বাংলাদেশে লাভজনক নতুন ব্যবসার আইডিয়া
ব্যবসা যদি হয় লাভজনক এবং নতুন তবে তো আরকোনো কথাই নেই। নতুন ব্যবসার আইডিয়া কে না চায়! হাতে ইনভেস্ট থাকলেই কি কেবল ব্যবসা শুরু করা যায়? সাথে দরকার কার্যকর এবং লাভজনক নতুন ব্যবসার আইডিয়া।
%20(7).png)
আর আমরা আপনার এই প্রয়োজনের কথা ভেবে আজ চলে এলাম বেশ কয়েকটি নতুন ব্যবসার আইডিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে।
ড্রপশিপিং ব্যবসা
বাংলাদেশের জন্য এই নতুন ব্যবসার আইডিয়াটি মোটামুটি নতুনই বলা চলে। যদিও যারা আইটি সেক্টরে এগিয়ে রয়েছে তারা হয়তো অনেক আগেই এই ব্যবসায় নেমেছে। আমরা জানি ব্যবসা করতে গেলে স্টকে থাকতে হয় প্রোডাক্ট। কিন্তু এই সেক্টরে একটু প্রোডাক্ট কিনে এনে তা দিয়ে ই-কমার্স সাইটের সাহায্যে সেল পেলে তবেই প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে এলেই হয়।
ভার্চুয়াল ব্যবসা
নতুন ব্যবসার আইডিয়া হিসেবে ভার্চুয়াল ব্যবসা হতে পারে পারফেক্ট সিদ্ধান্ত। কেননা এতে অফলাইনের মতো দোকান সামলানোর দরকার পড়ে না। চাইলে পড়াশোনা কিংবা চাকরির পাশাপাশি ঘরে বসেই ব্যবসাটি রান করা যায়। এক্ষেত্রে আপনি যেকোনো একটি বা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে অনলাইন প্রোমোটের মাধ্যমে সেল জেনারেট করতে পারেন। প্রোডাক্ট গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য ব্যবহার করতে পারেন কোয়ালিটিফুল কোরিয়ার কোম্পানি।
কফি ব্যবসা
কফি খেতে কে না ভালোবাসে? নতুন ব্যবসার আইডিয়া হিসেবে আপনি চাইলে ছোট্ট কফি শপ দিয়েই আপনার ব্যবসার যাত্রা শুরু করতে পারেন। আজকাল ছোট কফি শপগুলির চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে। যাত্রাপথে ক্লান্তি খানিকটা দূর করতে কফির চাইতে ভালো কোনো সমাধান নেই। আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে মান্থলি ভালোই ইনকাম জেনারেট করতে পারেন। এক্ষেত্রে কফি বানানোর প্রয়োজন উপকরণ এবং একটি ইলেক্ট্রনিক কফি মেকার সাথে রাখতে পারেন।
ভ্রমণের ব্যবসা
মানুষের মাথাপিছু আয় বাড়াতে তাদের বিভিন্ন বিনোদনের মাধ্যম যোগ হয়েছে। এর মধ্যমে একটি হলো এই ভ্রমণ। এক্ষেত্রে আপনি ভ্রমণের ব্যবসা বা ট্যুরিজম বিজনেস শুরু করতে পারেন। ভ্রমণ করার পূর্বে যেহেতু প্রতিটি ভ্রমণপিয়াসীদের ট্যুর এজেন্সির সাহায্য নিতে হয় সেহেতু আপনার ব্যবসা বেশ ভালোই চলবে আশা করা যায়। এক্ষেত্রে আপনি বিভিন্ন প্যাকেজ অফার সেল করে কমিশন চার্জ করে নিজের পকেট ভারী করে তুলতে পারেন।
কুরিয়ার সার্ভিসের ব্যবসা
সময়ের সাথে সবকিছু পাল্টাতে পাল্টাতে আমরা এখন অনলাইনে পণ্য কেনা-বেচার পথ বেছে নিয়েছি। এক্ষেত্রে নতুন ব্যবসার আইডিয়া হিসেবে আপনি চাইলে কুরিয়ার ব্যবসা শুরু করতে পারেন। চাহিদা অনুযায়ী অনেক সার্ভিস সেল করতে পারবেন। একটি টিম তৈরি করে নিতে পারলে আরো ভালো হয়। তবে শুরুতে একাই কাজ করতে পারেন। সামর্থ্য থাকলে একটি মোটরসাইকেল এবং সামর্থ্য না থাকলে একটি সাইকেলের সাহায্য নিয়ে এই ব্যবসাটি দাঁড় করাতে পারেন।
ইতি কথা
নতুন ব্যবসার আইডিয়া হিসেবে বেশকিছু ইউনিক এবং তুলনামূলক ট্রেন্ডিংয়ে রয়েছে এমনকিছু টেকনিক শেয়ার করলাম। আশা করি আপনার নতুন কর্মজীবনে এই আর্টিকেলটি কিছুটা হলেও তথ্য দিয়ে সাহায্য করতে সক্ষম হবে।