ads

 রোবট এসিসট্যান্ট এবং কোয়ান্টাম কম্পিউটিং মেশিন লার্নিং এর সুবিধা ও অসুবিধা 

আমরা বেশ স্পেশাল একটা যুগে বাস করছি। স্পেশাল যুগ বলতে বেশ মর্ডান যুগকে বুঝাচ্ছি। এই স্পেশাল যুগে টেক সেক্টরের কথা একেবারে না বললেই নয়। আপনি যদি এই আপডেটেড যুগে টেক সেক্টর সম্পর্কে ধারণা না রাখেন তাহলে আপনি পিছিয়ে যাবেন।


রোবট এসিসট্যান্ট এবং কোয়ান্টাম কম্পিউটিং মেশিন লার্নিং এর সুবিধা ও অসুবিধা  কোয়ান্টাম কম্পিউটার আপনার যে কাজে লাগবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোব.jpg


আপনার এই পিছিয়ে থাকাকে দূর করতে আমরা আজ টেক সেক্টরের বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করবো। আমাদের আজকের আলোচনার বিষয় হলো mind blowing concepts of the future technology you must see. So let's get it! 


রোবট এসিসট্যান্টের সংখ্যা বেড়ে যাওয়া

বর্তমানে রোবটের ব্যবহার অনেক বেশি বেড়ে গেছে। যা ফিউচারেও অনেক বেড়ে যাবে। আজকাল রোবট মানুষের জন্য রান্না করে, খাবার তৈরি করে, মেশিন চালায়, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে। এখন হয়তো রোবট পৃথিবীর ১০% কাজ করে দিচ্ছে। ভবিষ্যতে রোবট পৃথিবীর ৯০/৮০% কাজ করে দিবে। 


রোবট এসিসট্যান্টের সংখ্যা বেড়ে যাওয়ার সুবিধা 

রোবট এসিসট্যান্টের সংখ্যা বেড়ে গেলে বিভিন্ন ধরণের সুবিধা পাওয়া যাবে। এক্ষেত্রে আমরা এখন বেশকিছু গুরুত্বপূর্ণ সুবিধা সম্পর্কে আলোচনা করবো৷ রোবট এসিসট্যান্টের সংখ্যা বেড়ে যাওয়ার সুবিধাগুলি হলো: 


  • কঠিন কাজগুলি রোবটকে দিয়ে করানো যাবে
  • কঠিন কাজ করতে গিয়ে মানুষের বিপদে পড়তে না
  • রোবট টানা কাজ করতে পারবে
  • রোবট কাজ করতে গিয়ে কখনো ক্লান্ত হবে না
  • রোবটকে দিয়ে অনেক কাজ করানো যাবে
  • রোবট অল্প সময়ে অনেক কাজ করে দিবে
  • নিঁখুতভাবে রোবট কাজ করতে পারে
  • রোবটকে কাজে কোনো ভুল হয় না
  • সময় এবং ঝামেলা দূর হয়ে যাবে
  • ননস্টপলি যেকোনো কাজ করিয়ে নেওয়া যাবে
  • যাতায়াত খরচসহ অন্যান্য খরচ সীমিত হয়ে যাবে
  • বিভিন্ন কারখানায় আগের মতো ওয়ার্কারের প্রয়োজন পড়বে না


রোবট এসিসট্যান্টের সংখ্যা বেড়ে যাওয়া অসুবিধা 

আমরা আলোচনা করছি mind blowing concepts of the future technology নিয়ে। আলোচনার এই অংশে আমরা রোবট এসিসট্যান্ট বেড়ে যাওয়ার অসুবিধা সম্পর্কে আলোচনা করবো। যা জানলে আপনি হয়তো বুঝতে পারবেন এই রোবট লাইফ আমাদের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠবে। 


  • রোবট বেড়ে মানুষের রোগ বেড়ে যাবে
  • রোবটের কাজের কারণে মানুষের কাজ কমে যাবে
  • কর্মজীবি মানুষে সংখ্যা কমে যাবে
  • পৃথিবীতে বেকারের সংখ্যা অনেক বেড়ে যাবে
  • পরিবেশের ক্ষতি হবে 


কোয়ান্টাম কম্পিউটিং মেশিন লার্নিং

বিজ্ঞানীরা বলছেন এখনকার সাধারণ একটি কম্পিউটারকে যদি গরুর গাড়ির সঙ্গে তুলনা করা হয় তাহলে কোয়ান্টাম কম্পিউটারকে তুলনা করা যাবে দ্রুত গতির বুলেট ট্রেন কিম্বা রকেটের সঙ্গে। এই দুটো কম্পিউটার হয়তো একই কাজ করে, কিন্তু আসল কথা হচ্ছে তারা একেবারেই আলাদা। বিজ্ঞানীরা এখন এই নতুন প্রজন্মের কম্পিউটার উদ্ভাবনের জন্য পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেনসহ বিভিন্ন দেশের সরকার এধরনের সুপার-ফাস্ট কম্পিউটার তৈরির পেছনে প্রচুর অর্থ বিনিয়োগ করছে।


কোয়ান্টাম কম্পিউটিং মেশিন লার্নিং এর সুবিধা

  • রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহ করা যাবে
  • কোয়ান্টাম কম্পিউটার খুবই শক্তিশালী
  • বর্তমানের এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবস্থাকে ভেঙে ফেলতে পারবে
  • একসময় মানুষের হাতে অপরিসীম কম্পিউটিং ক্ষমতা চলে আসবে
  • সাধারণ কম্পিউটারের তুলনায় কয়েক হাজার গুণ দ্রুত গতিতে কাজ করে
  • অত্যন্ত জটিল সমস্যা খুবই অল্প সময়ে সমাধান করে
  • কোয়ান্টাম কম্পিউটারকে তুলনা করা যাবে দ্রুত গতির বুলেট ট্রেন কিম্বা রকেটের সাথে


কোয়ান্টাম কম্পিউটিং মেশিন লার্নিং এর অসুবিধা 

কোয়ান্টাম কম্পিউটিং মেশিন লার্নিংয়ে অনেক বেশি টাকা খরচ হয় 

কোয়ান্টাম কম্পিউটিং মেশিন লার্নিং তৈরি করা অনেক কষ্টের কাজ

কোয়ান্টাম কম্পিউটিং মেশিন লার্নিং এর সুবিধা নিতে হলে দক্ষ টেক এক্সপার্ট হতে হবে


ইতি কথা 

এই ছিলো আমাদের আজকের এই mind blowing concepts of the future technology রিলেটেড আর্টিকেল। সমস্ত অগ্রগতি বিবেচনা করে, আমরা নিশ্চিত যে ভবিষ্যত প্রযুক্তি হবে এমনকিছু যা আমরা কখনো কল্পনা করিনি। তাছাড়া ভবিষ্যতের এই প্রযুক্তি যুগ হবে সম্পূর্ণ রোবটভিত্তিক। উপরোক্ত mind blowing concepts of the future technology গুলি ২০২১ সালে কিছুটা রিয়েল হতে শুরু করেছে। আশা করি ভবিষ্যতে এসব টেকনোলজি মানুষের জীবনযাত্রাকে পরিবর্তিত করে দেবে। 

Previous Post Next Post

{ads}