ঘরে বসে এসইও করে আয় করার নিয়ম এবং বিস্তারিত তথ্য
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (SEO) হল গুগলের মত সার্চ ইঞ্জিনে একটি ওয়েবসাইটকে উচ্চতর র্যাঙ্ক করার একটি অপ্টিমাইজ প্রক্রিয়া। এটি ডিজিটাল মার্কেটিং-এর একটি গুরুত্বপূর্ণ দিক যা আপনাকে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে এবং অনলাইনে ওয়েবসাইটের উপস্থিতি বাড়াতে সাহায্য করে।
বর্তমানে ঘরে বসে এসইও শিখে খুব সহজেই অর্থ উপার্জন করা যায়. এই আর্টিকেলের মাধ্যমে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান সম্পর্কে কিছুটা জানানোর চেষ্টা করবো, যা দিয়ে ঘরে বসে অনায়েসে অর্থ উপার্জন করা যায়।
সূচিপত্র
এসইও কি?
এসইও কত প্রকার?
এসইও কেনো করে?
এসইও কোর্সে কি কি শেখানো হয়?
মোবাইল দিয়ে এসইও করা যাবে?
এসইও শিখতে কতদিন লাগবে?
এসইও করে মাসে কত টাকা আয় করা যায়?
এসইও কোর্স করে কোথায় কাজ পাওয়া যায়?
এসইও কি?
সোজা বাংলায় এসইও বলতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে বোঝানো হয়ে থাকে। আর যদি জানতে চান এসইও আর্নিং সিস্টেম কি সেক্ষেত্রে বলবো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বিভিন্ন শর্ত নিয়ে কাজ করে আর্ন করাকেই এসইও আর্নিং সিস্টেম বলা হয়ে থাকে।
এসইও কত প্রকার?
প্রকারভেদের দিক দিয়ে এসইওকে আমরা ২ ভাগে ভাগ করতে পারি। তবে ধরণের দিক দিয়ে এসইও বিভিন্ন ধরণের হতে পারে। বিশেষ করে প্ল্যাটফর্মের দিক দিয়ে এসইওকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যাইহোক! প্রকারভেদের দিক দিয়ে এসইও ২ প্রকার:
১. অনপেইজ এসইও
২. এবং অফপেইজ এসইও
অনপেইজ এসইও
এক্ষেত্রে সরাসরি কন্টেন্টের উপর এসইওয়ের কাজ করাকে অনপেইজ এসইও বলা হয়ে থাকে। এই সেক্টরে সাধারণত কন্টেন্টে সবচেয়ে বেশি ফোকাস করতে হয়। মোট কথা পুরো ওয়েব পেইজের এসইও নিশ্চিত করার প্রসেসকে অনপেইজ এসইও বলে।
অফপেইজ এসইও
অন্যদিকে ওয়েব কন্টেন্টে ফোকাস করা ছাড়া ভিজিটর গেইন করার উদ্দেশ্যে লিংক বিল্ডিং করা, সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং চালানো ইত্যাদি কাজকে অনপেইজ এসইওয়ের সেক্টরে ফেলা যায়।
বি: দ্র: অনপেইজ এবং অফপেইজ এসইও ছাড়াও আরো এক ধরণের এসইও নিয়ে অনেকেই কাজ করে। যাকে টেক দুনিয়ায় লোকাল এসইও বলে। এই লোকাল এসইও বিভিন্ন অফলাইন মার্কেটিংয়ের কাজে ব্যবহৃত হয়ে থাকে।
এসইও কেনো করে?
এসইও করার মূল উদ্দেশ্য হলো ভিজিটর তৈরি করা বা অডিয়েন্স জেনারেট করা। এক্ষেত্রে অনেকেই পুরো মার্কেটিং নিজেই কভার ক্ষেত্রে বিপাকে পড়ে। একাই সবদিকটা সামলে উঠতে না পেরে তারা বিভিন্ন মার্কেটপ্লেস থেকে এক্সপার্ট হায়ার করে কাজ করিয়ে নেয়।
যেহেতু অনলাইন মার্কেটিং সেক্টরে এসইওকে বেশ গুরুত্বের সাথে নেওয়া হয় সেহেতু অনেকে মার্কেটার এসইও এক্সপার্টের সার্ভিস নিতে বাধ্য হয়। সেক্ষেত্রে প্রয়োজন পড়ে এসইও প্রসেসের এবং এসইও এক্সপার্টের। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
এসইও কোর্সে কি কি শেখানো হয়?
