ads

জেনে নিন 018 ki sim

সিম নাম্বার নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকে। সেক্ষেত্রে অনেকেই জানতে চান 018 ki sim, কোন কোম্পানির সিমের নাম্বারের শুরুতে 018 রয়েছে। সুতরাং 018 ki sim সে-সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। 

018 ki sim, 018 kon sim;


018 ki sim? 

018 ki sim প্রশ্নের উত্তরে বলবো একটি একটি রবি সিম। এই সিমটি মূলত রবি কোম্পানি থেকে দেওয়া হয়ে থাকে। 018 সিম বা এই রবি সিম বাংলাদেশের যেকোনো অঞ্চলে ব্যবহার করতে পারবেন। কারণ বাংলাদেশের সব স্থানেই এই রবি সিমের নেটওয়ার্ক ভালো পরিমাণেই থাকে। তাছাড়া রবি সিমের দামটাও বেশ কম। 


রবি সিমের নাম্বার দেখার নিয়ম কি? 

অনেকেই 018 ki sim তা জানতে চাওয়ার পাশাপাশি রবি সিমের নাম্বার দেখার নিয়ম সম্পর্কে গুগলে সার্চ করেন। এক্ষেত্রে রবি সিমের নাম্বার চেক করতে *২# ডায়াল করুন। এছাড়াও নাম্বার চেক করতে *১৪০*২*৪# কোডও ডায়াল করতে পারেন। এক্ষেত্রে প্রথমটি অর্থ্যাৎ *২# কোড ডায়াল করতে হবে নতুন নাম্বার চেক করার জন্য এবং *১৪০*২*৪# কোডও ডায়াল করতে হবে পুরোনো রবি সিমের নাম্বার চেক করার জন্য। আশা করি 018 কোডের যেকোনো সিম নাম্বার জানতে উপরোক্ত দু'টো কোড আপনাকে সাহায্য করবে। 



অ্যাপে রবি সিমের নাম্বার দেখার নিয়ম কি?

আপনার যদি কোনো স্মার্টফোন থাকে সেক্ষেত্রে কোডের সাহায্য না নিয়ে সহজেই অ্যাপের মাধ্যমে রবি সিম নাম্বার চেক করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে রবি অ্যাপ ডাউনলোড করে তা ইনস্টল করে নিতে হবে। গুগল প্লে স্টোরে আপনি মাই রবি অ্যাপটি পেয়ে যাবেন। তবে ডিভাইসে কোনো ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন না। অ্যাপটি ব্যবহার করার সময় এর ড্যাশবোর্ডে নাম্বার, ব্যালেন্স, ইন্টারনেট ব্যালেন্স সবকিছু চেক করতে পারবেন। এছাড়াও মাই রবি অ্যাপের সাহায্যে আপনি কম সময়ে প্রয়োজনীয় অফারটি কিনে নিতে পারবেন। 




রবি কাস্টমার কেয়ার নাম্বার কি? 

রবি কাস্টমার কেয়ার নাম্বার হলো 121। মোবাইলের ডায়াল বক্সে এই নাম্বারটি টাইপ করলে ডায়াল করলেই তারা আপনাকে রবি সিম সম্পর্কিত যেকোনো সমস্যার ক্ষেত্রে হেল্প করবে। তবে এক্ষেত্রে প্রথমে 1 এবং তারপর 0 টাইপ করতে হবে। সাথে সাথে কিছু সময় অপেক্ষা করলেই ওপাশ থেকে কাস্টমার কেয়ারের যেকোনো কর্মী আপনার সাথে যোগাযোগ করবে। এরপর আপনি চাইলে সিম সম্পর্কিত যেকোনো সমস্যার কথা শেয়ার করতে পারবেন। তাছাড়া 01819-400400 নাম্বারেও চাইলে কল করে সাহায্য নিতে পারেন। আর যাদের মাই রবি অ্যাপ রয়েছে তারা My Robi App হেল্পলাইন অপশন কাস্টমার সার্ভিস অপশনটি ব্যবহার করতে পারেন। 



রবি সিম 4g করার নিয়ম কি? 

