মাথানষ্ট কিছু মিনি ল্যাপটপের দাম এবং রিভিউ
সাশ্রয়ী প্রাইজে মিনি ল্যাপটপ মানেই একসাথে ঢিলে দুই পাখি মারা। একে তো পাচ্ছেন বেশ কম দামে ভালো প্রোডাক্ট! অন্যদিকে পাচ্ছেন বেশ কমফোর্ট জোনে এবং যেখানে সেখানে ব্যবহার করতে পারা মানসম্মত ল্যাপটপ ব্যবহারের সুযোগ। যারা এমন সুযোগকে কোনোভাবেই হাতছাড়া করতে চান না তাদের নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এই মিনি ল্যাপটপের দাম রিলেটেড আয়োজন।
Evoo mini laptop: ইভো মিনি ল্যাপটপের দাম
মাত্র ৪০০০ টাকায় যাদের মিনি ল্যাপটপের প্রয়োজন পড়ছে তাদের জন্যেই এই ল্যাপটপটি সেরা হবে বলে আমি মনে করি। মূলত এই ইভো মিনি ল্যাপটপের দাম মাত্র ৪০০০/-। এটির স্ক্রিন বেশ মানসম্মত। বিশেষ করে যারা সারাদিন গেমিং করার জন্যেই ল্যাপটপ কিনতে চাচ্ছেন তারা এটি ব্যবহার করতে পারেন।
ইভো মিনি ল্যাপটপের সুবিধা
- ইভো মিনি ল্যাপটপের উপরের ঢাকনা সাধারণত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়ে থাকে
- ল্যাপটপটির উপরের পার্টে সাদা রঙের সাহায্য "EVO" লেখা হয়েছে
- ১৯২০ এবং ১০৮০ এফএইচডির একটি চমৎকার এবং মানসম্মত ডিসপ্লে রয়েছে
- সাধারণত EVOO EG-LP6-BK-এর ডিসপ্লে একটি IPS (ইন-প্লেন সুইচিং) প্যানেল দিয়ে তৈরি
- ডিসপ্লে অফ-সেন্টার দেখার সময় স্ক্রিনের কোয়ালিটি প্রায় দেখার মতো
- ইভো মিনি ল্যাপটপের ওয়েবক্যামটি ভিডিও কনফারেন্স কলের জন্য খুবই ভালো কাজ করে
- ল্যাপটপটিতে একটি যান্ত্রিক ব্যাকলিট QWERTY কীবোর্ড রয়েছে
ইভো মিনি ল্যাপটপের অসুবিধা
- যেহেতু এই EVOO ল্যাপটপটি একটি গেমিং ল্যাপটপ সেহেতু এর স্টোরেজ কম রাখা হয়েছে
- EVOO ল্যাপটপ ব্র্যান্ড ল্যাপটপের বাজারে নতুন ব্র্যান্ড হওয়ায় খুব একটা জনপ্রিয়তা নেই
Asus mini laptop: অ্যাসাস মিনি ল্যাপটপের দাম
১১ ইঞ্চির এই সেরা অ্যাসাস মিনি ল্যাপটপটি পাবেন মাত্র ৫,৮০০ টাকায়। যেখানে পুরো ল্যাপটপ বাজার ভেসে যাচ্ছে কম দামে মিনি ল্যাপটপে জোয়ারে সেখানে আপনি কেনো সাশ্রয়ী বাজেটে মিনি ল্যাপটপ ব্যবহারের সুবিধা উপভোগ করবেন না? বলে রাখা ভালো এই মিনি ল্যাপটপটির পুরো বডি তৈরি করা হয়েছে উন্নতমানের প্লাস্টিকের সাহায্যে। এছাড়াও এর ভেতরে রয়েছে বেশ কিউট এবং ছোট্ট একটি ফ্যান।
অ্যাসাস মিনি ল্যাপটপের সুবিধা
- এই ল্যাপটপের কোয়ালাটির সাথে Chromebook বা Android হাইব্রিড ল্যাপটপের তুলনা করা যাবে সহজেই।
- এই ল্যাপটপটিকে মাস্টারপিস হিসাবে বাজারে ছাড়তে এতে যোগ করা হয়েছে এর নিজস্ব কিকস্ট্যান্ড এবং একটি স্টাইলাস।