এবার আসি আজকের আর্টিকেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এসইও কোর্সের স্ট্র্যাটিজির ব্যাপারে। আপনি যদি এসইও শিখে আর্নিং করতে চান বা এসইও কোর্স করতে চান সেক্ষেত্রে আপনাকে আগে থেকেই জানতে হবে এই কোর্সে কি কি পয়েন্ট আপনার ক্লিয়ার করা উচিত:
কিওয়ার্ড রিসার্চ
আপনার ব্যবসার সাথে প্রাসঙ্গিক শব্দ এবং বাক্যাংশের ডিজিটাল ভার্সন হলো এই কিওয়ার্ড। যদি এসব কিওয়ার্ড আপনাকে রিসার্চ করতে হয় সেক্ষেত্রে সম্পর্কিত সকল প্রসেসকে একসাথে বলা হবে কিওয়ার্ড রিসার্চ। সার্চ ইঞ্জিনকে অপটিমাইজড করতে হলে এই কিওয়ার্ড বেশ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। সুতরাং প্রতিটি এসইও কোর্সে এই স্টেপটি শেখানো বাধ্যতামূলক দায়িত্ব।
কন্টেন্ট মার্কেটিং
অনেক সময় কন্টেন্ট মার্কেটিং করার জন্যেও ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে পারে। যা এসইওয়ের কাজের মধ্যেই পড়ে। মনে রাখবেন যেকোনো প্ল্যাটফর্মের সার্চের ফলাফলে উচ্চ র্যাঙ্কিং করার চাবিকাঠি হলো একই বিষয়ে অনেক পৃষ্ঠা তৈরি করা এবং তার মার্কেটিং করা।
অনপেইজ এসইও
এই বিষয়টি সম্পর্কে শুরুতেই আমরা প্রাথমিক ধারণা দিয়েছি। সুতরাং বুঝতেই পারছেন এটিও এসইও কোর্সে থাকা আবশ্যক একটি স্ট্র্যাটিজি। বিভিন্ন এসইও কোর্সে এই সেক্টরের লেসন হিসাবে থাকবে Ahrefs Webmaster Tools সহ গুরুত্বপূর্ণ টুলসগুলির ব্যবহার এবং কোনো পেইজকে কিভাবে এসইও অপটিমাইজড করে আপলোড করতে হয় তার সঠিক স্টেপ।
লিংক বিল্ডিং
লিংক বিল্ডিংয়ের কাজ মূলত অফ পেইজ সেক্টরের কাজের আন্ডারে পারে। এই স্টেপটি ছাড়া এসইও কোর্সের কথা কল্পনাও করা যায় না। ডোমেন রেটিং (DR) দেখে কোয়ালিটিফুল সাইটে নিজের সাইটের লিংক রাখার ব্যবস্থা করাই হলো এই স্টেপের মূল কাজ।
বিভিন্ন মার্কেটপ্লেস
সবশেষে যেকোনো এসইও কোর্সে আপনাকে শেখানো হবে বিভিন্ন মার্কেটপ্লেসে নিজের প্রোফাইল করার টেকনিক এবং তার সাহায্যে কাজ পাওয়ার বিভিন্ন টিপস। আপনি চাইলে কোনো মার্কেটপ্লেসে কাজ না করে নিজের মার্কেটিংয়ের ক্ষেত্রেও এই এসইও ব্যবহার করতে পারেন৷ তবে যাদের মার্কেটপ্লেসে কাজ করার ইচ্ছে আছে তাদের ক্ষেত্রে এসইও কোর্সের এই অংশটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ কাজ পাওয়ার উপায় না জেনে কাজ শিখে বসে থাকার মতো দূর্ভাগ্য আর কোনোটিই হয় না!
মোবাইল দিয়ে এসইও করা যাবে?
