ads

 মোবাইল দিয়ে টাকা ইনকাম করার ইউনিক আইডিয়া

মানুষের চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি বেড়ে যাচ্ছে সবকিছুর দাম। সেই সাথে প্রয়োজন বাড়ছে বাড়তি আয়ের। কেমন হয়, যদি আপনি নিজেই হাতের কাছে থাকা ফোনের সাহায্যে বাড়তি কিছু টাকা আয় করতে পারেন?


মোবাইল দিয়ে টাকা ইনকাম মোবাইল দিয়ে টাকা আয় করার উপায় কিভাবে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায় মোবাইল দিয়ে আউটসোর্সিং মোবাইল দিয়ে টাকা ইনকাম app.jpg


কেমন হয় যদি এই ফোনের সাহায্যেই স্টুডেন্ট লাইফের বোরিংনেস কাটিয়ে তৈরি করা যায় নির্দিষ্ট একটি এমাউন্ট? চলুন তবে আজ সে-সম্পর্কেই আলোচনা করা যাক। জেনে নেওয়া যাক মোবাইল দিয়ে টাকা ইনকাম করার ইউনিক কিছু আইডিয়া। 


ভিডিও দেখে মোবাইল দিয়ে টাকা ইনকাম

Swagbucks বা InboxDollars-এর মতো বেশকিছু অ্যাপের সাহায্যে বর্তমানে ভিডিও দেখেও টাকা আয় করা যায়। এক্ষেত্রে অ্যাপ নামিয়ে তাতে লগিং করে কাজ শুরু করতে হবে এবং উপার্জিত পয়েন্টকে কাজে লাগিয়ে ডলার সিস্টেমে পেমেন্ট কালেক্ট করতে হবে। 


এছাড়াও Netflixvideos কোম্পানিতে সরাসরি ভিডিও দেখার জব রয়েছে। যাতে আবেদন করে আপনিও কাজ শুরু করে দিতে পারেন। 


ছবি বা ভিডিওর মাধ্যমে মোবাইল দিয়ে টাকা ইনকাম

আপনি যদি ছবি বা ভিডিও তৈরি করতে পছন্দ করেনে সেক্ষেত্রেও রয়েছে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার মাথানষ্ট উপায়। এক্ষেত্রে Foap অ্যাপ ব্যবহার করে সেখানে রেকর্ড করা ছবি বা ভিডিও পাবলিশ করা যেতে পারে। 


যখন কেউ আপনার ছবি বা ভিডিও কিনবে তখনই আপনার একাউন্টে অর্থ জমা হতে শুরু করবে। এছাড়াও এই ধরণের ইনকাম সোর্সের জন্য Shutterstock এবং Dreamstime নামক অ্যাপগুলিও ব্যবহার করতে পারেন। 


নলেজ শেয়ার করে মোবাইল দিয়ে টাকা ইনকাম

JustAnswer-এর মতো অ্যাপগুলি ব্যবহার করে শুধুমাত্র নলেজ শেয়ার করেও আপনি আর্ন করতে পারেন। আর এভাবে আর্ন করতে হবে আপনার হাতে থাকা ফোনটাই যথেষ্ট। 


অ্যাপ বা কোম্পানিটি সাধারণত উচ্চ স্তরের জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের নলেজের জন্যই পে করে থাকে। বলে রাখা যথেষ্ট ভালো নলেজ থাকলে এই অ্যাপ আপনাকে মান্থলি ২০০০ ডলারও পে করতে রাজি হবে। 


কাস্টমার সার্ভিস এজেন্ট হয়ে মোবাইল দিয়ে টাকা ইনকাম

কাস্টমার সার্ভিস এজেন্ট হয়ে কাজ করতে গেলে হাতে থাকা ফোনটিই যথেষ্ট মাধ্যম হিসাবে কাজ করবে। এক্ষেত্রে সরাসরি কোনো একটি প্রতিষ্ঠানের সাথে আপনাকে যুক্ত হতে হবে। তবে আপনি যদি সরাসরি অফিসে গিয়ে কাজ করেন সেক্ষেত্রে প্রয়োজন পড়বে টেলিফোন, কম্পিউটার বা ল্যাপটপের। এই টেকনিকটি ট্রাই করতে পারেন কিন্তু। 


সিক্রেট শপার অ্যাপসের মাধ্যমে মোবাইল দিয়ে টাকা ইনকাম

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার অন্যতম সহজ উপায় হলো সিক্রেট শপার অ্যাপসের মাধ্যমে কাজ করা। মূলত ফিল্ড এজেন্ট বা গিগওয়াক-এর মতো অ্যাপ এই ধরণের প্রজেক্ট পরিচালনা করে থাকে। 


এরা বিভিন্ন গোপন শপিং টাস্কের আয়োজন করে। যা কমপ্লিট করতে পারলে পাওয়া যায় একটি নির্দিষ্ট পরিমাণের এমাউন্ট। এক্ষেত্রে এসব কাজ হতে পারে পিকচার তোলার কাজ কিংবা দাম চেক করাসহ অন্যান্য যেকোনো সহজ কাজ। 


গিগ অ্যাপস ব্যবহার করে মোবাইল দিয়ে টাকা ইনকাম

গিগ অ্যাপগুলিতে খাবার সরবরাহ, রাইড শেয়ারিং বা ফ্রিল্যান্সিংয়ের মতো বিভিন্ন ইজি কাজ থাকে। আপনার যদি হাতে বাড়তি সময় থাকে তবে এসব কাজ ট্রাই করে দেখতে পারেন। 


এসব কাজের ক্ষেত্রে নিজের প্রোফাইল পরিচালনা এবং কাস্টমারের সাথে ডিল করার ক্ষেত্রেই প্রয়োজন পড়ে ফোনে। এছাড়া গাড়ি, সাইকেল বা অন্যান্য সার্ভিস রিলেটেড জিনিসপত্রের প্রয়োজনীয়তা তো রয়েছেই। 


প্রোডাক্ট সেল করে মোবাইল দিয়ে টাকা ইনকাম

আপনি নিজে যদি ব্যবসা করেন বা আপনি যদি অন্যের প্রোডাক্ট সেল করে আয় করেন সেক্ষেত্রে মোবাইল ফোন হতে পারে আপনার প্রোডাক্ট সেলিং এর সেরা মাধ্যম। OfferUp এবং Facebook Marketplace এর মতো অ্যাপগুলি ব্যবহার করে সহজেই করা যাবে এসব মার্কেটিংয়ের কাজ। 


ইতি কথা

আশা করি আজকের আর্টিকেলে আলোচিত মোবাইল দিয়ে টাকা ইনকাম করার ইউনিক আইডিয়াগুলি আপনার কিছুটা হলেও ভালো লেগেছে। তবে আর দেরি করছেন কেনো? আজই শুরু করেন বাড়তি আয়ের এই মিশন। কাজ শিখে নেমে পড়ুন, পৃথিবীর আপডেটেড জব সেক্টর ফ্রিল্যান্সিংয়ে। 

Previous Post Next Post

{ads}