অবশেষে অক্সিজেন ফুরিয়ে গেলেও পাওয়া গেলো না ৫ এডভেঞ্চার-প্রেমীর
এতোদিন হয়তো আমরা ১২ হাজার ফুট উচ্চতায় অভিযাত্রীদের নিখোঁজ হবার খবর বা গল্প শুনতাম। তবে বিশ্বাস হতো না। যাইহোক! আজ এমনই একটি করুন ঘটনা ঘটেছে। বর্তমানে টাইটান নামের ছোট্ট একটা সাবমেরিন ১২ হাজার ফুট পানির নিচে নিখোঁজ রয়েছে!
জানা যায় ৫ জন এডভেঞ্চার-প্রেমী কোটি কোটি টাকা খরচ করে শত বছর আগে ডুবে যাওয়া টাইটানিক দেখতে এই এক্সট্রিম এডভেঞ্চার শুরু করলেও টাইটানিককের খোঁজ পায়নি।
৫ জন অভিযাত্রীদের বহন করা সেই ছোট্ট সাবমেরিনের খোজে আদা জল খেয়ে নেমেছে মার্কিন আর কানাডার বিভিন্ন রেস্কুউ টিম। তবে অক্সিজেন ফুরিয়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে সবাই মারা গেছে।
বলে রাখা ভালো ১০০ বছর আগে তলিয়ে গিয়েছিল টাইটানিক। কিন্তু, আজও এই নিয়ে সাধারণ মানুষের মনে অগাধ প্রশ্ন এবং প্রচুর আগ্রহ। যারই দরুণ অনেকেই মোটা টাকা খরচ করে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে চায়।
এমনটা করার সিদ্ধান্তও নেই ৫ জন। কিন্তু, ফের বিপত্তি বাঁধে এবং অবশেষে জীবন হুমকির মুখে পড়ে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয়ে গিয়েছে আস্ত একটি সাবমেরিন বা ডুবোজাহাজ। ২৪ ঘণ্টা ধরে তারা সকলেই এমনকি পুরো জাহাজটিই নিখোঁজ। এই সাবমেরিনে থাকা পাঁচ জন যাত্রীর মধ্য একজন হলেন ব্রিটিশ ধনকুবের হ্যামিশ হার্ডিং।