অনলাইন থেকে কি আসলেই টাকা কামানো যায়?
এককথায় যায়! তবে আমি যদি এখন আপনাকে এই "যায়" শব্দটা বলি..সেক্ষেত্রে হয়তো আপনি আমাকে এর বিনিময় একগাদা গালি এবং তুচ্ছতাচ্ছিল্যময় শব্দ উপহার দেবেন। যা স্বাভাবিক!
কিন্তু আপনি এর পূর্বে এই বিষয়টা নিয়ে একটু মাথা ঘামিয়ে নিন, চিন্তা করুন অনলাইন থেকে আসলে টাকা কামানোও যেতে পারে….সেক্ষেত্রে কিন্তু ভেতরকার গালিগুলি ভেতরেই পড়ে থাকবে।
এসব পঁচা জিনিস মানে গালি কিংবা ব্যাড কমেন্টস থাকুক একপাশে। আমরা না হয় এবার অনলাইন থেকে টাকা কামানোর উপায় খুঁজি।
মূলত টাকা কামানোর বিষয়টা আসবে প্রয়োজনীয়তা থেকে। মানে আপনি কাজ করবেন টাকার প্রয়োজনে এবং আপনাকে যারা কাজ করাবে তারাও তাদের ফায়দা উসুলের জন্যই কাজ করাবে৷
এবার চলুন এক নজরে এই প্রয়োজনীয়তাকে কিছু পয়েন্ট আকারে চেক করে নেওয়া যাক। নিচের পয়েন্টগুলি লক্ষ্য করুন:
১. সবকিছুর ডিজিটালকরণ
২. ডিজিটাল জেনারেশন
৩. সময়ের অভাব
৪. কাজের পরিমাণকে কমিয়ে আনা
৫. বিনোদনের নতুন জগত সৃষ্টি
উপরোক্ত সকলকিছুই কিন্তু প্রয়োজনীয়তার খাতিরে।
সুতরাং বোঝাই যাচ্ছে যেখানে আমার ঔষধ প্রয়োজন সেখানে আমাকে টাকা ঢেলে ঔষধ আনতেই হবে। ঠিক তেমনই প্রয়োজনীয়তার খাতিরেই আপনাকে অনলাইনে কাজ করতে হবে এবং পেমেন্ট পেতেই হবে৷
মূলত যারা ভাবছেন অনলাইন টাকা কামানোর বিষয়টি ফেইক…তারা আসলে কখনো এসবের পেছনকার নায়ককে চেনারই চেষ্টা করেননি।
তবে এক্ষেত্রে বর্তমানে ঘুরতে থাকা ফেইক কিছু আর্নিং প্ল্যাটফর্মকেও এই ভুল বোঝাবুঝির কারণ হিসাবে ধরে নেওয়া যায়।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে যারা অনলাইন থেকে আয় করার সুযোগ পাচ্ছে… তারা বিষয়টা নিয়ে এতোটাই ব্যাস্ত যে…এসব অনলাইন আর্নিং সিস্টেমকে প্রুভ করে তারা তা আপনার সামনেই আনতে চায় না। ব্যস্ততার পাশাপাশি এই অনাগ্রহের পেছনে কিন্তু কম্পিটিশন বেড়ে যাওয়ার ভয়টাও কাজ করে।
তবে কে অনাগ্রহ প্রকাশ করলো কিংবা মিথ্যা বুঝিয়ে দু'টাকার ফায়দা উসুল করলো..সে নিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা নেই।
আমরা চাই যারা দক্ষ, কাজের প্রতি আগ্রহী, স্কিল ডেভলাপিং যাদের প্যাশন… তাদের নিয়ে কাজ করতে৷ সেই সুবাদে এই নিজেকে বদলে ফেলবার মিশনে আমাদের সাথেই থাকুন।