ads

 জেনে নিন মেধা বৃদ্ধি করার উপায়: স্মৃতিশক্তি বাড়ানোর উপায়

স্বাগতম আমাদের নতুন আয়োজনে। আমাদের আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে মেধা বৃদ্ধি করার উপায় সম্পর্কিত বিভিন্ন টিপস নিয়ে। যাদের মেধা কম কিন্তু বাড়াতে চান তারা পুরো আর্টিকেলটির সাথে থাকতে পারেন। আশা করি বেশ কাজে দেবে। 


মেধা বৃদ্ধি করার উপায় স্মৃতিশক্তি বাড়ানোর উপায় কীভাবে মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করবেন স্মৃতিশক্তিকে বশে আনার দারুণ ৫টি হাতিয়ার স্মৃতিশক্তি বৃদ্ধি করার.jpg


নতুন ভাষা শিখুন: মেধা বৃদ্ধি করার উপায়

যেকোনো নতুন ভাষা শেখা আপনার মস্তিষ্কের জন্য উপকারী হতে পারে। যা মেধা বৃদ্ধি করার উপায় হিসাবে দারুণভাবে কাজ করে থাকে। একজন প্রাপ্তবয়স্ক হিসাবে অন্য ভাষা শেখা আপনার মানসিক শক্তিকে আরো বৃদ্ধি করতে পারে। যা মেধা বাড়ানোর ক্ষেত্রে বেশ কাজে লাগে। আপনাকে মানসম্মত আইকিউ পরীক্ষায় উচ্চতর স্কোর করতে সাহায্য করতে পারে এই দারুণ স্কিল বা লার্নিং পয়েন্ট। 


বেশি বেশি বই পড়ুন: মেধা বৃদ্ধি করার উপায়

কথাসাহিত্য বা নন-ফিকশন রিলেটেড বই পড়ার অভ্যাস আপনার জ্ঞানীয় ক্ষমতা উন্নত করতে সাহায্য করবে। যারা প্রায়শই বই পড়ার মাধ্যমে স্মৃতি, কল্পনা এবং স্থানিক দক্ষতা অনুশীলন করতে পারে মূলত তারা এই মেধা বৃদ্ধি করার উপায়টিকে ভালোভাবে কাজে লাগাতে সক্ষম হবে। এমনকি দিনে মাত্র ৩০ মিনিট বই পড়ার অভ্যাসও সময়ের সাথে সাথে আপনার আইকিউকে উন্নত করতে সক্ষম হবে। 


রিলেশনাল স্কিল ডেভলপ করুন: মেধা বৃদ্ধি করার উপায়

মেধা বৃদ্ধি করার উপায় হিসাবে রিলেশনাল স্কিল ডেভলপ করতে পারেন। মনে রাখবেন, মানুষের জ্ঞান এবং ভাষা রিলেশনাল অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিকাশ লাভ করে। প্রাপ্তবয়স্কদের মধ্যে আইকিউ স্কোর উল্লেখযোগ্যভাবে উন্নত করতে রিলেশনাল স্কিল ডেভলপ করা জরুরি। এক্ষেত্রে মৌখিক এবং সংখ্যাগত যুক্তির দক্ষতাকে কাজে লাগানো জরুরি। 


নিয়মিত ব্যায়াম করুন: মেধা বৃদ্ধি করার উপায়

চাইলে নিয়মিত ব্যায়াম করাকে মেধা বৃষ্টি করার উপায় হিসাবে কাজে লাগাতে পারেন। কারণ নিয়মিত ব্যায়াম মনকে তীক্ষ্ণ করে জ্ঞানীয় কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। ব্যায়াম বিপাকীয় ফাংশনগুলির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যা মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করে। বিশেষ করে যখন অক্সিজেন গ্রহণ, হরমোন নিঃসরণ এবং নিউরোট্রান্সমিটার কার্যকলাপ বৃদ্ধি পায় তখন এমনটা হয়ে থাকে৷ আপনার প্রতিদিনের সময়সূচীতে স্ট্রেচিং এবং অ্যারোবিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করে নিজের মেধাকে বাড়িয়ে তুলুন৷ সুতরাং নিয়ম করে প্রতিদিনই আপনার শরীরকে জাম্পস্টার্ট করতে থাকুন। 


পুষ্টিকর ডায়েট অনুসরণ করুন: মেধা বৃদ্ধি করার উপায়

এবার আসি আরো একটি মেধা বৃদ্ধি করার উপায় সম্পর্কিত গুরুত্বপূর্ণ পয়েন্টে। মেধা তৈরির ক্ষেত্রে খাদ্য হিসাবে শাকসবজি এবং মাংসের উপর নির্ভর করতে পারেন। ডায়েটের সাহায্যে যখন আপনার খাদ্য, শক্তির মাত্রা এবং সামগ্রিক দৃষ্টিভঙ্গি সঠিকভাবে পরিচালিত হতে থাকবে তখনই মেধা বৃদ্ধি হওয়ার চান্স বেড়ে যাবে। পাশাপাশি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ স্বাস্থ্যকর চর্বি গ্রহণ করতে পারেন। 


পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন: মেধা বৃদ্ধি করার উপায়

একটি মজার টিপস দিই! এই মুহুর্তে একটু ব্রেক নিয়ে কীভাবে আরও স্মার্ট হতে হয় তা শেখার উদ্দেশ্যে খানিকটা চোখ বন্ধ করুন। মানসিক স্বাস্থ্য, স্ট্রেস এবং উচ্চ রক্তচাপের মতো বিষয়গুলিকে ঠিক রাখতে ঘুম প্রয়োজন। আর মানসিক স্বাস্থ্য, স্ট্রেস এবং উচ্চ রক্তচাপের মতো বিষয়গুলি ঠিক থাকলে আপনার মেধা দ্রুত বৃদ্ধি পাবে। এছাড়াও মনে রাখা উচিত ঘুমের অভাবও স্বল্পমেয়াদে স্মৃতিশক্তি কমিয়ে দিতে পারে।


জার্নাল ব্যবহার করুন: মেধা বৃদ্ধি করার উপায়

বল স্টেট ইউনিভার্সিটির গবেষকরা ক্রীড়াবিদদের জ্ঞানের উপর জার্নালিংয়ের প্রভাব লক্ষ্য করেছিলেন। যার প্রভাব মাথায় রাখা উচিত। যাইহোক! দৈনন্দিন কাজগুলি পরিচালনা করার জন্য বিভিন্ন জার্নাল ব্যবহার করতে পারেন। এতে করে মেধা বৃদ্ধি করাটা সহজ হবে। 


ইতি কথা

কেমন লাগলো আমাদের আজকের এই মেধা বৃদ্ধি করার উপায় সম্পর্কিত আর্টিকেলটি? আশা করি প্রতিটি পয়েন্টকেই আপনারা সহজভাবে নিতে সক্ষম হবেন। তাছাড়া প্রতিটি পয়েন্টই কিন্তু খুব ভালোভাবে কাজে লাগানোর মতো। 

Previous Post Next Post

{ads}