ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট সম্পর্কে জানুন
ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট সম্পর্কে অনেক ফিউচার ওয়েব ডিজাইনারই জানতে চান। বিশেষ করে যারা ঘরে বসে ফ্রিতেই এই সেক্টরটিতে প্র্যাকটিস করতে চাচ্ছেন! এক্ষেত্রে নিজে নিজে শেখার ব্যাপারটি যাদের মাঝে সবচেয়ে বেশি কাজ করবে মূলত তারাই সফলতা লাভ করতে পারবে। তবে পথ বাতলে দিতেও তো কারো না কারো সাহায্য লাগেই!
ঠিক এমতাবস্থায় আজ আমরা এসেছি ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট সম্পর্কিত একটি গাইডলাইন নিয়ে। আশা করি পুরো আর্টিকেলটি আপনাকে বেশকিছু ফ্রি এবং মানসম্মত ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট সম্পর্কে জানতে সাহায্য করবে।
শিখুন ডট নেট
এটি একটি বাংলাদেশী ওয়েবসাইট। যারা বাংলা ভাষা ছাড়া ওয়েব ডিজাইনিং শিখতে বা প্র্যাকটিস করতে ভয় পাচ্ছেন, এই ওয়েবসাইটটি কেবল তাদের জন্যই। পুরো ওয়েবসাইটের প্রতিটি কার্যক্রম আপনাকে ওয়েব ডিজাইনিংয়ের পাশাপাশি ওয়েব ডেভলপমেন্ট শিখতেও সাহায্য করবে। শুধু তাই নয় এই ফ্রি ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট আপনাকে কোর্সের পর ১ লক্ষ টাকা জেতার সুযোগ প্রদান করবে।
কোড স্কুল
এটিও একটি দেশীয় ওয়েব ডিজাইনিং প্ল্যাপফর্ম বা ওয়েবসাইট। ফলে বাংলাদেশী যেকেউ ওয়েবসাইট ডিজাইনিং শিখতে চাইলে এই ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইটটি ব্যবহার করতে পারে। সবচেয়ে বড় কথা হলো ওয়েব ডিজাইনিং সেক্টরে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সবকিছুই এই সেক্টরটিতে শেখানো হয়ে থাকে।
একুয়েন্ট জিমনেশিয়াম
ওয়েবসাইটের নাম দেখেই মনে হচ্ছে এটি একটি জিম রিলেটেড ওয়েবসাইট। তাই না? ভুল! এটি একটি জনপ্রিয় ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট। এই সাইটে কোনো কোর্স একদম শুরু থেকেই করানো হয়। কেউ কোর্স করতে চাইলে সবার আগে সাইটটিতে রেজিষ্ট্রেশন করে নিতে হবে।
এলিসন ওয়েব ডেভলপমেন্ট
নাম শুনে এটিকে ওয়েব ডেভলপমেন্ট শেখার ওয়েবসাইট মনে হলেও এটি একটি জনপ্রিয় ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট। ওয়েবসাইট ডিজাইনিংয়ের উপর যারা পরিপূর্ণ ডিপ্লমা করতে চান তারা ওয়েবসাইটটির সাহায্য নিতে পারেন। এই ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইটটিতে একজন নিউবি ওয়েব ডিজাইনারের শেখার জন্য ৯ টি ধাপ রয়েছে। যা আপনাকে পেরুতে হবে।
লার্ন লেআউট
এই ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইটটি শুধুমাত্র তাদের জন্য যারা এডভান্স লেভেলের ওয়েব ডিজাইনিং শিখতে চান। নিউবিদের জন্য এই ওয়েবসাইটটি বেশ জটিল মনে হতে পারে। তবে একথা মোটামুটি সত্যি যে এডভান্স লেভেলের ওয়েব ডিজাইনরদের বাড়তি স্কিল তৈরিতে সাহায্য করবে এই ওয়েবসাইট। যারা নতুন শিখতে চাইছেন তারা এই ওয়েবসাইটটিতে নষ্ট না করার অনুরোধ রইলো।
ইতি কথা
ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট সম্পর্কে কেমন ছিলো আমাদের আজকের এই আর্টিকেলটি? কোনো গুরুত্বপূর্ণ অজানা তথ্য কি জানতে পেরেছেন? পেরে থাকলে এতেই আমরা স্বার্থক। পরবর্তী টেক টিপস জানতে সাথেই থাকুন।