১০০% প্রমাণিত মোবাইল গরম না হওয়ার উপায়
আমরা যারা মোবাইল ব্যবহার করি তাদের ক্ষেত্রে মোবাইলের সবচেয়ে সাধারণ সমস্যাগুলির মধ্যে একটি হলো মোবাইল গরম হয়ে যাওয়া। এক্ষেত্রে আমরা অনেকেই বুঝতে পারি না কি কি করতে হবে বা কি করলে এই সমস্যা দূর হবে। এমন পরিস্থিতিকে বিদায় জানাতে চলুন জেনে নেওয়া যাক ১০০% প্রমাণিত মোবাইল গরম না হওয়ার উপায় সম্পর্কিত বেশকিছু টিপস।
১. অ্যাপ এবং সিস্টেম আপডেট রাখুন
আপনাকে মোবাইল গরম না হওয়ার উপায় হিসাবে মোবাইলে থাকা সমস্ত অ্যাপ বা সফটওয়্যার আপডেট করতে হবে। শুধুমাত্র মোবাইল গরম হয়ে যাওয়ার সমস্যা দূর করতেই নয়, বরং আপনার ফোনের কার্যকারিতা বাড়ানোর ক্ষেত্রেও অ্যাপ বা সিস্টেম সবসময় আপডেট রাখা জরুরি।
২. ফ্যাক্টরি রিসেট করুন
অনেকগুলি মোবাইল গরম না হওয়ার উপায় রয়েছে। তবে যে উপায়টি খুব একটা কেউ ফলো করে না সেটি হলো ফোনের ফ্যাক্টরি রিসেট করা। যা কিন্তু বেশ কাজে দেয়। এক্ষেত্রে ফোনের ফ্যাক্টরি রিসেট করার উদ্দেশ্যে নিচের স্টেগুলি ফলো করুন:
৩. পাওয়ার বোতাম টিপে মোবাইল বন্ধ করুন
- কয়েক সেকেন্ডের জন্য এবারে ভলিউম আপ + পাওয়ার বোতাম চেপে ধরে রাখুন
- একবার আপনি আপনার ফোনের স্ক্রিনে ব্র্যান্ডের লোগো দেখতে পেলে পাওয়ার কীটি ছেড়ে দিন
- রিকভারি মোড আসার পরে ভলিউম আপ বোতামটি ছেড়ে দিন
- সবশেষে শো করা ফ্যাক্টরি রিসেট/ওয়াইপডেটা বোতাম চাপলেই সমস্যার সমাধান হয়ে যাবে
বি: দ্র: মনে রাখবেন মোবাইল ফোনের ফ্যাক্টরি রিসেট করলে কিন্তু ফোনের সকল তথ্য মুছে যায়।
৪. ফোনের অতিরিক্ত ব্যবহার বন্ধ করুন
মনে রাখবেন সকল মোবাইল গরম না হওয়ার উপায় ফলো করলেও ততক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি ফোনের অতিরিক্ত ব্যবহার বন্ধ করেন।
যদিও বেশিরভাগ ব্র্যান্ড বর্তমান ব্যবহারকারীদের প্রয়োজনের কথা মাথায় রেখে তাদের ডিভাইস ডিজাইন করে থাকে এবং ব্যাটারি লাইফ বৃদ্ধি করে থাকে! তবুও মোবাইল ফোন যেহেতু প্রযুক্তিগত একটি আইটেম সেহেতু এটি যত কম ব্যবহার করা যায় ততই ভালো।
৫. মোবাইলে মাল্টি-প্রসেসিং করবেন না
মোবাইল গরম না হওয়ার উপায় হিসাবে আপনাকে ফোনে মাল্টি-প্রসেসিং করা বন্ধ করতে হবে। কারণ মাল্টি-প্রসেসিং হলো ফোনের অতিরিক্ত গরম হওয়ার আরেকটি মূল কারণ।
এক্ষেত্রে হয়তো….আপনি একটি গেম ডাউনলোড করছেন এবং একই সাথে একটি ভিডিও দেখছেন! ফলে আপনার ডিভাইস কাজের গতি হারিয়ে ওভারহিটিংজনিত সমস্যায় পড়বে। সুতরাং আজ থেকেই মোবাইলে মাল্টি-প্রসেসিং করা বন্ধ করুন।
