মোবাইলের টাচ কাজ না করলে কি করবেন
বর্তমানে আমরা যেসব ডিভাইস ব্যবহার করি সে-সব ডিভাইসে টাচ স্ক্রিন রয়েছে। এখন কথা হলো মোবাইলের টাচ কাজ না করলে কি করবেন! হুট করে তো অনেক সময় মেকানিকের কাছেও নিয়ে যাওয়া সম্ভব হয় না! এক্ষেত্রে চলুন বেশকিছু ইজি টেকনিক সম্পর্কে জানা যাক। সে-সব টেকনিক ফলো করলে মোবাইলের টাচ কাজ না করলেও তা নিজেই ঠিক করতে পারবেন।
মোবাইলের টাচ কাজ না করলে অ্যান্ড্রয়েড টাচ স্ক্রিন ঠিক করুন
আমরা ফোন রিস্টার্ট করার মতো সবচেয়ে সহজ পদ্ধতি দিয়ে ফোন ঠিক করা শুরু করবো। আপনার ফোন রিস্টার্ট করে ১০ মিনিটের মতো সময় ধরে অপেক্ষা করুন।
এই টেকনিক আপনার ফোনে কোনো ছোটখাটো সফ্টওয়্যার বাগ বা বাধা থাকলে তা ঠিক করে দেবে। সুখবর হলো বেশিরভাগ ক্ষেত্রে, এই পদক্ষেপটি টাচস্ক্রিন সমস্যার সমাধান করে ফেলতে পারে।
মোবাইলের টাচ কাজ না করলে GPU রেন্ডারিং চালু করুন
মনে রাখবেন বেশিরভাগ অ্যাপ্লিকেশনগুলিকে GPU রেন্ডারিং ব্যবহার না করার জন্য ডিজাইন করা হয়েছে। যার অর্থ হলো এই অ্যাপগুলি তাদের অন-স্ক্রীনের দৃশ্যমানতা বাড়াতে গ্রাফিক্স প্রসেসর বা হার্ডওয়্যার ব্যবহার করবে না।
এক্ষেত্রে আপনাকে GPU রেন্ডারিং চালু করতে হবে। এটি চালু করতে Settings>Developer options>Force GPU rendering পদ্ধতি ফলো করুন এবং সবশেষে টার্ন অন করুন।
মোবাইলের টাচ কাজ না করলে ব্যাটারি চার্জার চেক করুন
অনেকসময় ফোন চার্জে থাকলে বা ব্যাটারি ঠিকমতো কাজ না করলে ফোনের টাচস্ক্রিন কাজ করে না। এক্ষেত্রে চার্জার চেক করতে হবে। দেখা গেলো ফোন সুইচড অফ হয়ে গেছে চার্জের অভাবে, আর আপনি ভাবছেন ফোনের টাচস্ক্রিন বুঝি নষ্ট হয়ে গেছে।
এই ধরণের ভুল, বোকামি বা সমস্যা থেকে বাঁচতে ফোনের চার্জারটি ভালোমতো চেক করুন। দেখুন আসলেই ফোন চার্জ হচ্ছে নাকি, চার্জের অভাবে ফোন অফ হয়ে গেছে।
মোবাইলের টাচ কাজ না করলে ফোনের হার্ড রিসেট
উপরোক্ত টিপসগুলি ফলো করেও আপনার মোবাইলের টাচ কাজ না করলে ফোনের হার্ড রিসেট করুন। তবে এক্ষেত্রে মাথায় রাখবেন এভাবে ফোনে হার্ড রিসেট দিলে ফোনটি একটি নতুন ফোনের মতো ডিফল্ট সেটিংসে রিসেট হয়ে যাবে।
সেই সাথে পুরোনো যেসমস্ত ডেটা রয়েছে সেসমস্ত ডেটা এক নিমিষেই মুছে যাবে। এক্ষেত্রে মেমোরি কার্ডটি খুলে রাখতে পারেন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলি অন্য ফোনে বা নোটে কালেক্ট করে রাখতে পারেন।
মোবাইলের টাচ কাজ না করলে ফোনে সফ্ট রিসেট করুন
এমন যদি হয় যে আপনি কোনোভাবে টাচস্ক্রিন ব্যবহার করতে পারছেন কিন্তু ভালোমতো কাজ করছে না সেক্ষেত্রে এই টিপসটি ফলো করতে পারেন।
