ইন্ডিয়ান টুরিস্ট ভিসা সম্পর্কিত যাবতীয় তথ্য এবং গাইডলাইন
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা সম্পর্কিত সকল তথ্য যারা একসাথে, একই আর্টিকেলে পেতে চান, মূলত তাদের জন্যই সাজানো হয়েছে আমাদের আজকের এই আর্টিকেল। পুরো আর্টিকেল-জুড়ে থাকছে ইন্ডিয়ান টুরিস্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র, এপ্লিকেশন ফরমের খোঁজ এবং তা পূরণ করার নিয়ম, ফি, সময়সীমা, সেন্টার এবং এর সাপ্তাহিক ছুটি ও ঘরে বসে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম। সুতরাং কোনো তথ্য মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন।
সূচিপত্র
ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি?
অনলাইন কিভাবে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা এপ্লিকেশন ফরম পাবেন এবং পূরণ করবেন?
ভারতীয় টুরিস্ট ভিসা ফি কতো?
ভারতীয় টুরিস্ট ভিসা পেতে কতদিন লাগে?
ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার কোথায় কোথায় আছে?
ইন্ডিয়ান ভিসার সেন্টারের সাপ্তাহিক ছুটির দিন কখন?
ঘরে বসে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম কি কি?
ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি?
ইন্ডিয়ান টুরিস্ট ভিসাসহ যেকোনো ভিসা পাওয়ার পূর্বে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস জোগাড় করার ব্যাপারটি নিশ্চিত করতে হবে। যারা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না, ইন্ডিয়ান টুরিস্ট ভিসা পেতে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস শো করাতে হবে…তারা আর্টিকেলের এই অংশটিতে ফোকাস করতে পারেন। ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলি হলো:
পাসপোর্ট: ইন্ডিয়ান টুরিস্ট ভিসা পেতে হলে শুরুতে আপনাকে একটি বৈধ পাসপোর্ট নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সাধারণ পসপোর্টের বয়স হতে হবে কমপক্ষে ৬ মাস। তবে আপনি যদি ইন্ডিয়ান টুরিস্ট ভিসা দ্রুত পেতে চান সেক্ষেত্রে ই-পাসপোর্টের সাহায্য নিতে পারেন। বর্তমানে খুব সহজে ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট সংগ্রহ করা যাচ্ছে।
আবেদনকারীর ছবি: এবারে যেকোনো রঙিন ছবির একটি সফট কপি এবং ২x২ ইঞ্চি মাপের এক কপি প্রিন্টেড ছবির ব্যবস্থা করতে হবে। যা সাধারণ ইন্ডিয়ান টুরিস্ট ভিসার অনলাইন আবেদনের ক্ষেত্রে ব্যবহার করা হবে।
এনআইডি: ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে মূলত স্মার্ট কার্ড সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। তবে সাধারণ এনআইডি কার্ডেও কোনো সমস্যা নেই।
জন্মসনদ: আবেদন-সম্পর্কিত কাগজপত্রের এই পয়েন্টটি কেবল তাদের জন্য, যারা এখনো এনআইডি বা স্মার্ট কার্ডের ব্যবস্থা করতে পারেননি। এক্ষেত্রে জন্মসনদের ফটোকপির প্রয়োজন পড়বে।
বিলের কাগজপত্র:
গ্যাস/পানি/বিদ্যুৎ/টেলিফোন বিলের যেকোনো একটি ডকুমেন্টস শো করাতে হবে। এক্ষেত্রে আপনি যদি বিদ্যুৎ বিলের ডকুমেন্টস দিতে চান সেক্ষেত্রে প্রিপেইড মিটার স্লিপের ১ পাশের কপিই জমা দিতে হবে।
