কারণ কি?
সবচেয়ে বড় কথা হলো ইলাস্ট্রেটর জনপ্রিয় হওয়ার কারণ এটির সর্বত্র ব্যবহার৷ বিশেষ করে এই এডোবি ইলাস্ট্রেট সফটওয়্যারটি দিয়ে লোগো ডিজাইন করা হয়ে থাকে। বর্তমানে প্রযুক্তির যুগে সবকিছু অনলাইন ভিত্তিক কার্যক্রম হওয়াতে বিভিন্ন ধরনের কোম্পানি তাদের নিজেদের কোম্পানির জন্য নির্দিষ্ট লোগো এবং গ্রাফিক্স ডিজাইনিং এর বিভিন্ন কাজ করতে এডোবি ইলাস্ট্রেটরের শরণাপন্ন হয়। সেই সাথে অনেক প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের কাছে তো বড় ব্যানার তৈরিতে এই সফটওয়্যারকে আবশ্যক সফটওয়্যার হিসেবে বিবেচিত হয়।
ফটোশপ ও ইলাস্ট্রেটর এর মধ্যে পার্থক্য কি?
যারা নতুন গ্রাফিক্স ডিজাইনার কিংবা এই সেক্টরে নতুন প্রবেশ করেছেন তারা ফটোশপ বা ইলাস্ট্রেটর এর মধ্যে কোনটি সবচেয়ে ভালো এবং এদের মাঝে পার্থক্যগুলি কি কি তা নিয়ে হয়তো কিছুটা বিভ্রান্তিতে পড়তে পারেন৷ অনেকেই ভুলবশত দুটি সফটওয়্যারকে একই সফটওয়্যারও মনে করতে পারেন।
ফটোশপ এবং ইলাস্ট্রেটর এর মধ্যে একটি প্রাথমিক পার্থক্য এর ভেক্টর ভিত্তিক পার্থক্য। ভেক্টর ভিত্তিক ইলাস্ট্রেশনস তৈরি বা সম্পাদনা করার ক্ষেত্রে এই এডোবি ইলাস্ট্রেটরের প্রয়োজন পড়ে। পাশাপাশি অবজেক্ট বেইস এডিটিং টুল হিসেবেও এটি ব্যবহৃত হয়। বৃত্ত, বর্গক্ষেত্র, ত্রিভুজ, চতুর্ভুজ ইত্যাদি অবজেক্ট নিয়ে স্বাচ্ছন্দ্যে কাজ করা যাবে এই এডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দ্বারা।
আবার অন্যদিকে রাস্টার / বিটম্যাপ ভিত্তিক সফটওয়্যার হলো এডোবি ফটোশপ সফটওয়্যার। ফটোশপ সহজে ব্যবহার করা গেলেও এডোবি ইলাস্ট্রেটর তুলনামূলক কঠিন। তবে ঘাবড়াবেন না। যারা নিয়মিত প্র্যাকটিস করে তাদের জন্য দুটোই সোজা। ইলাস্ট্রেটর যেখানে বেশিরভাগ কাজ অবজেক্টভিত্তিক করে থাকে ফটোশপ সেখানে ফটো, এবং রাস্টার (পিক্সেল) ভিত্তিক আর্টওয়ার্ক তৈরি বা সম্পাদনা করতে ব্যবহৃত হয়ে থাকে। পাশাপাশি ডিজাইনের পিক্সেল এর অংশ নির্ধারণ করে কাজ করার মজা ফটোশপেই বেশ উপভোগ্য!
ইলাস্ট্রেটরে কত প্রকার টাইপ টুল আছে?
এডোবি ইলাস্ট্রেটরের যতটি টুলস রয়েছে প্রায় সব টুল বক্সের টুল সমূহের মাধ্যমে নানা রকম ডকুমেন্ট তৈরি করা যায় সহজেই। টেক্সট বক্স, পিকচার বক্স, লাইন আর্ট, টেক্সট পাথ করার ক্ষেত্রে এসব টুলসের সাহায্য নেওয়া ছাড়া কোনো উপায় নেই। যেকোনো টুল সিলেক্ট করলেই বুঝতে পারবেন টুলসটি অনুযায়ী অলরেডি ডিজাইনটি কাজ করা শুরু করে দিয়েছে।
চলুন সফটওয়্যারটি কিছু টুলস সম্পর্কে জেনে নিইঃ-
Direct Selection Tool (A)
এই গ্রুপ টুলসটি ব্যবহার করে আপনি বিভিন্ন রকম ড্রইং করতে পারবেন ইজিলি। ধরুণ আপনি কোন চতুর্ভুজ বা বৃত্ত বা এই জাতীয় কোন ড্রইং করে ফেলার পর এর কোনো একটি কোণকে সুবিধা অনুযায়ী স্থানান্তর করতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনাকে এই Direct Selection Tool (A) নামক টুলসটির সাহায্য নিতে হবে।
Selection Tool (V)
এই একক টুলসটি ব্যবহার করে আপনি যে কোন অবজেক্ট সিলেক্ট করে আপনার ডিজাইনকে আরো ফুটিয়ে তুলতে পারবেন। এক্ষেত্রে একক কোনো অবজেক্ট নিয়ে কাজ করতে চাইলে টুলসটি সিলেক্ট করে যে অবজেক্টটি সিলেক্ট করবেন তাতে ক্লিক করলেই সেই অবজেক্ট নিয়ে কাজ করা যাবে। আর যদি একসাথে একাধিক অবজেক্ট নিয়ে কাজ করতে চান তবে শিফট কী চেপে ধরে ক্লিক করলেই সব একসাথে সিলেক্ট করে নিয়ে ডিজাইনিংয়ের কাজ করতে পারবেন।
ইতি কথা
তো রিডার্স! কেমন লাগলো আমাদের আজকের এই ইলাস্ট্রেটর কি?, ইলাস্ট্রেটর জনপ্রিয় হওয়ার কারণ কি, ফটোশপ ও ইলাস্ট্রেটর এর মধ্যে পার্থক্য কি, ইলাস্ট্রেটরে কত প্রকার টাইপ টুল আছে সম্পর্কিত আর্টিকেলটি? আশা করি ভালো লেগেছে। যারা গ্রাফিক্স ডিজাইনিং সেক্টরে নতুন তাদের জন্য এডোবি ইলাস্ট্রেটর খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার। সুতরাং এই সফটওয়্যারে ফোকাস করতে পারলেই আপনার অধিকাংশ প্রজেক্টই করা হয়ে যাবে।
আরো পড়ুনঃ- লোগো ডিজাইন করে ঘরে বসে আয় করুন