ইটালি ভাষা শিক্ষা বই: ইটালি ভাষা শিক্ষা বই
নতুন কোনো ভাষা শেখা কিন্তু চাট্টিখানি কথা নয়। তবে এমনও না যে বিষয়টি যথেষ্ট কঠিন। আপনি চাইলেই কিংবা নিজ থেকে ডেডিকেশন দিতে পারলে আপনারও থাকবে এই ইটালিয়ান ভাষার উপর চরম দখলদারিত্ব। আর এই ডেডিকেশনকে ব্যবহার করতে হবে সঠিক টেকনিক এবং সঠিক সেক্টরে। এক্ষেত্রে ইটালি ভাষা শিখতে বিভিন্ন টেকনিককে কাজে লাগাতে পারেন। যেমন ধরুন মোবাইল অ্যাপ ব্যবহার করে, ভিডিও কন্টেন্টের সাহায্য নেওয়া, টিউটোরিয়াল দেখা কিংবা বই পড়া।
যদিও বাংলাদেশের ভাষায় প্রকাশিত ইটালি ভাষা শিক্ষা বইয়ের সংখ্যা একেবারেই কম! তবে আজ আমরা এই ভাষা শিক্ষার বেশ কয়েকটি বাংলা এবং ইংরেজি বই সম্পর্কে আলোচনা করবো। সেই সাথে শেয়ার করবো এসব বই কিভাবে পড়বেন এবং পুরোটা দ্রুত সময়ে কিভাবে শেষ করবেন সে-সম্পর্কিত বিস্তারিত তথ্য। সুতরাং সাথেই থাকুন।
ইউরেকা: ইটালি ভাষা শিক্ষা বই
শুরুতেই বলেছিলাম ইটালি ভাষা শিক্ষার বই হিসাবে বাংলা ভার্সনের টিউটোরিয়াল বই খুব একটা পাওয়া যায় না। তবে যেক'টি পাওয়া যায় সে'কটির কোয়ালিটি কিন্তু অনেক হাই। সুতরাং নিরাশ হতে হবে না। যাইহোক, কোয়ালিটির দিক দিয়ে সেরা এমনই একটি বই নিয়ে আলোচনা করতে চলেছি এখন। বইটির নাম হলো "ইউরেকা: ইতালিয়া ভাষা শিক্ষা বই"। যেখানে দ্রুত এবং কম সময়ে ইটালি ভাষা শেখার টেকনিক, গাইডলাইন এবং লেসন সহজভাবে সাজানো-গোছানো আকারে দেওয়া আছে। মূলত পাঠকগণের উদ্দেশ্যে বইটি লিখেছেন মোতাহের হোসেন পন্ডিত।
আর যারা বইটি সরাসরি কিনে নিতে চান তাদের গুনতে হবে মাত্র ১৯০/- এবং বইটি আপনি যেকোনো লোকাল লাইব্রেরি কিংবা যেকোনো অনলাইন বুক শপ থেকে সহজেই কালেক্ট করে নিতে পারবেন। তবে আর দেরি কেনো? আজই বইটি সংগ্রহ করে ফলো করা শুরু করুন। প্রতিদিনের লেসন প্রতিদিন কমপ্লিট করার পাশাপাশি বারবার পূর্বের লেসনগুলিও প্র্যাকটিস করুন।
501 Italian Verbs: ইটালি ভাষা শিক্ষা বই
যারা ইরেজি ভার্সনের ইটালি ভাষা শিক্ষা বই খুঁজছেন তারা এই বইটি ট্রাই করতে পারেন। বইটি প্রকাশ করেছে বিখ্যাত প্রকাশনী সংস্থা ব্যারনস। বলে রাখা ভালো এটি একটি আন্তজার্তিক মানের বই। যা সাজানো হয়েছে ইটালি ভাষার বিভিন্ন ক্যাটাগরির verb নিয়ে। রেফারেন্সের সুবিধার জন্য এটিতে রঙিন পৃষ্ঠার বিভিন্ন ডিজাইন থাকছে। যা আপনাকে দ্রুত শিখতে বা মাথায় রাখতে সাহায্য করবে।
প্রতিটি ভার্বকে সাজানো হয়েছে বর্ণানুক্রমিকভাবে চার্ট আকারে ইংরেজি অনুবাদের সাথে। ফলে যারা ইংরেজি ভালো জানেন তাদের বইটির সাহায্য নিতে খুব একটা সমস্যা হবে না।
বইগুলি যেভাবে শেষ করবেন
- যেটি বুঝবেন না বা কঠিন মনে হবে সেটিতে বেশি বেশি ফোকাস করার চেষ্টা করুন। কঠিন শব্দগুলিকে অবসর সময়ে প্র্যাকটিস করার চেষ্টা করুন। আশা করি সহজ মনে হবে।
- চাপের মুখে, মার খেয়ে অপমানিত হওয়ার জন্য সময়ের কোনো বিকল্প নেই। মানে বলতে চাচ্ছিলাম সময়ের পড়া সময়ে শেষ করার চেষ্টা করুন। তাহলে আর পড়া জমে যাবে না এবং দিনশেষে দিশেহারা হতে হবে না।
- যে বইটি আপনি পড়ছেন সেই বইটি যদি আনন্দ, উত্তেজনা বা মুগ্ধতা এসবের মাঝে সংযোগ তৈরি করতে না পারে সেক্ষেত্রে সেই বইটি ইগনোর করুন। কারণ ভালো বই না হলে প্র্যাকটিস করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হবে।
- লেসন বাই লেসন শেষ করার চেষ্টা করুন। কারণ বইয়ের লেখকেরা সেভাবেই সাজিয়েছেন যেভাবে পড়লে ধাপে ধাপে আপনার পড়া দ্রুত শেষ হবে। সর্বোপরি নিরাশ না হয়ে চেষ্টা করতে থাকুন। দেখবেন একটি আপনিও ইটালি ভাষায় ন্যাচারালি এবং খুব দ্রুত কথা বলতে পারছেন, লিখতে পারছেন, বুঝতে পারছেন।
ইতি কথা
আমাদের আজকের আর্টিকেলে শেয়ার করা ইটালি ভাষা শিক্ষা বইগুলির যেকোনো পছন্দের একটি ট্রাই করতে ভুলবেন না কিন্তু। যাদের ইটালি ভাষা শেখাটা জরুরি এবং দীর্ঘমেয়াদী প্রয়োজনীয় স্কিল হিসাবে যারা ভাষাটিকে আয়ত্বে করতে চাচ্ছেন তারা উপরোক্ত বইগুলি ট্রাই করতে পারেন। আশা করি নিরাশ হতে হবে না। হ্যাপি লার্নিং!