ads

  

 দেশের বাইরে ভ্রমণ সংক্রান্ত কিছু গাইডলাইন

ইন্ট্রোভার্ট ক্যাটাগরির মানুষ কিংবা এক্সট্রোভার্ট ক্যাটাগরির মানুষ! সকলে ভ্রমণ করতে ভালোবাসে! হোক সেটি একা কিংবা পরিবার বা আস্ত একটি টিম নিয়ে। অনেকেই দেশের দর্শনীয় স্থানগুলি ছাড়াও বাইরের দেশগুলির জনপ্রিয় পর্যটন এলাকাগুলিতে ঘুরতে যেতে চায়।


দেশের বাইরে ভ্রমণ সংক্রান্ত কিছু গাইডলাইন দেশের বাইরে প্রথম ভ্রমণ দেশের বাইরে ভ্রমণ দেশ-বিদেশ ভ্রমণ আপনার জীবনে যেসব পরিবর্তন আনতে পারে প্রথম বিদেশ ভ.jpg

তবে এক্ষেত্রে জেনে রাখা দরকার দেশের বাইরে ভ্রমণ করার কিছু আলাদা টিপস কিংবা গাইডলাইন রয়েছে। যা যেকোনো ভ্রমণকে আরো অর্থবহ করে তুলে। আজ আমরা আলোচনা করতে চলেছি দেশের বাইরে ভ্রমণ সংক্রান্ত কিছু গাইডলাইন সম্পর্কে! 


পাসপোর্ট তৈরি করুন

দেশের বাইরে ভ্রমণ সংক্রান্ত কিছু গাইডলাইন সম্পর্কিত এই আর্টিকেলের শুরুতেই বলবো পাসপোর্টের কথা। পাসপোর্ট ছাড়া বাইরের দেশে ভ্রমণ করা একেবারেই অসম্ভব। 


যেহেতু বাংলাদেশে পাসপোর্ট তৈরি করাটা বেশ সময়সাপেক্ষ ব্যাপার, সেহেতু যদি বাইরের দেশে ভ্রমণ করার কোনো প্ল্যান থাকে তবে আগে থেকেই পাসপোর্টের জন্য আবেদন করে রাখতে পারেন। এতে করে সময়মতো ভ্রমণ করা বা সিজনাল ভ্রমণগুলি পার্ফেক্টলি করা সম্ভব হবে। 


আন্তজার্তিক কার্ড তৈরি করুন

আন্তজার্তিক কার্ড বলতে ক্রেডিট কার্ড বা ডেভিড কার্ডের মতো মানি কার্ডগুলির কথা বোঝাতে চাচ্ছি। মূলত দেশের বাইরে ভ্রমণ সংক্রান্ত কিছু গাইডলাইন নিয়ে আলোচনার ক্ষেত্রে বেশ গুরুত্বের সাথেই এই আন্তজার্তিক কার্ডগুলির কথা বলা উচিত। 


দেশের বাইরে ঘুরতে গেলে অনেকেই কেনাকাটা করতে পছন্দ করেন। তাছাড়া যাতায়াত খরচ, খাবার-দাবারের ব্যবস্থা করাসহ নানান কাজ সেরে নেওয়ার প্রয়োজন পড়তে পারে। এক্ষেত্রে আন্তজার্তিক কার্ড থাকলে পে করা সম্ভব হবে। নতুবা অন্য কোনো ওয়েতে পেমেন্ট পে করার মতো কাজটি করা সম্ভব হবে না!


