ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন: ফেসবুক ক্যাপশন বাংলা
আজ আমরা বিভিন্ন ক্যাটাগরির ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন নিয়ে আলোচনা করবো। যা হয়তো আপনি অনেকদিন ধরে খুঁজছিলেন। চলুন শুরু করা যাক।
কষ্টের ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন
দুঃখ সহ্য করা মানুষগুলো এক সময় সুখের দেখা পায়।কিন্তু যারা অন্যকে কষ্ট দেয় তারা সাময়িক সুখ পেলেও অনন্তকাল দুঃখের সাগরের ভাসতে থাকে।
মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেওনা। কেননা, সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে।
যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয়। তাকে নিজের কাছে যত্ন করে রাখতে হয়।
কেউ আছে অনেক সুখে কেউ বা আছে আমার মতো কষ্ট নিয়ে বুকে।
মানুষ সুখের জন্য কষ্টকে ভুলে যেতে চায় তবে এ কথা মনে রাখা উচিত। সুখের মূলে কষ্ট যা সুখকে তৃপ্তি দায়ক করে।
বন্ধুত্বের ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন
মানুষের জীবনেই একাধিকবার প্রেম-ভালোবাসা আসতে পারে কিন্তু একজন প্রকৃত বন্ধুর কোনো বিকল্প হয় না যা কখনো বদলায় না.
ভ্রমন প্রিয় মানুষের কাছে বন্ধুর চেয়ে উত্তম সংঙ্গীর কোন বিকল্প হতেই পারে না।
যার জীবনে একজন প্রকৃত বিশ্বস্ত ও ভালো বন্ধু নেই তার মত দুর্ভাগা কোথায় পৃথিবীতে আর দ্বিতীয় জন নেই।
আপনার বিপদের সবাই আপনাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু প্রকৃত বন্ধু সেই যে চরম বিপদে আপনাকে পথ দেখাবে এবং আপনাকে ছেড়ে যাবে না।
বন্ধু মানে আপনি কি স্বাধীন দেশের রাজা যেখানে আপনি আপনার ভালোবাসা ও সহানুভূতির স্বাধীনতা খুঁজে পেতে পারেন।
বাবাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন
যতই দুঃখ আসুক না কেন, দুঃখের ছায়া কখনই বাচ্চাদের উপর যে পড়তে দেয় না সে হলো বাবা।
বাবা আনন্দ দ্বিগুণ হয়ে যায় যখন তার পরিচয় তার ছেলের কাজ দিয়ে হয়ে।
একজন বাবা বলে না যে সে তোমাকে ভালোবাসে বরং তিনি দেখিয়ে দেন যে তিনি তোমাকে ভালোবাসে।
একজন বাবা তার সন্তানকে কি ততটাই ভালো বানাতে চান যতটা তিনি হতে চেয়েছিলেন।
একজন বাবাকে তার মেয়ের কাছে এতটা আদর্শ হওয়া উচিত যে আদর্শ যা দেখে সেই মেয়ে পৃথিবীর অপর সকল ছেলেকে যাচাই করবে।
মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন
মা জননী চোখের মনি,অসিম তোমার দান., খোদার পরে তোমার আসন আসমানের সমান.. ত্রিভুবনে তোমার মত হয়না কারো মান।
দুনিয়ার সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালবাসা কখনো বদলাবার নয়..!
মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না। শত চিন্তা আপনার মাথায়, একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূঢ় হয়ে যাবে। দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুজে পাবেন না।
কোনো পড়াশোনা বা ডিগ্রি না
থাকলেও প্রতিটা মা,
সন্তানের জন্য এক একজন MBBS
ডাক্তারের চেয়ে কম না!
একজন বাবা তার সন্তানের জন্য সর্বদা যত্নশীল, কিন্তু একজন মা তাঁর সন্তানের প্রতি সর্বদা প্রেমময়!
ইতি কথা
ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন নিয়ে আলোচিত আর্টিকেলটি আপনার কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।