ads

   SEO এর কাজ কি জেনে নিন

আজ আমরা জানবো SEO এর কাজ কি সে-সম্পর্কে। যারা অনলাইনে কাজ করেন তাদের কাছে এই এসইও" ব্যাপারটি বেশ গুরুত্বপূর্ণ এবং অনেকেই জানেন। তবে যারা এই সেক্টরে নতুন তারা হয়তো এ-ব্যাপারে খুব একটা অভিজ্ঞ নন। তাদের কথা মাথায় রেখে আজ সাজানো হয়েছে এই আর্টিকেলটি। আশা করি পুরোটা সময় জুড়ে সাথেই থাকবেন। 


Seo এর কাজ শেখার উপায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি Seo কি মোবাইল দিয়ে এসইও এসইও করে আয় ওয়েব ডিজাইন না এসইও এস ই ও শিখতে কত দিন লাগে Seo সম্পর্কে বিস্তারিত.jpg

SEO এর কাজ কি?

শুরুতেই হয়তো অনেকের মনেই প্রশ্ন জাগছে SEO এর কাজ কি আসলে! এক কথায় সার্চ ইঞ্জিনকে অপটিমাইজেশন করাটাও হলো এই SEO এর কাজ। এক্ষেত্রে বলে রাখা ভালো SEO এর কাজ করার পেছনে কারণ হিসেবে কাজ করে অডিয়েন্স জেনারেট করা। 


আপনি যাই করেন না কেনো! হোক সেটা প্রোডাক্ট সেলিং, সার্ভিস সেলিং কিংবা নন প্রফিট এক্টিভিটি...প্রতিটা কাজই যখন অনলাইনে করবেন, ঠিক তখনই প্রয়োজন পড়বে এই SEO এর কাজ। যদি আপনি SEO এর কাজ কি তা ঠিকভাবে নাই বা জানেন..তবে করবেনটা কি! এক্ষেত্রে প্রয়োজন এই SEO এর কাজ শিখে নেওয়া। 


SEO এর কাজ করে কিভাবে অডিয়েন্স আনা যায়?

SEO এর কাজ কি তা তো জানলেন! এবার আমরা জানবো SEO এর কাজ করে কিভাবে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স জেনারেট করবেন।


অনলাইনে করা আমাদেন প্রতিটি প্রজেক্টেরই দরকার পড়ে হিউজ পরিমাণের ভিজিটর বা অডিয়েন্স। হিউজ পরিমাণের না লাগুক! অন্তত মোটামুটি পরিমাণের তো লাগেই! নয়তো কেউ তো আর একেবারে খালি কলসি বাজিয়ে সময় নষ্ট করবেন না।


এক্ষেত্রে SEO এর কাজ করে সাইটে অডিয়েন্স জেনারেট করা হয়। গুগলসহ বিভিন্ন সার্চ ইঞ্জিন এবং সোশ্যাল মিডিয়াকে টার্গেট করে এসইও করা হয়। তবে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং হাই কম্টিটিভ প্ল্যাটফর্ম হলো গুগল! এরপর ইউটিউব এবং পরের ধাপে রয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার দলে আবার সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে ফেইসবুক এবং লিংকড-ইন। 


অডিয়েন্স যে কিওয়ার্ড দিয়ে সার্চ করে..বিশেষ করে গুগলে সেই কিওয়ার্ডের আগাগোড়া রিসার্চ করে একটি কন্টেন্ট আপলোড করা হলো এসইও এর একটি গুরুত্বপূর্ণ কাজ। আবার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইউজারদের কাছে কৌশলে প্রচারণা চালানোটাও একধরণের এসইও ভিত্তিক কাজ।


ইতি কথা

আশা করি বুঝতে পেরেছেন SEO এর কাজ কি এবং এই SEO এর কাজ করে কিভাবে অডিয়েন্স জেনারেট করা যায় সে-সম্পর্কে। অন্য কোনো আর্টিকেলে আমরা এসইও এর প্রকারভেদ এবং বিভিন্ন টিপস সম্পর্কে জানবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।

Previous Post Next Post

{ads}