ভারতের চন্দ্রযান ৩ সম্পর্কে বিস্তারিত জানুন এক আর্টিকেলেই
আপনি কি জানেন এবারে আমেরিকা, রাশিয়া, চিনের পর ভারতই হবে বিশ্বের চতুর্থ দেশ? সম্প্রতি যাদের পাঠানো মহাকাশযান চাঁদের বুকে নামবে!
![]() |
ভারতের চন্দ্রযান ৩ সম্পর্কে বিস্তারিত জানুন এক আর্টিকেলেই |
বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী শ্রী জিতেন্দ্র সিংহের উপস্থিতিতে অবশেষে যাত্রা শুরু করেছে ভারতের চন্দ্রযান ৩। মূলত এই চন্দ্রযান এলভিএম৩-এম৪ রকেটের পিঠে চেপেই চাঁদের গায়ে পৌঁছাবে।
যদিও ৪ বছর আগে আরো একবার ভারত থেকে চাঁদে রকেট পাঠানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু শেষ মুহুর্তে এসেও তা আর সফল হয়নি।
আর এবারে বাহুবলী এলভিএম৩-এম৪ রকেটের পিঠে চেপে চাঁদের পথে পাড়ি দিল চন্দ্রযান-৩। যে মহাকাশযানে অরবিটার, ল্যান্ডার এবং রোভার আছে।
বলা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ অগস্ট ল্যান্ডার এবং রোভার অবতরণ করবে। রোভার চাঁদের দক্ষিণ মেরুর কাছে ঘুরে-বেড়িয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাবে।
মোটকথা পৃথিবীর ১৪ দিনের সমতুল্য ১ চন্দ্র দিবস মহাকাশযানটি চাঁদের কাজ করবে।
চন্দ্রযান ৩ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় বলেন, 'এই অসামান্য অভিযান আমাদের জাতির আশা ও স্বপ্নকে ধারণ করবে।'