ads

 জেনে নিন আপনি ব্রেইন এবং নার্ভ সিস্টেম সম্পর্কিত কোনো বিশেষ রোগে ভুগছেন কিনা

ব্রেইন এবং নার্ভ  স্নায়বিক রোগ: নিউরো ডিসঅর্ডার এবং মস্তিষ্কের সমস্যার লক্ষণ মস্তিষ্কের সাথে স্নায়ু কিভাবে যুক্ত হয় মস্তিষ্কের পন্স এর কাজ কি মস্ত.jpg


ব্রেইন এবং নার্ভ সিস্টেম যখন সঠিকভাবে পরিচালিত হতে পারে না ঠিক তখনই দেখা দেয় বিভিন্ন জটিল রোগ। এই যেমন ধরুন বিভিন্ন ট্রমা, রক্ত সরবরাহজনিত সমস্যা, বিষন্নতা ইত্যাদি। এক্ষেত্রে বলে রাখা ভালো উক্ত রোগ দেখা দিলে দ্রুত চিকিৎসাব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়ে। সুতরাং চলুন জেনে নেওয়া যাক ব্রেইন এবং নার্ভ সিস্টেম সম্পর্কিত রোগের উপসর্গগুলি কি কি হতে পারে সে-সম্পর্কে: 


  • ডায়াবেটিস অনেক বেশি বেড়ে যা কমে যেতে পারে

  • প্রচন্ড পরিমাণে মাথা ঘোরার সমস্যা দেখা দিতে পারে

  • মাথাব্যথার সাথে যে ব্যথা দেখা দেয় তা কম্পন বা ছিদ্রযুক্ত ব্যথা মনে হয়

  • মারাত্মক বমি বমি ভাব দেখা দিতে পারে এবং প্রচুর পরিমাণে বমিও হয় 

  • হুটহাট খিঁচুনির সমস্যা দেখা দিতে পারে

  • চোখে কম দেখা বা অস্পষ্ট দেখার মতো চোখের বিভিন্ন সমস্যা দেখা দেয়

  • কথা বলতে সমস্যা হওয়া বা কথা বুঝতে সমস্যা হওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে

  • হুটহাট শরীর অসাড় মনে হতে পারে

  • পুরো শরীর প্রচন্ড পরিমাণে দূর্বল হয়ে পড়ে এবং সারাদিন নিজেকে বেশ পরিশ্রান্ত মনে হয় 

  • সারা শরীরে কিংবা শরীরের বিভিন্ন স্থানে মৃদু প্যারালাইসিস দেখা দিতে পারে এবং মৃত্যুসম যন্ত্রণা অনুভুত হতে পারে


উপরোক্ত সমস্যাগুলি বা উপসর্গগুলি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ এ-সমস্ত ব্রেইন এবং নার্ভ সিস্টেম সম্পর্কিত রোগের দ্রুত নিরাময় হওয়াটা জরুরি। 

Previous Post Next Post

{ads}