ads

 ১৪ বছর বয়সী বিস্ময়কর কাইরান কাজী যোগ দিয়েছে স্পেস এক্স কোম্পানিতে

সম্প্রতি ইলন মাস্ক সর্বকনিষ্ঠ স্পেস এক্স ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়েছেন তার কোম্পানিতে। যার নাম কাইরন কাজী (Kairan Quazi)। বর্তমানে সে, সর্বকনিষ্ঠ স্পেস এক্স ইঞ্জিনিয়ার। কাইরন তার লিঙ্কডইন অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রামে এই কথা শেয়ার করে নিজেই সকলকে জানিয়েছেন।

এক বিস্ময়কর কিশোর মৌলভীবাজারের ছেলে কাইরান কাজী ১৪ বছরেই স্পেসএক্সে চাকরি, কে এই কাইরান কাজী? স্পেসএক্সে যোগ দিলো বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর কাইরান.jpg

জানা যায় কাজী মাত্র ১১ বছর বয়সে কম্পিউটার সাইন্স এবং ইঞ্জিনিয়ারিং অধ্যায়ন শুরু করে এবং এই মাসেই সে শান্তা ক্লারা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করতে চলেছে। 


কে এই কাইরান কাজী?

কাইরান কাজী শৈশব থেকে একজন মেধাবী ছাত্র ছিলেন। প্রতিটি নতুন জিনিস সম্পর্কে জানতে চাইতেন খুবই। বলে রাখা ভালো তিনি মাত্র দু বছর বয়সেই কথাও বলতে শুরু করেন। সেই সুবাদে এবং নিজের ব্রেইনকে খাটিযে অল্প বয়সেই তিনি একাধিক বিষয়ে জ্ঞান অর্জন করে ফেলেন। 


সবাই অবাক হয়, তখনই যখন তৃতীয় শ্রেণীতে পড়াকালীন তিনি অনায়াসেই তার হোমওয়ার্ক করে ফেলতেন। সেই প্রতিভা দেখে তার পিতামাতা তাকে কমিউনিটি কলেজে ভর্তি করে দেন এবং বর্তমানে সে সর্বকনিষ্ঠ স্পেসএক্স ইঞ্জিনিয়ার হিসেবে তার কর্মজীবন শুরু করতে চলেছে।


প্রসঙ্গত, অবসর সময়ে কাজী ইতিহাস সম্পর্কিত গেম খেলন। তিনি জনপ্রিয় লেখক ফিলিপ কে ডিকের কল্পবিজ্ঞানের বই পড়তেও বেশ পছন্দ করেন। এছাড়াও, তিনি সাংবাদিক মাইকেল লুইসকে অনুসরণ করেন, যিনি ফিনান্সিয়াল ক্রাইসিস ও বিহেভিয়ার ফাইন্যান্স সম্পর্কে লিখে থাকেন।


কাইরান কাজী, গত বছর ব্ল্যাকবার্ড ডট এআই নামের এক সাইবার ইন্টেলিজেন্স ফার্মে চার মাস মেশিন লার্নিংয়ের ইন্টার্ন হিসেবে কাজ করে। সেখানে সে সোশাল মিডিয়ার আধেয়গুলি ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে কি না, তা শনাক্ত করার জন্য পরিসংখ্যানগত পদ্ধতি তৈরি করে।


মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমকে কাইরান কাজী জানিয়েছে, তার কখনোই মনে হয়নি যে সে শৈশব থেকে বঞ্চিত হয়েছে।


যারা এই চাকরি সম্পর্কে জানতে চান তাদের বলে রাখা ভালো স্পেস এক্সে চাকরি পেতে যেকোনো ব্যাক্তিকে একটি কঠিন অথচ মজাদার ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। যাইহোক! বর্তমানে ওই কিশোর স্পেস এক্স-এর মঙ্গলে মানুষ পাঠানোর লক্ষ্য পূরণে সাহায্য করবে বলে জানা গিয়েছে।


সূত্র: নিউইয়র্ক পোস্ট, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, এই সময়, টেক টাইমস, মিন্ট, নিউজ এইটটিন

Previous Post Next Post

{ads}