৬. ফোনকে সূর্যের আলো থেকে দূরে রাখুন
মোবাইল গরম না হওয়ার উপায় খুঁজে গুগল চষে বেড়ানোর পূর্বে কিন্তু এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। বিষয়টা কিছুটা সাধারণ জ্ঞানের মতো। কারণ ফোনকে সূর্যের আলো থেকে দূরে রাখা মানেই ফোনটিকে সরাসরি ক্ষতিকর রশ্মি থেকে নিরাপদে রাখা।
মনে রাখবেন অনেক সময় সূর্যের গরম রশ্মির সাথে সরাসরি যোগাযোগের ফলে ফোন গরম হয়ে যায়। সুতরাং ফোনকে যতটা সম্ভব সূর্যের আলো থেকে দূরে রাখুন।
৭. ব্যাটারিকে চাপমুক্ত রাখুন
মনে রাখবেন ব্যাটারিতে যত বেশি চাপ পড়বে ফোন তত বেশি উত্তপ্ত হবে। সুতরাং মোবাইল গরম না হওয়ার উপায় হিসাবে আপনাকে সবসময় ফোনের ব্যাটারিকে চাপমুক্ত রাখার চেষ্টা করতে হবে।
এক্ষেত্রে চলে না বা ব্যবহার করেন না এমন অ্যাপ রিমুভ করে দিন, আপডেট না থাকা অ্যাপগুলিকে আপডেট করে নিন, ফোন অতিরিক্ত হারে ব্যবহার করা বন্ধ করে দিন, চার্জ করার সময় ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন, অতিরিক্ত গরম হওয়া ফোন ঠিক রাখতে ফোনের ব্রাইটনেস কমিয়ে দিন, চার্জিং সবসময় ৪০% থেকে ৮০% এর ভেতরে রাখুন।
৮. ফোন কেস সরিয়ে ফোন ব্যবহার করুন
আরেকটি জনপ্রিয় এবং শতভাগ কার্যকর মোবাইল গরম না হওয়ার উপায় হলো ফোন কেস সরিয়ে ফোন ব্যবহার করা।
কখনও কখনও, আপনার ফোনেরও শ্বাস নিয়ে বাঁচতে ইচ্ছে করে….হি হি! যদিও বিষয়টা মজা করে বললাম! তবে এতে কোনো ভুল তথ্য নেই৷ যাইহোক! সুতরাং ফোনের কেসটিকে বা কাভারটিকে সরিয়ে আপনি ফোনটিকে দ্রুত ঠান্ডা হতে সাহায্য করতে পারেন।
৯. গেম খেলা কমিয়ে দিন
আপনি যদি ঘণ্টার পর ঘণ্টা PUBG এবং Fortnite-এর মতো গ্রাফিক-সমৃদ্ধ গেম খেলেন, তাহলে আপনার ফোন তাড়াতাড়ি ওভারহিটিং সমস্যার মুখোমুখি হবে। পাশাপাশি এসব গেম ব্যাটারি লাইফকে প্রভাবিত করে এবং ফোনের অতিরিক্ত গরম হয়ে উঠার কারণ হিসাবেও কাজ করে।
১০. এয়ারপ্লেন মোড চালু রাখুন
মোবাইল গরম না হওয়ার উপায় হিসাবে ফোনকে সবসময় বিশেষ করে যখন ফোন ব্যবহার করবেন না তখন এয়ারপ্লেন মোড চালু করে রাখতে পারেন। এতে করে ফোন খুব একটা গরম হওয়ার চান্স পাবে না।
ইতি কথা
আশা করি আজকে আলোচিত ১০০% প্রমাণিত মোবাইল গরম না হওয়ার উপায়গুলিই মোবাইল ওভারহিটিং সমস্যা দূর করার ক্ষেত্রে যথেষ্ট হবে। একটি টিপস কাজে না আসলে অন্য আরেকটি টিপস ট্রাই করবেন। আমি শতভাগ আশাবাদী যে, যেকোনো একটি টিপসেই ফোন ঠিক হয়ে যাবে। যাইহোক! ভালো থাকুন এবং সুস্থ থাকুন। হ্যাপি টিপস শেয়ারিং!