ads

গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার কোনগুলি এবং কি কি? 

গ্রাফিক্স ডিজাইনিং করার সময় মূলত বেশকিছু সফটওয়্যার বা টুলসের ব্যবহার জানতে হয়। যার সাহায্যে আপনি আপনার ডিজাইন কপিটি তৈরি করবেন। আমাদের আজকের আর্টিকেলের এই অংশে আমি এমনকিছু টুলস বা গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার নিয়ে আলোচনা করবো যার কিছু কিছু সফটওয়্যার মোবাইল ফোনে ব্যবহার করা যাবে। 

গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার  মোবাইলে গ্রাফিক্স ডিজাইনগ্রাফিক্স ডিজাইন অ্যাপস  সফটওয়্যার ব্যানার ডিজাইন সফটওয়্যার পোস্টার তৈরির সফটওয়্যার গ্রাফিক্স.jpg

ক্যানভা: গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার

গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার হিসাবে ক্যানভা বেশ পরিচিত। আপনি চাইলে এটিকে পিসি, ল্যাপটপ বা মোবাইল ফোন….. যেকোনো ডিভাইসেই ব্যবহার করতে পারবেন। ভালোভাবে ডিজাইন করতে জানলে এতে থাকা ফ্রি রিসোর্স বা আইকনের সাহায্যেই বেশ সুন্দর ডিজাইন তৈরি করা সম্ভব। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ক্যানভা গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারে কি কি ফিচার থাকছে: 


  • বিনামূল্যে ট্রায়াল কিংবা ব্যবহারের সুযোগ 
  • ইচ্ছেমতো রেজুলেশনের সাহায্য ডিজাইন সেইভ করার সিস্টেম 
  • অ্যান্ড্রয়েড এবং আইফোনের সাহায্যে ডিজাইন করার সুযোগ 
  • যেকোনো ডিজাইন সহজে তৈরি করার সুবিধা 


অ্যাডোব এক্সডি: গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার

এটি ফুল সেটআপ UX ডিজাইন টুল। যা একটি এজেন্সি হিসাবে কাজ করে থাকে। এই অনলাইন ইউএক্স ডিজাইন সিস্টেম ব্যবহার করে আপনি চাইলে যেকোনো ইমেজ এডিট, ইউআই এলিমেন্ট, ভেক্টর ড্রয়িং, ডিজাইন টুলস তৈরি করে নিতে পারেন। এর কিছু গুরুত্বপূর্ণ ফিচার হলো: 


  • এটি অ্যাপ আকারে মোবাইল ফোনে ব্যবহার করা যাবে 
  • পিসি বা ল্যাপটপে টুলস আকারে ব্যবহার করা যায়
  • এই টুলস ব্যবহারের প্রাইজ তাদের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যাবে


RapBooster Basic: গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার

RapBooster Basic হলো আরো একটি জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার বা ফ্রিতেই ব্যবহার করা যাবে। গ্রাফিক্স ডিজাইনিং করার পাশাপাশির এটির সাহায্যে ছবি, ভিডিও এবং অডিও চ্যাট করা যাবে। চলুন দেখে নেওয়া যাক RapBooster Basic ব্যবহার করলে কোন কোন ফিচারগুলি আপনাকে যথেষ্ট উপকৃত করবে: 


  • RapBooster Basic ফ্রিতেই ব্যবহার করা যাবে
  • এতে বিভিন্ন টাইপের কন্টেন্ট চ্যাট করা যাবে
  • গুগল প্লে স্টোর থেকে এটি নামিয়ে ব্যবহার করার সুযোগ রয়েছে


Previous Post Next Post

{ads}