যারা 018 ki sim সম্পর্কে জানতে চান তারা নিশ্চয় রবি সিম কিভাবে 4G করতে হয় সে-সম্পর্কেও জানতে চান। মূলত রবি সিম 4g করার নিয়ম হিসাবে নিচের টিপসগুলি ফলো করতে পারেন: 


*123*44# ডায়াল করে দেখুন আপনার সিমটি 4G করার জন্য পার্ফেক্ট কিনা

রবি সিমটি যার নামে রেজিষ্ট্রেশন করা হয়েছে সেই ব্যাক্তিটিকে উপস্থিত রাখুন এবং তার এনআইডি কার্ডটি কালেক্ট করুন

এবারে রবি সিম বিক্রি করে এবং লাইসেন্স আছে এমন কোনো দোকানে প্রবেশ করুন 

তাদের বিষয়টি জানান এবং সবশেষে কাজ হলে ২৫০ টাকার মতো এমাউন্ট তাদের প্রদান করুন 


রবি সিম এমবি চেক কিভাবে করবো? 

রবি সিম এমবি চেক করতে আপনি মাই রবি অ্যাপ ব্যবহার করতে পারেন। এর ড্যাশবোর্ডে আপনি সহজেই আপনার ফোনে কত এমবি আছে তা চেক করতে পারবেন। এছাড়াও যাদের অ্যাপ নেই তারা কোডের সাহায্য এমবির পরিমাণ চেক করতে পারবেন। আপনার রবি সিমে কত এমবি আছে তা চেক করতে ফোনের ডায়াল বক্সে *3# চাপুন। আর যারা এমবি ছাড়া নরমাল ব্যালেন্স চেক করতে চান তারা ডায়াল বক্সে *২২২# অথবা ২২২ ডায়াল করুন। ব্যালেন্সে কত আছে তা শো করলে ইজিলি সেখান থেকে দেখে নিতে পারবেন। এমবির পাশাপাশি আপনার যদি রবি সিমের মিনিট চেক করতে হয় সেক্ষেত্রে রবি সিমের মিনিট চেক করার কোড *222*2# অথবা *222*9# ডায়াল বক্সে রাখতে পারেন। 


সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

১. 018 কোন সিমের নাম্বার?

018 রবি সিমের নাম্বার। 


২. 018 কোডের নাম্বার কিভাবে চেক করবো? 

018 কোডের নাম্বার চেক করতে *১৪০*২*৪# কোড অথবা *২# কোড ডায়াল করুন। 


৩. কোন অ্যাপের সাহায্যে 018 কোডের নাম্বার চেক করবো? 

রবি অ্যাপের সাহায্যে 018 কোডের নাম্বার চেক করতে পারবেন। 


৪. রবি কাস্টমার কেয়ার নাম্বার কি? 

রবি কাস্টমার কেয়ার নাম্বার হলো 121। অথবা আপনি চাইলে 01819-400400 এই নাম্বারেও কল করে তাদের পাবেন। 


৫. রবি সিম 4G করতে কত টাকা লাগে? 

রবি সিম 4G করতে ২৫০/- লাগে। 


৬. রবি সিমের মিনিট চেক করার কোড কোনটি? 

রবি সিমের মিনিট চেক করার কোড হলো  *222*2# অথবা *222*9#। আপনি চাইলে এই ২ টি কোডের যেকোনো একটি ব্যবহার করতে পারেন। 


ইতি কথা

আশা করি 018 ki sim তা জানতে পেরেছেন। পাশাপাশি কিভাবে রবির ব্যালেন্স চেক করে, এমবি চেক করে, কিভাবে সিম ফোরজি করতে হয় সে-সম্পর্কেও জানতে পেরেছেন। বর্তমানে নেটওয়ার্কের দিক দিয়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে রবি সিম। যেকোনো জায়গাতেই আপনি বাংলাদেশের এই অন্যতম জনপ্রিয় টেলিকম কোম্পানি রবি সিমের স্পিডফুল নেট পাবেন। তবে রবি সিমের এমবির বিভিন্ন প্যাকেজের দাম বর্তমানে কিছুটা বেড়েছে বটে। তবে আশা করি সময়ের সাথে সাথে অস্থিরতা কমে আসলে এই দাম অনেকটা কমে আসবে। 

Previous Post Next Post

{ads}