ads

  নিজের বিদায়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন তামিম ইকবাল

অবশেষে জল্পনা-কল্পনার সমাপ্তি টেনে তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়ে দিলেন। নিজের এই বিদায়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন তামিম ইকবাল। 


কান্নায় ভেঙে পড়লেন তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম তামিম ইকবাল.jpg


সম্প্রতি তিনি সংবাদ সম্মেলন ডাকার প্রস্তুতি নেন। ঠিক তখনই সকলের মনে বিভিন্ন প্রশ্ন কাজ করতে থাকে। সবাই ভাবেন কি বলবেন তামিম ইকবাল? নতুন কোন ঘোষণা আসছে নাকি? আবার কেউ কেউ ভাবেন… বিদায়ের ঘন্টা বুঝি বাজতে চলেছে। 


বিভিন্ন মানুষের বিভিন্ন জল্পনা কল্পনাকে মুক্তি দিতে অবশেষে মুখ খুললেন তামিম ইকবা। তিনি জানিয়েছেন সকল আন্তর্জাতিক ম্যাচ থেকে আপাতত তিনি বিদায় নিচ্ছেন। আর এই বিদায়টুকু কিন্তু সাময়িক সময়ের জন্য নয়। বরং তিনি পার্মানেন্টলি ভাবেই আন্তর্জাতিক ম্যাচ থেকে বিদায় নিচ্ছেন। আর কখনো তাকে কোন আন্তর্জাতিক ম্যাচে দেখা যাবে না। 


বলে রাখা ভালো গত বছর ১৬ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ৩৪ বছর বয়সী তামিম। এবার ওয়ানডে ও টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার। যা তামিম ইকবালের ফ্যানদের জন্য অনেক বড় দুঃখের খবর।  


আয়োজিত সেই সংবাদ সম্মেলনে অশ্রুসজল চোখে তামিম বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’


তবে আগের দিন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টাইগারদের নেতৃত্ব দেন তিনি। নিজ শহরের মাঠে সেই ম্যাচটি হয়ে থাকল বাঁহাতি তারকা ওপেনারের ক্যারিয়ারের শেষ। 


তামিম ইকবালের এই বিদায় তার ফ্যানদের কাছে বেশ খারাপ লাগার বিষয় হিসেবে বিবেচিত হলেও তিনি সকলের মাঝে সেরা ওপেনারের আইডল হিসেবেই থাকবেন। বাংলাদেশের ক্রিকেটের আন্তর্জাতিক ম্যাচগুলিতে তার এই অবদান কখনোই কেউ ভুলবে না।


ভালো থাকুক তামিম ইকবাল ভাইয়ের মতো সেরা ওপেনারেরা। সেই সাথে এভাবে প্রতিটি খেলোয়াড়ের বিদায়কে মেনে নেওয়ার মতো মন মানসিকতা গড়ে তুলুক ফ্যানবৃন্দ।


Previous Post Next Post

{ads}