অবশেষে ফেসবুক চালু করলো থ্রেডস অ্যাপ
সুখবর! সুখবর! সুখবর! লঞ্চের ২ ঘণ্টার মধ্যেই থ্রেডস অ্যাপে ২০ লাখ ব্যবহারকারী নিবন্ধন করেছেন।
জানা যায় আজ বাংলাদেশ সময় ভোর ৫টায় থ্রেডস চালু করা হয়। তবে বেশ অবাক করা বিষয় হলো এতে বেশ প্রথম থেকেই মানে আগে থেকেই শাকিরা ও জ্যাক ব্ল্যাকের মতো তারকা ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সচল ছিল। পাশাপাশি জানা যায় গণমাধ্যম প্রতিষ্ঠান হলিউড রিপোর্টার, ভাইস ও নেটফ্লিক্সের অ্যাকাউন্টও জনপ্রিয় এবং মাত্র যাত্রা শুরু করা এই থ্র্যাডস আ্যাপে।
তবে ভবিষ্যতে থ্রেডস অ্যাপ কেমন পারফরম্যান্স করবে তা নিয়ে বিশ্লেষকরা এখনো মতভেদ করছেন। কেউ কেউ ভাবছেন ইনস্টাগ্রামের সঙ্গে সংযুক্তি থ্রেডের জন্য একটি বড় সুবিধা হতে পারে।
কারণ ইনস্টাগ্রামের লগইন ও পাসওয়ার্ড ব্যবহার করেই থ্রেডস ব্যবহার করা যায় এবং ধারণা করা হচ্ছে, ইনস্টাগ্রামের ২০ লাখ ব্যবহারকারীদের বড় একটি অংশ এটি ব্যবহার করবেন।
যারা এই থ্রেডস অ্যাপ ব্যবহার করতে চান তাদের instagram থাকতে হবে। মূলত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই অ্যাপটিতে লগ-ইন করতে পারছেন ব্যবহারকারীরা। ইউজারনেম, ফলোয়ার্স ও অন্যান্য তথ্য স্বয়ংক্রিয়ভাবে দেখাবে থ্রেডস।
থ্রেডস অ্যাপের সাথে টুইটারে তুলনা করতে বলা হলে মার্ক জাকারবার্গ জানান, এটি হয়তো কিছুটা সময় নেবে। তাদের ভবিষ্যতের নিশ্চয়ই ভালো কিছু উপহার দিবে! তিনি আরো জানান টুইটারের পক্ষে সুযোগ থাকলেও তারা এমনটা কখনোই করেননি।
যারা থ্রেডস অ্যাপ ব্যবহার করবেন তারা ফেসবুকের মতো লাইক দেয়া, রিপোস্ট করা, রিপ্লাই দেয়া ও শেয়ার করার সুযোগ উপভোগ করতে পারবেন। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো টুইটারে ১৬০ ক্যারেক্টার লেখা গেলেও এই প্লাটফর্মে ৫০০ ক্যারেক্টার পর্যস্ত লেখার সুযোগ রয়েছে। এছাড়া রয়েছে আরো নতুন কিছু ফিচার।