অর্থ্যাৎ যদি কোনোভাবে, আপনি টাচস্ক্রিন ব্যবহার করতে সক্ষম হন, তাহলে আপনি সেটিংস>ব্যাকআপ এবং রিসেট>ফ্যাক্টরি ডেটা রিসেটে নেভিগেট করে ফোনটিকে ফ্যাক্টরি ডিফল্টে রিসেট করতে পারেন।
এক্ষেত্রে অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে যে ফোনে দেখা দেওয়া টাচস্ক্রিনের সমস্যা হার্ডওয়্যারের জটিলতার সাথে সম্পর্কিত নয়।
এই টিপসটি যারা ফলো করবেন তাদের মাথায় রাখতে হবে যে, হার্ড বা সফ্ট রিসেট ব্যবহারকারীর সমস্ত ডেটা মুছে ফেলবে। তাই একটি USB তারের সাহায্যে অ্যান্ড্রয়েড ফোনকে পিসিতে সংযুক্ত করুন এবং আপনার সমস্ত ডেটার ব্যাক আপ নিয়ে রাখুন।
মোবাইলের টাচ কাজ না করলে ফোনের টেম্পোরারি গ্লাস স্ক্রিন সরিয়ে ফেলুন
ফোনে থাকা টেম্পোরারি গ্লাস স্ক্রিনও অনেক সময় ফোনের স্ক্রিন কাজ না করার সমস্যা সৃষ্টি করে থাকে। যা হয়তো আমরা অনেকেই বুঝি না। এক্ষেত্রে পুরোনো টেম্পোরারি গ্লাস স্ক্রিনটি সাবধানে তুলে ফেলে দিন এবং কোনো সুপার শপে গিয়ে ভালো টেম্পোরারি গ্লাস স্ক্রিন কিনে তা এডজাস্ট করিয়ে নিন। আশা করি এই টেকনিকটিই আপনার ফোনের টাচস্ক্রিন ঠিক করার ক্ষেত্রে যথেষ্ট হবে।
মোবাইলের টাচ কাজ না করলে সেইফ মুড চালু করুন
যদি আপনার সন্দেহ হয় যে মোবাইল ফোনের স্ক্রিনের সমস্যাটি আপনার ফোনে থাকা সফ্টওয়্যার এবং অ্যাপের কারণে হয়েছে, সেক্ষেত্রে আপনি চাইলে সেইফ মুড অন করতে পারেন। এই সেইফ মোড কিন্তু প্রয়োজনীয় সফ্টওয়্যার এবং হার্ডওয়্যারের সাপোর্টার হিসাবে কাজ করে থাকে। সেইফ মুড চালু করতে নিচের টেকনিকগুলি ফলো করুন:
স্টেপ ১. আপনার ডিভাইস রিস্টার্ট করতে ফোনের লকের বোতামটি চেপে ধরুন
স্টেপ ২. পাওয়ার বোতামটি ধরে রাখুন এবং manufacturer এর লোগোটি শো হওয়ার জন্য অপেক্ষা করুন
স্টেপ ৩. এবার পাওয়ার বোতামটি ছেড়ে দেওয়ার পরপরই, ভলিউম ডাউন বোতামটি চেপে ধরুন
স্টেপ ৪. এবার আপনার ফোনটি সেইফ মোডে চলে যাবে এবং সেইফ মোডের লোগোটিও আপনি দেখতে পাবেন
মোবাইলের টাচ কাজ না করলে Developer Options অফ করুন
প্রতিটা স্মার্টফোনেরই কিছু লিমিটেডশন রয়েছে। তবে প্রতিটা ব্যবহারকারীর জন্য স্মার্টফোন কোম্পানিগুলি ফোনে আলাদা Developer Options এর ব্যবস্থা করেছে। Android ডিভাইসগুলি ত্রুটিযুক্ত ঠিক তখনই হতে শুরু করে যে যখন ফোনে এই Developer Options অন থাকে। সুতরাং হুট করে ফোনের টাচস্ক্রিন কাজ না করলে ফোনের Developer Options অফ করে দিন। টিপসটি ফলো করতে নিচের ধাপগুলি ফলো করুন:
ধাপ ১. আপনার Android ডিভাইসে সেটিংস অ্যাপে যান
ধাপ ২. এবারে ফোনের System option এ যান
ধাপ ৩. Developer Options এ গিয়ে এবারে তা অফ করে দিন
ধাপ ৪. সবশেষে ফোনটি রিস্টার্ট করুন
মোবাইলের টাচ কাজ না করলে মেমরি কার্ড এবং সিম কার্ড সরান
মনে রাখবেন কখনও কখনও, বাহ্যিক সেটংস কিংবা ডিজিটাল জিনিসপত্রের কারণে আপনার শখের ফোনটি হ্যাং হতে পারে এবং টাচ স্ক্রিন কাজ করা বন্ধ করে দিতে পারে। এক্ষেত্রে ভেতরের সেটিং ঠিক করেও কোনো লাভ হবে না। এমতাবস্থায় মোবাইলের টাচ কাজ না করলে মেমরি কার্ড এবং সিম কার্ড সরিয়ে দেখতে পারেন। আপনার ডিভাইসের সাথে সংযুক্ত সিম কার্ড এবং মেমরি কার্ড সরিয়ে ফেলে ফোনটিকে রিস্টার্ট করুন। আশা করি সমাধান হয়ে যাবে।
মোবাইলের টাচ কাজ না করলে ফ্যাসিয়াল মুভমেন্ট বা ভয়েস কমান্ডের সাহায্যে ফোন ব্যবহার করুন
মোবাইলের টাচ কাজ না করলে তো উপরের কোনো সেটিংসই ঠিক করা যাবে না। এক্ষেত্রে ফ্যাসিয়াল মুভমেন্ট বা ভয়েস কমান্ডের সাহায্য নিয়ে ফোন ব্যবহার করতে হবে। বলে রাখা ভালো ভয়েস নিয়ন্ত্রণের জন্য, আপনি Google ভয়েস অ্যাক্সেস অ্যাপ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রেই আপনাকে আগেই অ্যাপটি ইনস্টল করতে হবে।
অ্যাপটি প্রতিটি কাজের জন্য একটি নম্বর বরাদ্দ করবে। যা যেকোনো সেটিংস ঠিক করতে কলিং নাম্বার হিসাবে ব্যবহার করতে পারবেন। সংখ্যার পরিবর্তে, আপনি পূর্ব-নির্ধারিত যেকোনো কাজের প্রুফকেও ব্যবহার করতে পারেন। এদিকে মুখের নড়াচড়ার জন্য বা ফেসিয়াল মুভমেন্ট ব্যবহার করার জন্য আপনাকে ইভা ফেসিয়াল মাউস অ্যাপ ইনস্টল করতে হবে।
মনে রাখবেন এই অ্যাপটি আপনার ডিভাইসে একটি ভার্চুয়াল কার্সার নিয়ে আসবে। যা মুখের মুভমেন্ট করার সাথে সাথেই চলে যাবে। ফলে মুখের সাহায্যেই আপনি আপনার ফোনে কম্পিউটারের মতো যেকোনো কাজ করতে পারবেন।
মোবাইলের টাচ কাজ না করলে মেকানিকের সাহায্য নিন
উপরোক্ত কোনো টেকনিকই যদি সঠিকভাবে কাজ না করে তবে সরাসরি আপনাকে মেকানিকের সাহায্য নিতে হবে। হতে পারে এতে সিস্টেমগত এমন কোনো সমস্যা আছে যা ঠিক করতে এক্সট্রা প্রোডাক্টের প্রয়োজন পড়বে। যা হয়তো আপনার কাছে নেই! এমতাবস্থায় তারাই আপনাকে প্রয়োজনীয় সকল জিনিসপত্র প্রোভাইড করে মোবাইলের টাচ কাজ না করার সমস্যাটি দূর করে দেবে।
ইতি কথা
আশা করি বুঝতে পেরেছেন মোবাইলের টাচ কাজ না করলে কি করতে হবে! আপনার অ্যান্ড্রয়েড ফোনের টাচস্ক্রিনকে সবসময় নিরাপদে রাখুন। পানিতে যেনো না পড়ে, গরমে যেনো না থাকে সেদিকটা মাথায় রাখার চেষ্টা করুন।