ব্যাংকিং সম্পর্কিত তথ্য: শুরুতেই বলে রাখি, আপনার ব্যাংক একাউন্টে যদি সর্বনিম্ন ২০,০০০/- না থাকে সেক্ষেত্রে কোনো ভাবেই ইন্ডিয়া টুরিস্ট ভিসার জন্যে আবেদন করতে পারবেন না। পাশাপাশি ভিসার কাগজপত্র হিসাবে অবশ্যই প্রার্থীর সরকারি কিংবা বেসরকারি ব্যাংকিং লেনদেনের গত ৬ মাসের নথি প্রদান করতে হবে।
পেশাগত তথ্য এবং প্রমাণ: এই ভিসা আবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসাবে যারা বর্তমানে সরকারি চাকরিতে আছেন তাদের জিও প্রত্যয়নপত্র এবং যারা বেসরকারি চাকরিতে আছেন তাদের এনজিও সার্টিফিকেট শো করাতে হবে।
স্টুডেন্ট আইডি: যদি কোনো চাকরিতে যুক্ত না থাকেন সেক্ষেত্রে প্রফেশন রিলেটেড ডকুমেন্টস হিসাবে স্টুডেন্ট আইডির ফটোকপির প্রয়োজন পড়বে।
ট্রেড লাইসেন্স: আর যারা ব্যবসা করেন তারা প্রফেশন রিলেটেড ডকুমেন্টস হিসাবে ট্রেড লাইসেন্সের ফটোকপি শো করাতে পারেন।
অন্যান্য ডকুমেন্টস: অন্যান্য ডকুমেন্টস হিসাবে ফ্রিল্যান্সারেরা এনআইডি কার্ডের ফটোকপি, নারীরা চারিত্রিক সনদের ফটোকপি জমা দিতে পারেন।
অনলাইন কিভাবে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা এপ্লিকেশন ফরম পাবেন এবং পূরণ করবেন?
একটি নির্দিষ্ট ওয়েবসাইটে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা এপ্লিকেশনের লিংক পাওয়া যাবে। ওয়েবসাইটটি সম্পূর্ণ ঠিকানা হলো http://www.ivacbd.com।
আর ইন্ডিয়ান টুরিস্ট ভিসা এপ্লিকেশন ফরম পূরণ করতে হলে নিচের পয়েন্টগুলিতে ফোকাস করুন:
লিংকে গিয়ে ‘Online Visa Application‘ অপশনে ক্লিক করুন
‘Visa Type’ সিলেক্ট করে নিন
ভিসার সময়সীমা নির্ধারণ করুন
কতবার যাবেন তা নিশ্চিত হয়ে No of Entries অপশনটির কাজ সেরে নিন
এবারে পোর্ট সিলেকশনের পর্ব সেরে নিন
Temporary ID সেইভ করে নিন
সব পয়েন্ট ফিল-আপ হলে ছবি আপলোড করুন
এবারে ফরমটি প্রিন্ট আউট করে তা ২x২ ইঞ্চি মাপের রঙিন ছবির সাথে পিন-আপ করে নিন
ভারতীয় টুরিস্ট ভিসা ফি কতো?
২০১৮ সাল থেকে এখনো পর্যন্ত ভারতীয় টুরিস্ট ভিসার ফি নির্ধারিত করা আছে মোট ৮০০ টাকা। তবে এক্ষেত্রে বাড়তি বিকাশ কিংবা ব্যাংক চার্জের খরচও আপনাকে বহন করতে হবে। এই ফি আপনি চাইলে ব্যাংক, মোবাইল ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, রকেট, বিকাশ বা নিকটস্থ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারেও জমা দিতে পারবেন।
ভারতীয় টুরিস্ট ভিসা পেতে কতদিন লাগে?
আবেদন করার পর এবং ফি পরিশোধ করা হয়ে গেলে আপনাকে ৩ থেকে ৭ দিনের মতো অপেক্ষা করতে হবে। তবে যারা ঢাকার বাইরে থাকেন তারা আরো দ্রুত সময়ে অর্থ্যাৎ ২ থেকে ৩ দিনের মধ্যেই ভিসা পেয়ে যাবেন।
আর হ্যাঁ! মনে রাখবেন, ভিসা নেওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান ভিসার সেন্টারে কেবল আবেদনকারীকেই যেতে হবে। তার পরিবর্তে অন্য কেউ ভিসা সংগ্রহ করে নিতে পারবে না।
ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার কোথায় কোথায় আছে?
