ওয়েবসাইটের কাজ কি জেনে নিন
হ্যালো টেক লাভারেরা! চলে এলাম আরো একটি টেক রিলেটেড এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তবে তার আগে চলুন জেনে নেওয়া যাক আমাদের আজকের টপিকটি কি! আজ আমরা আলোচনা করবো ওয়েবসাইটের কাজ কি সে-সম্পর্কে।
ওয়েবসাইটের কাজ কি?
ওয়েবসাইট" শব্দটি আমরা কমবেশি সবাই শুনেছি। তবে আমরা কি সঠিকভাবে ওয়েবসাইটের মিনিং জানি? ওয়েবসাইট হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম। যেখানে ঘরে বসেই হাতে থাকা স্মার্টফোন, ট্যাব, পিসি কিংবা ল্যাপটপের সাহায্যে সরাসরি বিভিন্ন প্ল্যাটফর্মে অংশগ্রহণ করা যায়।
এই ফেইসবুকের কথায় ধরুন না! এটিও কিন্তু একটি ওয়েবসাইট। তবে আমরা যদি এটিকে সরাসরি অ্যাপ থেকেই ব্যবহার করে থাকি তবে এটি হবে একটি সফটওয়্যার ভিত্তিক ওয়েবসাইট। আবার আমরা যদি সাইটটিকে গুগলে সার্চ করে বের করে নিই এবং ব্যবহার করি, তবে সেটি হবে শুধুমাত্র ওয়েবসাইট।
আবার আপনি এখন এই লেখাটি যেখানে পড়ছেন বা উপভোগ করছেন সেটিও কিন্তু একটি ওয়েবসাইট। যেখানে বিভিন্ন ইনফরমেটিভ পোস্ট শেয়ার করা হয় এবং জানানো হয় বিভিন্ন সিক্রেট টিপস।
ওয়েবসাইট বিভিন্ন ধরণের হতে পারে। যা সাধারণত ডোমেইনের ধরণ কিংবা হোস্টিং এর ধরণের উপর নির্ভর করে। যদিও এটি বিশাল এক আলোচনার ব্যাপার। যা আমরা অন্য কোনো আর্টিকেলে বিস্তারিত আলোচনা করবো।
ওয়েবসাইটের প্রয়োজনীয়তা কি?
ওয়েবসাইট প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হলে একটা দিন ফেবু চালানো অফ রেখে দেখতে পারেন। মানুষের টেকভিত্তিক নির্ভরশীলতার পেছনে বিভিন্ন ওয়েবসাইট হাত রয়েছে।
গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলি আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। আজ আমরা ঘরে বসেই বিভিন্ন তথ্য এক ক্লিকে কালেক্ট করে নিতে পারি। আবার বিভিন্ন কাজ ঘরে বসেও সেরে নিতে পারি। অনেক সময় অনলাইন বিজনেস দাঁড় করাতেও প্রয়োজন পড়ে একটি প্রফেশনাল ওয়েবসাইটের। যা অডিয়েন্সের কাছে বিশ্বস্ত হতে শতভাগ কার্যকর ভুমিকা পালন করে।
আশা করি মানুষের জীবনে বিশেষ করে বর্তমানে গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলির প্রয়োজনীয়তা কতটুকু তা বুঝতে পেরেছেন। তবে আমাদেরই হাতের নাগালে বিভিন্ন ক্ষতিকর ওয়েবসাইট রয়েছে। যা থেকে আমাদের সবসময় বিরত থাকতে হবে। মনে রাখতে হবে হাতের কাছ ছুঁড়ি থাকা মানেই সেটি নিয়ে যে খেলতে হবে তা কিন্তু নয়!
ইতি কথা
তো কেমন লাগলো আমাদের আজকের এই ওয়েবসাইটের কাজ কি তার উত্তর দিয়ে সাজানো আর্টিকেলটি? আশা করি পুরো আর্টিকেলটি ভালোভাবে পড়ে বুঝতে পেরেছেন আসলে ওয়েবসাইটের কাজ কি! ধন্যবাদ আজকের মতো! পরবর্তী লেখায় আশা করি পাশে পাবো।