- Asus Transformer Mini T102HA এর পিছনে প্লাস্টিকের পরিবর্তে অ্যালুমিনিয়ামের মসৃণ এবং আরামদায়ক কিকস্ট্যান্ড রয়েছে। যা ব্যবহার করে অনেক আরাম পাওয়া যাবে।
- ল্যাপটপটির কীবোর্ডের অংশটি অ্যালুমিনিয়ামের পরিবর্তে ফাইবারগ্লাস দিয়ে তৈরি করা হয়েছে। ফলে এটি ওজনে বেশ হালকা অনুভুত হবে।
- এই ল্যাপটপটি একদিকে যেমন হালকা ও বহনযোগ্য, অন্যদিকে ঠিক তেমনই যেকোনো কোণে এটিকে সহজেই ভাঁজ করা যাবে।
অ্যাসাস মিনি ল্যাপটপের অসুবিধা
- অ্যাসাস মিনি ল্যাপটপ অন্যান্য ল্যাপটপের তুলনায় কিছুটা স্লো চলে
- এই ল্যাপটপের ব্যাটারি ফুল চার্জ হতে কিছুটা বাড়তি সময় নিয়ে থাকে
- ল্যাপটপের কেবল কিছুটা ছোট মনে হতে পারে
Dell Mini Laptop: ডেল মিনি ল্যাপটপের দাম
মাত্র ৮,৫০০ টাকাতেই পাওয়া যাচ্ছে ডেল মিনি ল্যাপটপ। কি? অবাক হচ্ছেন? কেবল জানানোর খাতিরেই বলছি না, এই ল্যাপটপটি প্রাইজের দিক দিয়ে যেমন সাশ্রয়ী ঠিক তেমনই এর কোয়ালিটিও মোটেও এড়িয়ে চলার মতো নয়। বলে রাখা ভালো কম্পিউটার এবং গেমিং হার্ডওয়্যারের কভারেজের একটি পারফেক্ট কম্বিনেশন হলো এই ডেল মিনি ল্যাপটপ। যা বর্তমানে সারা পৃথিবীতে উচ্চ-রেজোলিউশন স্ক্রিন এবং HDMI আউটপুটের জন্যে বেশ জনপ্রিয়। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
ডেল মিনি ল্যাপটপের সুবিধা
- এই ল্যাপটপের ডিসপ্লেতে থাকা এজ-টু-এজ গ্লাসটি দেখতে খুব সুন্দর দেখায়।
- বলে রাখা ভালো ল্যাপটপটিতে optional TV tuner অপশন যোগ করা ছিলো বেশ ইউনিক আইডিয়া।
- ল্যাপটপটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর 1.6GHz clock speed।
- যারা বিভিন্ন অফিসিয়াল কাজ কেবল একটি মিনি ল্যাপটপের সাহায্যেই সেরে নিতে চান, তাদের জন্যে এই ডেল মিনি ল্যাপটপ হতে পারে পারফেক্ট সমাধান।
- এই মিনি ল্যাপটপটি যারা ব্যবহার করতে চান তারা ৫ ঘন্টা ৪০ মিনিট টানা ব্যবহার করতে পারবেন।
ডেল মিনি ল্যাপটপের অসুবিধা
- এই ডেল মিনি ল্যাপটপের দামটা অনেকের কাছে কিছুটা বেশি মনে হতে পারে
ইতি কথা
আশা করি এসব মিনি ল্যাপটপের দাম এবং সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। কোন ল্যাপটপটিকে আপনার সেরা মনে হয়েছে এবং কোন ল্যাপটপটি আপনার বাজেটের সাথে পুরোপুরি যায়, তা কমেন্টবক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আজ এতোটুকুই। পরবর্তীতে হাজির হবো যেকোনো টেক-রিলেটেড সেরা কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন।