মোবাইলের ক্যামেরা ঘোলা সমস্যার জাদুকরী সমাধান
আপনি কি আপনার ফোনে তোলা ছবি নিয়ে সন্তুষ্ট নন? আপনি কি বহুদিন ধরে মোবাইলের ক্যামেরা ঘোলা সমস্যার সমাধান খুঁজছেন? এ-সমস্ত প্রশ্নের উত্তর যদি "হ্যাঁ" হয় তবে জেনে নিন মাথানষ্ট কিছু টেকনিক, যা আপনার ক্যামেরাকে নতুনের মতে করে তুলবে।
থার্ড-পার্টি ক্যামেরা ব্যবহার করুন
মোবাইলের ক্যামেরা ঘোলা হয়ে গেলে যদি ছবি ভালো না আসে তাহলে থার্ড-পার্টি ক্যামেরা ব্যবহার করুন। থার্ড-পার্টি ক্যামেরা অ্যাপ যেকোনো ফোনের পিকচার কোয়ালিটি উন্নত করতে পারে। এক্ষেত্রে ক্যামেরা+ এবং Google ক্যামেরার মতো অ্যাপগুলি ব্যবহার করতে পারেন৷
কারণ Android ফোনে Google ক্যামেরা ইনস্টল করলে আপনি নাইট সাইট এবং পোর্ট্রেট মোডের মতো মাথানষ্ট ফিচার কাজে লাগিয়ে প্রো ক্যামেরার সাহায্যে ছবি তোলার কাজটি সেরে নিতে পারবেন।
ফোনের লেন্স পরিষ্কার করুন
অনেক মোবাইলের ক্যামেরা ঘোলা হয়ে থাকার অন্যতম কারণ হলো ফোনের লেন্স অপরিষ্কার হয়ে থাকা। লেন্সে ধুলো জমা থাকলে ছবি কখনোই পরিষ্কার আসে না। আপনি যদি আপনার ফোনের লেন্স নিয়মিত পরিষ্কার না করেন তবে এই সমস্যা একেবারে স্থায়ী হয়ে যেতে পারে।
সুতরাং ছবির স্বচ্ছতা এবং রঙের নির্ভুলতার ক্ষেত্রে ফোনের লেন্স ঠিক রাখা জরুরি। বলে রাখা ভালো আপনি চাইলে শুকনো মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করে কাজটি সহজেই করতে পারেন।
লেন্সে হালকা টেপ করুন
অনেক সময় ফোন হাত থেকে পড়ে গেলে বা আঘাতপ্রাপ্ত হলে মোবাইলের ক্যামেরা ঘোলা হয়ে যায়। ফলে ছবি তুলতে অনেক কষ্ট হয়। ঝাপসা ছবি আসে এবং কোয়ালিটি অনেক খারাপ হয়ে যায়। এক্ষেত্রে ফোনের লেন্সে পরিষ্কার আঙ্গুলে হালকা ট্যাপ করতে পারেন। কমপক্ষে ৪/৫ বার এমনটা করতে পারলে আশা করি মোবাইলের ক্যামেরা ঘোলা হয়ে যাওয়ার সমস্যাটি পুরোপুরি দূর হয়ে যাবে।
ক্যামেরা সেটিংস ঠিক করুন
ক্যামেরা সেটিংস থেকে অটোফোকাস অফ করলেই হয়তো আপনার মোবাইলের ক্যামেরা ঘোলা হওয়ার সমস্যাটি দূর হয়ে যাবে। মনে রাখবেন প্রত্যেকটি ফোনেরই ক্যামেরা অ্যাপে একটি ডিফল্ট সেটিং থাকে। তাতে যদি অটোফোকাস অফ থাকে তবে ছবি ঘোলা টাইপের বা ঝাপসা টাইপের হবেই। এটি ঠিক করতে নিচের স্টেপগুলি ফলো করুন:
- ক্যামেরা অ্যাপ খুলুন
- এখন ফোকাসে থাকা ছবির উপর একটি লং টেপ করুন
- এটি কয়েক সেকেন্ড ধরে রাখুন
- যা ছবির অটোফোকাসকে লক করে দেবে
ফোন রিস্টার্ট করুন
উপরোক্ত কোনো সিস্টেমেই কাজ না হলে আপনার ফোন রিস্টার্ট করে ক্যামেরা অ্যাপটি আবার ব্যবহার করুন। এতে করে হয়তো মোবাইলের ক্যামেরা ঘোলা সমস্যাটির অটো সমাধান হয়ে যাবে। পাশাপাশি এতে করে আপনার ফোনে যদি বাগ থাকে বিশেষ করে ক্যামেরা সফটওয়্যারে যদি কোনো বাগ থাকে তা দ্রুত ঠিক হয়ে যাবে।
মাইক্রো ক্যামেরা মোডে স্যুইচ করুন
আপনি কি জানেন, আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটি ডেডিকেটেড মাইক্রো ক্যামেরা আছে? যা আপনার মোবাইলের ক্যামেরা ঘোলা হয়ে থাকলে তা দূর করতে পারে। যাইহেক, আপনি যদি মনে করেন আপনার প্রাথমিক ক্যামেরার লেন্স ছবি তুলতে চাওয়া কোনো বস্তুর উপর সঠিকভাবে ফোকাস রাখতে পারছেন না, সেক্ষেত্রে সাহায্য নিতে পারেন এই মাইক্রো ক্যামেরা মোডের৷
সোশ্যাল মিডিয়ার অ্যাপের সাহায্যে ছবি তুলবেন না
অনেক সময় ছবি তোলার ক্ষেত্রে মোবাইলের ক্যামেরা ঘোলা হয়ে থাকার অন্যতম কারণ হলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন থার্ট পার্টির ক্যামেরা অ্যাপ ব্যবহার করা। সুতরাং ইনস্টাগ্রাম বা ফেইসবুকের কোনো ক্যামেরা অপশন ব্যবহার করে ছবি তুলবেন না। কারণ এসব অপশনের মাধ্যমে ছবি তুললে ছবি অনেক ঝাপসা আসে।
ইতি কথা
আশা করি এবার থেকে মোবাইলের ক্যামেরা ঘোলা হয়ে গেলে বাড়তি কোনো টেনশন করতে হবে না। নিজেই ঘরে বসে সমাধান করতে পারবেন এই ক্যামেরা সম্পর্কিত সমস্যাটুকু। যাইহোক! মোবাইল ফোন নিয়ে এই টাইপের বা এমন ভিন্ন কোনো প্রশ্ন থাকলে, সরাসরি কমেন্টবক্সে জানিয়ে দিন। আমরা দ্রুত এর ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকুন এবং ফোনকে ভালো রাখুন। হ্যাপি কেয়ারিং।