ads

 বিশ্বকাপ ফুটবল খেলা লাইভ ভিডিও দেখার উপায় | ফিফা বিশ্বকাপ সময়সূচী ২০২২


আপনি কি বিশ্বকাপ ফুটবল খেলা লাইভ ভিডিও দেখতে চান? উপভোগ করতে চান নিজের মতো করে? কিন্তু উপায় খুঁজতে গিয়ে হতাশ। চলুন জেনে নেওয়া যাক বিশ্বকাপ ফুটবল খেলা লাইভ ভিডিও দেখার কিছু মাথানষ্ট উপায়।


বিশ্বকাপ ফুটবল খেলা লাইভ ভিডিও দেখার উপায় | ফিফা বিশ্বকাপ সময়সূচী ২০২২  ফিফা বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপ ফুটবল ২০২২ গ্রুপ ফিফা বিশ্বকাপ ২০২২ পয়েন্ট বিশ্ব.jpg


বিশ্বকাপ ফুটবল খেলা লাইভ ভিডিও দেখার উপায়

Toffee অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। এছাড়া টফি’র ওয়েবসাইটে ও টফি’র অ্যান্ড্রয়েড টিভি অ্যাপেও খেলা দেখা যাবে। ফুটবল বিশ্বকাপ ২০২২ চলাকালীন সময়ে বাংলালিংক বিভিন্ন ধরনের স্পেশাল অফারও প্রদান করবে বলে জানিয়েছে কতৃপক্ষ। 


এইবারের ফুটবল বিশ্বকাপ আসরে একই সময়ে একাধিক ম্যাচ পড়েছে, তাই একই সাথে চলা একাধিক ম্যাচের মধ্যে টি স্পোর্টস / জিটিভি শুধুমাত্র হাই ভোল্টেজ ম্যাচটি দেখাবে বলে ধারনা করা যায়৷ এছাড়া Sports18 চ্যানেলেও খেলা দেখা যাবে।


মোবাইলের মাধ্যমে খেলা দেখা হোক অথবা লাইভ কোন টিভি চ্যানেলে স্ট্রিম করা হোক না কেন, লাইভ নেট টিভি হলো অন্যতম সেরা লাইভ স্ট্রিমিং অ্যাপ। কেননা এখানে রয়েছে শত শত টিভি চ্যানেলের সমাহার। সম্পূর্ণ ফ্রি-তে যে কেউ এখান থেকে লাইভ স্ট্রিমিং করতে পারে মোবাইলের মাধ্যমে। তবে যেহেতু এটি সম্পূর্ণভাবে ফ্রী সেহেতু বেশকিছু এডস এর সম্মুখীন হতে হবে।


অনেকটা Toffee এর মতই তবে টফির মত পপুলার নয় এমন একটি স্ট্রিমিং অ্যাপ হলো binge যা বাংলাদেশের অন্য একটি সিম কোম্পানি এয়ারটেল রবি থেকে পরিচালিত হয়। গুগল প্লে স্টোর অথবা গুগলে Binge লিখে সার্চ করলেই পেয়ে যাবেন অ্যাপটি। এখান থেকে আপনি যে কেবল ফুটবল ম্যাচ লাইভ দেখতে পারবেন তাই নয় এখানে রয়েছে বিভিন্ন ধরনের কনটেন্ট। তবে উক্ত আর্টিকেলটি যেহেতু ফুটবল লাইভ দেখার উপায় সংক্রান্ত সে ক্ষেত্রে অন্যান্য বিষয় বাদ দিয়ে বললে পুরো মাসব্যাপী চলতে থাকা কাতার ফিফা ওয়ার্ল্ড কাপ এর প্রত্যেকটা ম্যাচ আপনি ইনজয় করতে পারবেন এই অ্যাপ থেকে।


ফিফা বিশ্বকাপ লাইভ দেখার জন্য এই অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন এর জন্য আপনি আপনার মোবাইলের যেকোন একটি ব্রাউজার ওপেন করেন এবং গুগলছ সার্চ করুন Sportzfy সার্চ করলে তাদের ওয়েবসাইটে গিয়ে এই অ্যাপটি ডাউনলোড করে ফিফা বিশ্বকাপ লাইভ দেখতে পারবেন।


এছাড়াও footballrocker.com সাইটে ওয়ার্ল্ড কাপ ই নয় বরং যেকোনো ধরনের ফুটবল ম্যাচ লাইভ দেখার জন্য এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। বর্তমানে যেহেতু ফিফা বিশ্বকাপ চলমান সেতু ফিফা ওয়ার্ল্ড কাপ এর প্রত্যেকটা ম্যাচ শুরু হওয়ার আগ মুহূর্তে অ্যাপে ঢোকার পর ওয়াচ লাইভ অপশনের দেখা মিলবে এবং সেখানে ক্লিক করার মাধ্যমেই আপনি মোবাইলের মাধ্যমে যেকোনো স্থান থেকে ফুটবল ফিফা ওয়ার্ল্ডকাপ ইনজয় করতে পারেন।


ফিফা বিশ্বকাপ সময়সূচী ২০২২


গ্রুপ অব ১৬ | ফিফা বিশ্বকাপ সময়সূচী ২০২২

  • ডিসেম্বর ৩, রাত ৯টা
  • ডিসেম্বর ৪, রাত ১টা
  • ডিসেম্বর ৪, রাত ৯টা
  • ডিসেম্বর ৫, রাত ১টা
  • ডিসেম্বর ৫, রাত ৯টা
  • ডিসেম্বর ৬, রাত ১টা
  • ডিসেম্বর ৬, রাত ৯টা
  • ডিসেম্বর ৭, রাত ১টা


কোয়ার্টার ফাইনাল | ফিফা বিশ্বকাপ সময়সূচী ২০২২


  • ডিসেম্বর ৯, রাত ৯টা
  • ডিসেম্বর ১০, রাত ১টা
  • ডিসেম্বর ১০, রাত ৯টা
  • ডিসেম্বর ১১, রাত ১টা


সেমি ফাইনাল খেলার তারিখ | ফিফা বিশ্বকাপ সময়সূচী ২০২২


  • ডিসেম্বর ১৪, রাত ১টা
  • ডিসেম্বর ১৫, রাত ১টা
  • তৃতীয় স্থান নির্ধারনী
  • ডিসেম্বর ১৭, রাত ৯টা
  • ফাইনাল খেলার তারিখ
  • ডিসেম্বর ১৮, রাত ৯টা


ইতি কথা

জানলেন তো বিশ্বকাপ ফুটবল খেলা লাইভ ভিডিও দেখার উপায় সম্পর্কে। এবার খেলা উপভোগের পালা। সেই সাথে এবারের বিশ্বকাপ ফুটবল খেলা ২০২২ এ আপনি কোন দল সাপোর্ট করেন সেটাও জানাবার পালা। তবে জানিয়ে দিন কমেন্ট বক্সে! পছন্দের টিমের নাম জানিয়ে দিন আজই। 

Previous Post Next Post

{ads}