ads

 

 ভ্রমণ টিপস সম্পর্কে জেনে নিন

প্রিয় রিডার্স! ঘুরতে যাওয়ার শখ বা ইচ্ছা আমাদের কম-বেশি সকলেরই থেকে থাকে। এক্ষেত্রে প্রতিটি ভ্রমণকে আরো অর্থবহ করে তুলতে দরকার ভ্রমণ টিপসগুলি ফলো করা। তবে অনেকেই না জানার কারণে এসব টিপস ফলো করতে পারে না। আবার অনেকেই কেবল অলসতা কিংবা বাড়তি ঝামেলা মনে করে এসব এড়িয়ে চলে। 


ট্রাভেল টিপস ভ্রমণের সেরা ২৫টি টিপস ভ্রমণ বাংলাদেশ বেড়াতে যাওয়ার প্রস্তুতি ক্যাম্পিং ভ্রমণ ক্যাম্পিং টিপস ভ্রমণ অভিজ্ঞতা  ভ্রমণ টিপস সম্পর্কে জেনে.jpg



ছোট স্যুটকেস নিন

ভ্রমণ টিপস হিসেবে শুরুতে বলবো ছোট স্যুটকেস নেওয়ার কথা। অনেকেরই হাবিজাবি জিনিসপত্রসহ অসংখ্য জিনিসপত্র সাথে নিয়ে ভ্রমণে যাওয়ার অভ্যাস থাকে। যার ফলে পরবর্তীতে এই বড়সড় স্যুটকেস কিংবা বাড়তি জিনিসপত্র ভীষণ প্যারা দেয়। সুতরাং চেষ্টা করুন ছোট স্যুটকেস কিনে রাখার এবং এতে কেবলমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র ক্যারি করার। 


গুগল ম্যাপ ইউজ করুন

যুগ পাল্টানোর কারণে আমাদের বিভিন্ন সমস্যা সমাধানের টেকনিকও পাল্টেছে। সুতরাং হেয়ালি না করে রাস্তা ভুলে যাওয়া কিংবা পথঘাট সম্পর্কিত যেকোনো সমস্যায় গুগল ম্যাপের সাহায্য নিন। এতে করে নিজে নিজেই সঠিক পথ খুঁজে পাবেন। যেকোনো বিভিন্ন সময়ে আমাদের নতুন নতুন পর্যটন এলাকায় ঘুরতে যাওয়ার প্রয়োজন পড়ে সেহেতু ভ্রমণ টিপস হিসেবে এই গুগল ম্যাপ ব্যবহারের টেকনিকটি হতে পারে অন্যতম একটি গুরুত্বপূর্ণ টেকনিক। 


এক্সট্রা কার্ড রাখুন

ভ্রমণ টিপস হিসেবে সাথে এক্সট্রা কার্ড রাখা জরুরি। হোক সেটি মানি রিলেটেড কার্ড কিংবা প্রয়োজনীয় আইডি কার্ড। ভ্রমণ করতে গিয়ে এসব কার্ডের প্রয়োজন পড়তে পারে। সুতরাং একটি আলাদা ছোট ব্যাগে সকল গুরুত্বপূর্ণ কার্ড গুছিয়ে রাখুন এবং ল্যাগেজের একপাশে রেখে দিন। 


তথ্য সম্পর্কে জানুন

যেখানে ঘুরতে যাবেন সেখানকার পরিবেশসহ সম্পর্কিত অন্যান্য তথ্য সম্পর্কে আগে থেকেই জেনে নেওয়ার চেষ্টা করুন। কেননা এই তথ্য জেনে রাখার মতো ভ্রমণ টিপসটি আপনার ভ্রমণকালীন সময়কে আরো অর্থপূর্ণ করে তুলবে। অনেক সময় অজানা-অচেনা স্থানে ঘুরতে গিয়ে পর্যটন স্পটটি সম্পর্কে বুঝতে চরম ভোগান্তিতে পড়তে হয়। যার ফলে সময় এবং আগ্রহ দু'টোই কমে আসে। সুতরাং ভ্রমণ করার আগে পর্যটন স্পটটি সম্পর্কে টুকটাক রিসার্চ করে নিন। 


নিরাপত্তা নিশ্চিত করুন

নিরাপত্তা হলো ভ্রমণ প্ল্যানিং বা ভ্রমণ টিপসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলির একটি। ঘুরতে গিয়ে কিংবা আনন্দ করতে গিয়ে যেনো আপনাকে সারাজীবনের জন্য কাঁদতে না হয় সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করবেন। বিশেষ করে অপরিচিত স্থানে ঘুরতে যাওয়ার আগে সতর্কতা অবলম্বনসহ প্লেইসটির নিরাপদ পরিবেশ সম্পর্কে রিসার্চ করে নিন। এছাড়া ভ্রমণকালীন সময়ে যাতায়াত করার ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বন করুন। মনে রাখবেন সবকিছুর আগে নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া উচিত। 


কমন রুলস মানুন

প্রতিটি পর্যটন এলাকার কিছু কমন রুলস থাকে। যেমন যেখানে সেখানে ময়লা না ফেলা, স্থানে স্থানে বসানো পোস্টারের নির্দেশ মেনে চলা, টিকিট কাটার ব্যবস্থা থাকলে প্রবেশ করার আগে টিকিট কেটে নেওয়া…! সুতরাং আপনি যদি নতুন ট্যুরিস্ট হোন তবে ভ্রমণ টিপস হিসেবে এসব কমন রুলস সম্পর্কে জানুন এবং তা মেনে চলার চেষ্টা করুন। কারণ নিয়মতান্ত্রিকতা আমাদের আনন্দকে অর্থপূর্ণ করে তোলে। 


অর্গানিক ফুড গ্রহণ করুন

বেশিরভাগ পর্যটন এলাকার কিছু ঐতিহ্যবাহী খাবার থাকে। দেশের বাইরে কিংবা দেশের ভেতরে ঘুরতে গেলে সবসময় সেই পর্যটন এলাকার অর্গানিক ফুড টেস্ট করার চেষ্টা করুন। খাবারে যারা একঘেয়েমি পছন্দ করেন না তাদের জন্যে এসব ঐতিহ্যবাহী ফুড হতে পারে ভ্রমণকালীন সময়ের পারফেক্ট সুযোগ। এছাড়াও সম্ভব হলে সেখানকার শুকনো খাবার কিংবা নষ্ট হবে না এমন ফুড কালেক্ট করে নিয়ে আসুন। আশা করি এই ভ্রমণ টিপস খাবার নিয়ে ফুডলাভারদের মনের দুঃখ কিছুটা হলেও কমাতে সাহায্য করবে। 


ইতি কথা

বিভিন্ন আনকমন কিংবা কমন ভ্রমণ টিপস নিয়ে সাজানো ছিলো আমাদের আজকের এই আয়োজন! আশা করি আপনার পরবর্তী ভ্রমণকে আরো উপভোগ্য করে তুলতে এই আর্টিকেলটি কিছুটা হলেও সাহায্য করবে। আজকের মতো আমরা এসএন টিপস কতৃপক্ষ বিদায় নিচ্ছি। ভালো থাকুন এবং পরবর্তী এসএন টিপসের যেকোনো ইনফরমেটিভ আয়োজনের সাথেই থাকুন।


Previous Post Next Post

{ads}