তথ্য জেনে নিন

দেশের বাইরে ভ্রমণ সংক্রান্ত কিছু গাইডলাইন নিয়ে আলোচনার ক্ষেত্রে এই পর্যায়ে বলবো তথ্য জেনে নেওয়ার কথা! আপনি বাইরের যে দেশটিতে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আগে থেকে সেই দেশটি কিংবা সেই দেশের পর্যটন স্পটটি সম্পর্কে রিসার্চ করে নিবেন। এতে করে ভ্রমণ মিশনটিকে সুশৃঙ্খলভাবে কমপ্লিট করাটা সহজ হবে। 


বিমানের রুলস মানুন

প্রতিটি বিমানেরই কিছু আলাদা রুলস থাকে। বাইরের দেশে ঘুরতে যেতে হলে বিমানে যাতায়াতের দরকার পড়তে পারে। সেক্ষেত্রে বিমানের রুলস মেনে সেই যাতায়তটিকে অর্থবহ করা উচিত। সুতরাং আগে থেকেই বিমানের রুলস সম্পর্কে জেনে নিন এবং যাত্রাকালীন সময়ে এসব রুলস মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করুন। 


জিনিসপত্র কমিয়ে নিন

দেশের বাইরে ভ্রমণ সংক্রান্ত কিছু গাইডলাইন সম্পর্কিত আর্টিকেলের এই অংশে এমন একটি পয়েন্টের কথা বলবো যে পয়েন্টটি সম্পর্কে অনেকেই জানেন! তবে মানতে চান না। বাড়তি জিনিসপত্রসহ পুরো একটি সংসার নিয়ে যারা দেশের বাইরে ঘুরতে যান তাদের কাছে এই বাড়তি জিনিসপত্র হয়ে উঠতে পারে উটকো প্যারা। না নিলেই নয়, এমনকিছু জিনিসপত্র নিয়ে ছোট্ট ল্যাগেজ গুছানোর ট্রাই করবেন সবসময়! এতে ঘোরাঘুরি করতে গিয়ে নিজেকে অনেক হালকা মনে হবে। 


টুকটাক ভাষা শিখুন

দেশের বাইরে ভ্রমণ সংক্রান্ত কিছু গাইডলাইনের ক্ষেত্রে টুকটাক ভাষা শেখার ব্যাপারটিকে বেশ গুরুত্বের সাথেই নেওয়া উচিত। এতে করে ভাষাজনিত কোনো জটিলায় পড়তে হবে না। নিজে কোনো জবাব দিতে না পারলেও অপরপক্ষ কি বলছে তা কিছুটা হলেও আইডিয়া করা যাবে। সুতরাং বাইরের দেশে ভ্রমণ করার আগে ২/৩ দিন সময় নিয়ে সে দেশের টুকটাক কমন শব্দগুলি শিখে নিন। 


ঐতবহ্যবাহী খাবার টেষ্ট করুন

খাবারের মতো বিলাসিতার বিষয় আরকিছুই হতে পারে না। আর যারা খেতে ভালোবাসেন তাদের জন্যে তো এই খাবার যেনো স্বস্তির নিঃশ্বাস ফিরিয়ে দেওয়ার অন্যতম উপায়। এক্ষেত্রে আজকের এই দেশের বাইরে ভ্রমণ সংক্রান্ত কিছু গাইডলাইন সম্পর্কিত আর্টিকেলে বলবো ঘুরতে যাওয়া দেশের খাবার টেস্ট করুন। কমন খাবারগুলির প্রতি আগ্রহী না-হয়ে সেখানকার ঐতিহ্যবাহী খাবারগুলি একটিবারের জন্যে হলেও টেষ্ট করে দেখুন। 


ইতি কথা

আশা করি বাইরের দেশে ভ্রমণ করার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তির দিক দিয়ে আমাদের আজকের এই দেশের বাইরে ভ্রমণ সংক্রান্ত কিছু গাইডলাইন সম্পর্কিত আর্টিকেলটি আপনাকে কিছুটা হলেও উপকৃত করবে। সবশেষে আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তবে শেয়ার করবার অনুরোধ করবো। আপনার পরবর্তী ভ্রমণ মিশন শতভাগ সফল হোক এমনটাই আশা করছি!


Previous Post Next Post

{ads}