আর্টিকেলের এই অংশে আমরা ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারের লোকেশন সম্পর্কে আলোচনা করবো। লোকেশনসহ সেন্টারগুলি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য বিশেষ করে উক্ত সেন্টারের সঠিক লোকেশন নিচে শেয়ার করা হলো:
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, ময়মনসিংহ
লোকেশন: ২৯৭/১, মাসকান্দা, ১ম তলা, মাসকান্দা বাসস্ট্যান্ড
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, চট্টগ্রাম
লোকেশন: ২১১১, হাবিব লেন, চট্টগ্রাম
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, সিলেট
লোকেশন: রহিম টাওয়ার, বিশ্ব-রুড, সিলেট
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, ঢাকা
লোকেশন: যমুনা ফিউচার পার্ক, কুরিল প্রগতি সরণি, বারিধারা ১২০৯, ঢাকা
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, রাজশাহী
লোকেশন: স্টেশন রোড, রাজশাহী ৬০০০
বি: দ্র: ইন্ডিয়ান ভিসা সেন্টারেন প্রবেশের ক্ষেত্রে বর্তমানে নতুন নিয়ম জারি করা হয়েছে। এক্ষেত্রে সেন্টারে প্রবেশের সময় সাথে কোনো ব্যাটারিচালিত বা বৈদ্যুতিক গ্যাজেট যেমন মোবাইল, ট্যাবল্যাট, ক্যাসেট, পাওয়ার ব্যাংক নেওয়া যাবে না। সেইসাথে কোনো ধরণের স্যুটক্যাসও বহন করা যাবে না।
ইন্ডিয়ান ভিসার সেন্টারের সাপ্তাহিক ছুটির দিন কখন?
উপরোক্ত সেন্টারগুলির কার্যক্রম সঠিকভাবে রক্ষার্থে সাপ্তাহিক ছুটির দিন নির্ধারণ করা হয়েছে। এবারে চলুন ইন্ডিয়ান ভিসার সেন্টারের সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে জানা যাক:
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, ময়মনসিংহের সাপ্তাহিক ছুটির দিন হলো শুক্রবার এবং শনিবার
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চট্টগ্রামের সাপ্তাহিক ছুটির দিন হলো শুক্রবার এবং শনিবার
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, সিলেটের ছুটির দিন হলো শুক্রবার এবং শনিবার
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ঢাকার ছুটির দিন হলো শুক্রবার এবং শনিবার
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, রাজশাহীর ছুটির দিন হলো শুক্রবার এবং শনিবার
ঘরে বসে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম কি কি?
ইন্ডিয়ান ভিসা আবেদন সাবমিট করার পর আপনি চাইলে ঘরে বসেই ভিসা চেক করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে https://www.ivacbd.com/ ওয়েবসাইটে।
এবারে ভিসা আবেদন ট্রাক নামের অপশনে ক্লিক করুন
নতুন পেইজ এলে Regular Visa
Application & Port Endorsement অপশনে যান
ওয়েব ফাইল রেজিস্ট্রেশন নাম্বারটি দিন
রোবটিক্স ইস্যু সারতে ক্যাপচা কোড টাইপ করুন
পূণরায় রেজিষ্ট্রেশন কোড দিয়ে সাবমিট করুন এবং ভিসা রিলেটেড যাবতীয় তথ্য বা আপডেট চেক করে নিন
ইতি কথা
আজকের পুরো আর্টিকেলটির মাধ্যমে একসাথে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা সম্পর্কিত যাবতীয় তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। পাশাপাশি ভিসা আবেদনের ক্ষেত্রে যাবতীয় কনফিউশন থেকেও মুক্তি পাবেন। আজকের মতো এতোটুকুই! পরবর্তী আর্টিকেল উপভোগ করার আমন্ত্রণ রইলো।