ads

 এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২

আপনি কি এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ জানার উপায় সম্পর্কে জানতে চান? যদি জানতে চান সেক্ষেত্রে আমাদের আজকের এই আর্টিকেলটিতে ফোকাস করতে পারেন। আশা করি সকল প্রশ্নের উত্তর একসাথে পেয়ে যাবেন। 


এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২: এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ  এইচএসসি পরীক্ষার রেজাল্ট 2023 বাউবি এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ এইচএসসি রেজাল.jpg


এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ এর সময় 

দেশের সকল শিক্ষা বোর্ডের ২০২২ সালের এইচএসসি-আলিম সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।


২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে, এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এদিন ফলাফল প্রকাশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি জ্ঞাপন করেছেন।


আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গণমাধ্যমকে এইচএসসি ফলাফল প্রকাশের তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন।


দেশের শিক্ষাবোর্ডের দপ্তর থেকে দু-একদিনের মধ্যে, এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।


এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ যেভাবে দেখবেন

বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনস্থ বরিশাল শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, ঢাকা শিক্ষা বোর্ড, দিনাজপুর শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, রাজশাহী শিক্ষা বোর্ড, সিলেট শিক্ষা বোর্ড, মময়মনসিংহ শিক্ষা বোর্ড, টেকনিক্যাল শিক্ষা বোর্ড সহ সাধারন বোর্ডের এইচ এস সি পরীক্ষার ফলাফল ২০২২ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার রেজাল্ট ২০২২ ফুল মার্কশিট সহকারে জানতে পারবেন মোবাইল ফোন থেকে SMS পাঠিয়ে এবং অনলাইন থেকে শিক্ষাবোর্ড সমূহের ওয়েবসাইটের মাধ্যমে।


এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ এর সকল শিক্ষা বোর্ডের শর্ট কোড

  • Barisal Education Board এর শর্ট কোড →             BAR
  • Chittagong Education Board এর শর্ট কোড →      CHI
  • Comilla Education Board এর শর্ট কোড →           COM
  • Dhaka Education Board এর শর্ট কোড →             DHA
  • Dinajpur Education Board এর শর্ট কোড →         DIN
  • Jessore Education Board এর শর্ট কোড →           JES
  • Rajshahi Education Board এর শর্ট কোড →         RAJ
  • Sylhet Education Board এর শর্ট কোড →             SYL
  • Mymensingh Education Board এর শর্ট কোড →  MYM
  • Technical Education Board এর শর্ট কোড →        TEC
  • Madrasah Education Board এর শর্ট কোড →       MAD


ইতি কথা

এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ জানার উপায় সম্পর্কে তো জানলেন! এবারে অপেক্ষা করার পালা। মনে রাখবেন, এই শেষ সময়টাতে টেনশন না করে প্রার্থনা করা জরুরি। সুতরাং সময় নষ্ট না করে এবং প্যানিক না হয়ে মনে সাহস রাখুন৷ 

Previous Post Next Post

{ads}