ads

 ঘরে বসে মোবাইলের কভার বানানোর উপায়: মোবাইল কভার ডিজাইন

এই আধুনিক যুগে এসে আপনার ফোন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বেস্ট ফ্রেন্ড হিসাবে বিবেচিত হয়ে থাকে। সেই সুবাদে আজকাল অনেকেই সিলিকন কেস, মসৃণ চামড়ার, বা বড় ধরণের ফোন কেস ব্যবহার করে থাকে। এক্ষেত্রে এক একটি ফোন কেস হয়ে উঠে এক একজন ব্যবহারকারীর ব্যাক্তিত্বের পরিচায়ক। কেমন হয়, যদি আপনি ঘরে বসে মোবাইলের কভার বানানোর উপায় ফলো করে কভার বানিয়ে ফেলতে পারেন? চলুন তবে কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। 

মোবাইলের কভার বানানোর উপায়: মোবাইল কভার ডিজাইন হাতে তৈরি মোবাইল ব্যাক কাভার কিভাবে বাড়িতে ফোন কভার বানাবেন নিজেই বানাই মোবাইল কভার মোবাইল কভার তৈরি.jpg


১. চাপ দেওয়া ফুল ব্যবহার করুন

এস্থেটিক মোবাইলের কভার বানানোর উপায় হলো বিভিন্ন কাঁচা ফুলকে চাপ দিয়ে তা পরিষ্কার ফোন কেসের নিচের অংশে লাগিয়ে নেওয়া। অথবা আপনি চাইলে এসব ফুলকে সরাসরি মোবাইলের সাইজে কাটা কোনো প্লাস্টিকের উপরও লাগিয়ে দিতে পারেন। আর হ্যাঁ…চাপা ফুল তৈরি করাটা কিন্তু অনেক সহজ। বইয়ের ভাঁজে ফুল রেখে দিলেই ২/৩ সপ্তাহ পর তা ব্যবহার উপযোগী হয়ে যায়। 


২. পেইন্টিং করুন

যারা পেইন্টিং পছন্দ করেন তারা এই মোবাইলের কভার বানানোর উপায়টি ফলো করে ফোন কেস কাস্টমাইজড করতে পারেন। আপনার যে ক্যাটাগরির পেইন্টিং ডিজাইন পছন্দ সেই ক্যাটাগরির ডিজাইনই করতে পারেন। যাদের নিজের প্রতি আত্মবিশ্বাস নেই তারন পেইন্ট করা পেপার কিনে এসে ফোন কভারে লাগিয়ে দিতে পারেন। বেশ সুন্দর দেখাবে বিষয়টা!


৩. ফটো কোলাজ করুন

মোবাইলের কভার বানানোর উপায় হিসাবে ফটো কোলাজের বিষয়টা কিন্তু দারুণ। আপনার পছন্দের কোনো ইভেন্টের ছবি বা আপনার প্রিয়জনের সাথে কাটানো মুহুর্তের ছবি কোলাজ করে এডিট করুন। এবারে তা প্রিন্ট আকারে বের করে ফোনের প্লাস্টিক ট্রান্সপারেন্ট কভারে লাগিয়ে দিন। এভাবে ফোন কভার কাস্টমাইজড করে কিন্তু গিফ্টও করা যায়। 


৪. টেক্সট-কপি দিতে পারেন

মোবাইলের কভারে টেক্সট কপি দেওয়া যেতে পারে। বিশেষ করে প্রিয় কোড, কারো নামের লোগো বা ভিন্টেজ টাইপ টেক্সটগুলি ফোনের কভারে এড করলে ফোন অনেক সুন্দর দেখায়। এসব টেক্সট আপনি চাইলে নিজেই এডিট করতে পারেন। এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে Picsart অ্যাপ বা সফটওয়্যার। আর যারা এই ধরণের ডিজাইন নিজে তৈরি করতে চান না তারা সরাসরি গুগল থেকে নামিয়ে ব্যবহার করতে পারেন বা অর্ডার দিয়ে তৈরি করিয়ে নিতে পারেন। 


৫. পোলারয়েড ডিজাইন ব্যবহার করুন

যাদের উপরের কোনো টেকনিকই পছন্দ হয়নি, তারা মোবাইলের কভার বানানোর উপায় হিসাবে পোলারয়েড ডিজাইন ব্যবহার করতে পারেন। এই ধরণের ডিজাইনে সাধারণ স্ন্যাপশট ব্যবহার করা হয়। আপনার পছন্দের ফিল্টারের যেকোনো স্ন্যাপশট নিয়ে ক্লিয়ার কেসে তা বসিয়ে দিন। ব্যাস…. হয়ে গেলো আপনার পছন্দের এবং নিজের হাতে বানানো এস্থেটিক মোবাইল কভার। 


মোবাইলের কভার বানানোর উপায় সম্পর্কিত বাড়তি টিপস

যারা ঘরে বসে মোবাইলের কভার বানানোর উপায় ফলো করে মোবাইল কভার কাস্টমাইজড করতে চান, তারা কাজটি করার সময় নিচের টিপসগুলিতে ফোকাস করুন। আশা করি ভালো রেজাল্ট পাবেন: 


  • যেটির উপর ডিজাইন করতে চান সেটির সাইজের সাথে আপনার ফোনের সাইজ ঠিক মিলেছে কিনা তা চেক করুন। নয়তো কভারটি পুরোপুরিভাবে ফোনের সাথে এডজাস্ট করতে পারবে না। 

  • ফোনের কাভার তৈরি হয়ে গেলে তা ক্লিয়ার কেসে এড করার সময় উপরের ডানদিক থেকে এড করা শুরু করুন। এতে করে আপনারই সুবিধা হবে। 

  • যেকোনো মোবাইল কভারের ডিজাইন নিজে তৈরি করতে বা ফ্রিতে পেতে Picsart অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করুন। 

  • কিউট মোবাইল ফোনের কভার তৈরির উপায় হিসাবে ডিজাইন করার সময় বিভিন্ন স্টিকার, টেক্সট, ফুল, ওয়াশি ট্যাপ বা কিউট জিনিসপত্র ব্যবহার করুন। 

  • ডিজাইন আইডিয়া পেতে সরাসরি গুগলিং করুন। সবচেয়ে বেশি ভালো হয় পিন্টারেস্ট ওয়েবসাইট ব্যবহার করতে পারলে! 


ইতি কথা

কেমন লাগলো আমাদের আজকের এই ঘরে বসে মোবাইলের কভার বানানোর উপায় সম্পর্কিত আর্টিকেল? আশা করি এসব টেকনিক ফলো করে আপনিও ঘরে বসে বানিয়ে নিতে পারবেন ইউনিক মোবাইল বা ফোন কেস।

Previous Post Next Post

{ads}