মোবাইল দিয়ে এসইওয়ের কাজ করা যাবে! তবে তা সম্পূর্ণরূপে করা সম্ভব হবে না। কারণ মোবাইলের সাহায্যে এসইওয়ের মাত্র ৩০/৪০% কাজ করা যায়। যাইহোক! আমরা অনেকেই জানি এসইওতে কন্টেন্ট রাইটিং বা অপটিমাইজিং বেশ গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আপনি চাইলে এই কাজটি মোবাইলের সাহায্যেই করে নিতে পারেন।
মোবাইল গুগল ড্রাইভ অ্যাপ ডাউনলোড করে এবং ডক ফাইল ব্যবহার করে সহজেই এই কাজটি করা যাবে। এছাড়াও এসইও সেক্টরের অন্যান্য নির্দিষ্ট কিছু কাজ সহজেই মোবাইলের সাহায্য করা যাবে। তবে পিসি বা ল্যাপটপের ব্যবস্থা করাই হবে হবু প্রফেশনাল এসইও এক্সপার্টের সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত।
এসইও শিখতে কতদিন লাগবে?
সাধারণত এসইও কোর্সগুলিকে ২/৩ মাস রুটিনে সাজানো হয়ে থাকে। তবে আপনি চাইলে এর চাইতে বেশি সময় নিতে পারেন। আবার দ্রুত ক্যাচ করতে পারলে এর চাইতে কম সময়ও লাগতে পারে।
যদিও অফলাইন কোর্সে এনরোল করলে কোর্স আউটলাইনের সময় অনুযায়ী আপনাকে এসইও শেখার ধাপগুলি পেরুতে হবে। তবে আপনি যদি অনলাইনের কোর্স করেন, বিশেষ করে আগে থেকেই তৈরি করা ভিডিও টিউটোরিয়ালের সাহায্য নেন, সেক্ষেত্রে নিজের ইচ্ছেমতো সময়সীমার মাঝে শেখার বিষয়টি নিশ্চিত করতে পারেন৷
মনে রাখবেন, যে বিষয়টিকে আপনি খুঁটিয়ে খুঁটিয়ে শিখবেন এবং যথেষ্ট সময় নিবেন সেই বিষয়টির উপর আপনার দখলদারিত্ব আরো শক্ত হবে। সুতরাং সময় নিন! নিজেকে প্রফেশনাল একজন এসইও এক্সপার্ট হিসাবে তৈরি করার ক্ষেত্রে ফোকাস করুন এবং সবশেষে মার্কেটপ্লেসে নেমে দ্রুত প্রজেক্ট পাওয়ার সুবিধা ভোগ করুন৷
এসইও করে মাসে কত টাকা আয় করা যায়?
এসইও করে মাসে কত টাকা আয় করা যায় তা নির্দিষ্ট করে বলা যায় না। কারণ এই সেক্টরে বিভিন্ন সাব-সেক্টরের কাজ থাকে। এসব কাজের প্রাইজিং থাকে বিভিন্ন ক্যাটাগরির। তবে অনেকেই মান্থলি ৩০/৪০ হাজার টাকায় রিমোটলি এসইও এক্সপার্ট হায়ার করে থাকে৷ আবার যারা বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করে, তারা ছোট ছোট এসইওর সাবসেক্টরের কাজ করে মান্থলি ২০/৩০ হাজার টাকা আর্ন করার সুযোগ পেয়ে থাকে।
এসইও কোর্স করে কোথায় কাজ পাওয়া যায়?
আপওয়ার্কের বিভিন্ন জব-পোষ্টে আবেদন করে এসইওয়ের কাজ পাওয়া যায়
অফলাইনে নির্দিষ্ট পদে আবেদন করে বিভিন্ন কোম্পানিতে এই সেক্টরে কাজ করার সুযোগ লাভ করা যায়
ফাইভারে বিভিন্ন জব পোস্টে রিকুয়েষ্ট পাঠিয়ে বা সরাসরি ক্লায়েন্টের কাছ থেকে কাজের অফার পেয়ে এসইও প্রজেক্টে কাজ করা যায়
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রিলেটেড প্রফেশনাল প্রোফাইল থাকলেও এসইওয়ের কাজ সহজেই পাওয়া যায়
ইতি কথা
এসইও কি এবং কিভাবে এসইও শিখে আর্ন করবেন সে-সম্পর্কে তো জানলেন! এবারে কাজ শিখে নেমে পড়ার পালা। আশা করি সাম্প্রতিক এক টেক দুনিয়া আপনার ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব রাখতে বাধ্য হবে। আমাদের আজকের আর্টিকেল এতোটুকু পর্যন্তই। পরবর্তী যেকোনো গাইডলাইন-ভিত্তিক আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন৷