ads

 জেনে নিন গ্রামার চেক করার অ্যাপ সম্পর্কে 

আজ আমরা আলোচনা করব গ্রামার চেক করার কয়েকটি জনপ্রিয় অ্যাপ নিয়ে। আশা করি এসব অ্যাপ ব্যবহার করে আপনি আপনার লেখার গ্রামার চেক করে নিতে পারবেন। এছাড়াও তাদের সাজেশন থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। চলুন তবে কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক এবং সেইসাথে জেনে নেওয়া যাক বিস্তারিত তথ্য। 


গ্রামার চেক করার অ্যাপ গ্রামার যাচাই করার সফটওয়্যার ইংরেজি গ্রামার চেক করার সাইট  English Grammar Checker অ্যাপ ডাউনলোড  ১০ টি ফ্রি অনলাইন প্রুফরিডিং.jpg

গ্রামারলি অ্যাপ: গ্রামার চেক করার অ্যাপ

গ্রামার চেক করার অ্যাপ হিসেবে আপনারা চাইলে গ্রামারলি অ্যাপটি ব্যবহার করতে পারেন। যা আপনার রেডি করা লেখার মাঝে থাকা ব্যাকরণ, বানান, বিরামচিহ্নের ত্রুটি এবং আরও অনেক কিছুর সংশোধন করে দিবে মুহুর্তেই। ফলে লেখার মাঝে খুঁজে খুঁজে আপনাকে নিজের করা মিসটেকগুলি ঠিক করতে হবে না। 


তাছাড়া আরডিকেলের কোন কোন অংশ আপনি মিস্টেক করেছেন, বা আপনার লেখার মাঝে কোন কোন অংশে ভুল হয়েছে তাও বুঝতে আপনার সহজ হবে। গ্রামারলি অ্যাপে গ্রামার কারেকশনের পাশাপাশি রয়েছে লেখায় বোল্ড, ইটালিক, হেডিং ট্যাগ এবং অন্যান্য ফিচার ব্যবহারের সুযোগ। 


যারা গ্রামারলি অ্যাপটিকে প্রিমিয়াম ভার্সন হিসেবে ব্যবহার করতে চান তারা একই সাথে ১০ হাজার শব্দ চেক করতে পারবেন। আর যারা গ্রামটিকে ফ্রিতে ব্যবহার করতে চান তারা একসাথে ১০০০ শব্দের নিচের লেখা চেক করতে পারবেন। আপনি যদি গ্রামার চেক করার অ্যাপ হিসেবে গ্রামারলি অ্যাপটিকে ব্যবহার করতে চান সে ক্ষেত্রে সরাসরি গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। 


Scribens অ্যাপ: গ্রামার চেক করার অ্যাপ 

Scribens অ্যাপ হল আরো একটি জনপ্রিয় গ্রামার চেক করার অ্যাপ। আপনি চাইলে গ্রামার চেক করার ক্ষেত্রে এটিও ব্যবহার করতে পারেন। যারা একই সাথে একটি অ্যাপের মাধ্যমে লেখার টাইপও বানান এবং বিভিন্ন বিরাম চিহ্নের মিসটেক ঠিক করতে চান তারা অ্যাপটির সাহায্য নিতে পারেন। 


এই অ্যাপটিটা আধুনিক অ্যালগরিদম দ্বারা সাজানো হয়েছে। যার ফলে খুব দ্রুত মিসটেকগুলি ধরা পড়া এবং প্রতিটি সাজেশনই নির্ভুল হয়। একটি মাধ্যমে আপনি চাইলে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ আলাদা আলাদা ভাবে সেট করতে পারবেন। যা আপনাকে আলাদা আলাদা সাজেশন দিবে। 


পাশাপাশি গ্রামার চেক করার এই অ্যাপটির সাহায্যে আপনি ম্যানুয়াল বিভিন্ন মিসটেকও ঠিক করার সুযোগ পাবেন। পাশাপাশি লেখার ফন্ট এর বিভিন্ন আকারও চেঞ্জ করতে পারবেন। এই অ্যাপটি তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা কন্টেন্ট রাইটিং করেন। অনেক সময় লেখার পর তা প্রুফরিডিং করতে গিয়ে আমাদের বিভিন্ন ঝামেলায় পড়তে হয়। এক্ষেত্রে এই অ্যাপটির সাহায্য নিয়ে খুব দ্রুত কম সময়ের মাঝে আপনার পুরো আর্টিকেলটি প্রুফরিডিং সেরে ফেলতে পারেন। 


রাইটার: গ্রামার চেক করার অ্যাপ 

আপনি কি নিখুঁতভাবে গ্রামার চেক করার অ্যাপ খুঁজছেন? যদি খুঁজে থাকেন এক্ষেত্রে রাইটার নামের অ্যাপটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপটি একটি এআই ভিত্তিক অ্যাপ। ফলে এই অ্যাপের সাহায্যে নিখুত রেজাল্ট পাওয়া কোন ব্যাপারই না। এই অ্যাপটি ব্যবহার করে আপনি গুগল ডক্স এর সাহায্যেও যে কোন লেখা সম্পাদন করতে পারবেন। লেখায় যদি কোন গ্রামার রিলেটেড মিসটেক থাকে তা ঠিক করতে পারবেন। 


যারা রাইটার অ্যাপ ব্যবহার করে গ্রামার চেক করতে চান তারা সরাসরি এর এডিটিং কপিটি ইমেইলের মাধ্যমে কালেক্ট করে নিতে পারবেন। বলে রাখা ভালো গ্রামার চেক করার অ্যাপ হিসেবে রাইটার অ্যাপটি একটি ফ্রি অ্যাপ। সুতরাং গ্রামার চেক করার ক্ষেত্রে অ্যাপ এর পেছনে খরচের কোনো চিন্তা নেই। Writer অ্যাপ এর সাহায্যে এক ক্লিকে প্রুফরিডিং করা যায়। পাশাপাশি আপনার লেখায় কোন ডুপ্লিকেট আছে কিনা তাও চেক করতে পারবেন এই অ্যাপের সাহায্যে। সুতরাং যারা গ্রামার চেক করার অ্যাপ হিসেবে সহজ ফিচার রয়েছে এমন অ্যাপ চান, তারা দেরি না করে আজই ডাউনলোড করে নিন রাইটার অ্যাপ। 


Zoho Writer: গ্রামার চেক করার অ্যাপ 

বর্তমানে জোহো রাইটার হল গ্রামার চেক করার সেরা একটি অ্যাপ। ক্লিচ এবং প্যাসিভ ভয়েস ব্যবহার করে এই অ্যাপটি বিভিন্ন লেখার গ্রামার চেক করে থাকে। এই অ্যাপটিতে রয়েছে একটি শক্তিশালী ওয়ার্ড প্রসেসর। যা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। যারা গ্রামার চেক করার অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে কোন ধরনের পেমেন্ট দেওয়ার ব্যাপারটির প্রতি আগ্রহী না তারা জোহো রাইটার অ্যাপটি ব্যবহার করতে পারেন। 


ইতি কথা 

বেশ কিছু জনপ্রিয় গ্রামার চেক করার অ্যাপ সম্পর্কে তো জানলেন! এবার এইসব অ্যাপ কে কাজে লাগিয়ে নিজের লেখাকে আরো কোয়ালিটি ফুল করে তোলার পালা। আশা করি আপনার পরবর্তী লেখাগুলি গ্রামারের দিক দিয়ে নির্ভুল হবে। আর হ্যাঁ আমাদের আজকের আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। 


 

Previous Post Next Post

{ads}