মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও বানানোর উপায়
আজকাল অনেকেই ইউটিউবার হতে চায়। তবে ভালো ক্যামেরা না থাকার কারণে কাজ শুরু করতে পারে না। কিন্তু আপনি কি জানেন, হাতের কাছে থাকা ফোনের সাহায্য নিয়েই ইউটিউব ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে? এক্ষেত্রে আপনাকে জেনে নিতে হবে মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও বানানোর উপায়। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
১. স্থির রাখুন: মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও বানানোর উপায়
সুন্দর এবং ভালো ভিডিও পেতে হলে ডিভাইসকে সবসময় স্থির রাখতে হবে। সুতরাং টেবিল বা অন্যকিছুর সাথে ফোনটিকে স্থির রাখুন। যাদের বাজেট আছে তারা ক্যামেরা স্ট্যান্ড কিনে নিতে পারেন। সাইজভেদে এসব স্ট্যান্ড ২০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকার ভেতর পাবেন।
২. শুনে দেখুন: মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও বানানোর উপায়
আপনার মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করার পূর্বে আপনি কিছু বলুন এবং রেকর্ড করুন। এই রেকর্ড করা ভিডিওটি আপনাকে আপনার ফোনের বর্তমান রেকর্ডিং পরিস্থিতি বুঝতে সাহায্য করবে। বিষয়টা কিছুটা মাইক টেষ্টের মতো।
৩. ল্যান্ডস্কেপ ব্যবহার: মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও বানানোর উপায়
সোজাসুজিভাবে বা উল্টোভাবে ফোনকে ঘুরিয়ে আপনি যদি কোনো ভিডিও রেকর্ড করে সেক্ষেত্রে তাতে ইউটিউব আপলোড করার সময় দু'পাশে কালো বর্ডার চলে আসবে। যা ভিডিও কোয়ালিটিকে নষ্ট করে দেবে। সুতরাং পোর্ট্রেট' শটে ভিডিও না করে ল্যান্ডস্কেপ শটে ভিডিও রেকর্ড করু।
৪. FilmoraGo ব্যবহার: মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও বানানোর উপায়
ভিডিও রেকর্ড করা শেষ হলে FilmoraGo ব্যবহার করে ভিডিও এডিট করে নিন। FilmoraGo বর্তমানে অ্যাপ আকারে প্লে স্টোরে ফ্রিতেই পাওয়া যাবে। ফিল্টার, সাউন্ড এডিট, মিউজক এডিটসহ বিভিন্ন ফিচার পেয়ে যাবেন এই FilmoraGo অ্যাপে।
৫. বাড়তি আলো: মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও বানানোর উপায়
ভিডিও রেকর্ড করার সময় বাড়তি আলো আছে কিনা নিশ্চিত করুন। সবচেয়ে বেশি ভালো হয় সরাসরি সূর্যের আলোর নিচে ভিডিও করতে পারলে। এতে করে ভিডিও কোয়ালিটি অনেকাংশে বেড়ে যায়। আর হ্যাঁ! যাদের ইচ্ছে হয় বা পরিবেশের সাথে খাটে তারা মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করতে পারেন।
৬. ওয়াইড-এঙ্গেল মোড: মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও বানানোর উপায়
ওয়াইড-এঙ্গেল মোড ব্যবহার করুন। যদিও এটি সব ফোনে থাকে না। তবে যদি থাকে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর এই মোড ব্যবহার করার পূর্বে নিশ্চিত করুন আপনি নিজের ফেইসের সাহায্যে কোনো ভিডিও শ্যুট করছেন কিনা। কারণ নিজের ফেইস দেখিয়ে ভিডিও শ্যুট করলে এই মোডের প্রয়োজন পড়বে। অন্যথায় ইগনোর করুন।
মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
- সর্বপ্রথমে ইউটিউব অ্যাপ ডাউনলোড করুন
- ইউটিউব অ্যাপে প্রবেশ করুন
- এবারে টপ মেন্যুর একবারে উপরে ডানপাশ থেকে প্রোফাইল পিকচারে ক্লিক করুন
- এরপর মাই চ্যানেল এই লেখাটিতে ক্লিক করতে হবে
- এবারে আপনার পছন্দমতো চ্যানেলের নাম দিয়ে ক্রিয়েট চ্যানেলে চাপতে হবে
আপনার মোবাইলে একটি ইউটিউব চ্যানেল থাকার পরেও যদি আরেকটি চ্যানেল ওপেন করতে চান সেক্ষেত্রে:
- https://www.youtube.com/account লিংকে প্রবেশ করুন।
- একদম উপরে থাকা থ্রিডট মেন্যু থেকে ডেস্কটপ মুড চালু করুন।
- সাইন না থাকলে জিমেইল অ্যাকাউন্টে সাইন করে নিন।
- অ্যাড অথবা ম্যানেজ ইউর চ্যানেল লিংক সিলেক্ট করুন।
- ক্রিয়েট চ্যানেল লিংক সিলেক্ট করে নিন।
- ঠিক করে রাখা চ্যানেলের নাম লিখে ক্রিয়েটে চাপলেই হয়ে যাবে আপনার নতুন ইউটিউব চ্যানেল।
ইতি কথা
এই ট্রেন্ডের যুগে সবসময় ট্রেন্ডি কন্টেন্ট বানানোর চেষ্টা করুন। তাহলে সবসময়ই চ্যানেলে ভিজিটর থাকবে। আর হ্যাঁ! মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও বানানোর উপায় হিসাবে উপরোক্ত টিপসগুলি ফলো করতে পারেন। দেখবেন আপনার ভিডিও কোয়ালিটি অনেকগুণ বেড়ে গেছে।