ads

 জেনে নিন 019 ki sim | বাংলালিংক ইন্টারনেট অফার | বাংলালিংক মিনিট অফার 

019 কোন সিম বা কোন সিমের নাম্বার? এ বিষয়টি সম্পূর্ণ জানার জন্য আপনি এই পোস্টটি পড়ুন।


যারা 019 ki sim জানেন না তাদের জন্যই আমাদের আজকের এই গাইডলাইন ভিত্তিক লেখাটি। 019 ki sim প্রশ্নের উত্তরে বলবো 019 হলো বাংলালিংক সিম। চলুন এই 019 সিম বা বাংলালিংক সিম নিয়ে বিস্তারিত আলোচনা করি। 



বাংলালিংক সিম কোন দেশের কোম্পানি?

019 ki sim সে-সম্পর্কে তো বিস্তারিত জানলেন। এবারে চলুন বাংলালিংক সিম কোন দেশের কোম্পানি সে-সম্পর্কে জেনে নিই। বাংলালিংক বাংলাদেশের একটি সিম কোম্পানি হলেও এর মালিক নেদারল্যান্ডসের ভিওন। বাংলাদেশে বাংলালিংক প্রথম তাদের যাত্রা শুরু করে ২০০৬ সালের দিকে। আগে কিন্তু মোবাইল ফোনে বিনামূল্যে কল রিসিভ করার কোনো সুযোগ ছিলো না। আর এই সুযোগ বাংলাদেশের জন্য প্রথমবারের মতো তৈরি করে বাংলালিংক নামের এই বিশেষ সিম কোম্পানিটি। 



বাংলালিংক সিম 4g করতে কি কি লাগবে? 

আপনি যদি বাংলালিংক সিম ব্যবহার করার সময় ক্লিয়ার নেটওয়ার্ক চান সেক্ষেত্রে আপনাকে 019 ki sim তা জানার পাশাপাশি জানতে হবে বাংলালিংক সিম 4g করার নিয়মটা কি। কারণ 3G নেটওয়ার্কে অনেক সময় সিম খুব একটা ভালো কাজ করে না। বিশেষ করে এই মোডে থাকা সিমে নেটওয়ার্ক বেশ স্লো থাকে। বাংলালিংক সিম 4g করার নিয়ম সম্পর্কে তো বিস্তারিত জানাবো! তবে তার আগে জানতে হবে বাংলালিংক সিম 4g করতে হলে আপনাকে কি কি বিষয় যোগ্যতা হিসাবে নিশ্চিত করতে হবে। মূলত আপনাকে: 



একটি নিজস্ব সিমের মালিক হতে হবে

সিমটি রেজিস্ট্রেড সিম হতে হবে

যার সিম তার এনআইডি কার্ড থাকতে হবে 



বাংলালিংক সিম 4g করার নিয়ম কি?

বাংলালিংক সিম 4g করার নিয়ম হিসাবে আপনাকে শুরুতে প্রধান বাংলালিংক কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে হবে। অথবা আশেপাশের কোথাও যদি কাস্টমার কেয়ার থাকে সেখানে যেতে হবে। সাথে নিশ্চিত করতে হবে সিমের মালিকের পাশাপাশি তার এনআইডি কার্ডের ফটোকপি সাথে আছে কিনা। সবশেষে তাদের প্রসেসিং ফি হিসাবে ২০০ টাকা থেকে ২৫০ টাকার মতো প্রদান করতে হবে। বলে রাখা ভালো একই পদ্ধতি ফলো করে বাংলালিংক সিম 4g করার পাশাপাশি টুজি থেকে থ্রিজিও করতে পারবেন। 



বাংলালিংক ইন্টারনেট অফার 

বাংলালিংক সিমের সাহায্যে যারা নেট ইউজ করেন তারা সবসময় বাংলালিংক ইন্টারনেট অফার নিয়ে টেনশনে থাকেন। সময়ে সময়ে ভালো অফার খুঁজে নিতে গিয়ে মারাত্মক সমস্যায় পড়েন। চলুন তবে এই সমস্যা থেকে রেহাই পেতে জেনে নিই বেশকিছু বাংলালিংক ইন্টারনেট অফার। যার দাম অনেক কম, মেয়াদ বেশি এবং ইন্টারনেটের পরিমাণও যথেষ্ট ভালো। 



৩ জিবি বাংলালিংক ইন্টারনেট অফার ৩০ দিন 

*১২১*২৪৯# কোড ডায়াল করলে পাবেন ৩ জিবির মতো এমবি। এক্ষেত্রে খরচ পড়বে ২৪৯ টাকা। আর এই অফারটি আপনি সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এই অফারটি কেনার পর যদি কত এমবি খরচ হয়েছে বা ব্যবহার করা মতো আছে তা দেখার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ডায়াল করতে হবে *৫০০০*৫০০# বা *১২১*১০০# কোড। 


১৫ জিবি বাংলালিংক ইন্টারনেট অফার ৩০ দিন 

আপনি কি ইন্টারনেটে থাকা সবকিছু ব্যবহারের জন্য ১৫ জিবি অফারের কোনো একটি কোড খুঁজছেন? যদি খুঁজে থাকেন সেক্ষেত্রে ডায়াল করতে পারেন *৫০০০*৫০০# বা *১২১*১০০# কোড। ৩৮৮ টাকায় কিনতে পারা এই অফারটি আপনি দেদারসে ৩০ দিন পর্যন্ত যেকোনো প্রয়োজনেই ব্যবহার করতে পারবেন। ১০KB পালসে৷ এই অফার আপনাকে ভালোই সার্ভিস দিবে। 


৩০ জিবি বাংলালিংক ইন্টারনেট অফার ৩০ দিন 

যারা আজ আমাদের এই 019 ki sim সম্পর্কিত আর্টিকেলটি পড়তে এসেছেন তাদের অনেকেরই নিশ্চয় মাসিক ভিত্তিতে প্রচুর এমবির প্রয়োজন পড়ে? এক্ষেত্রে যাদের বাজেট ৩৯০ টাকার ভেতরে তারা এই ৩০ জিবির অফারটি ৩৮৯ টাকায় ৩০ দিনের জন্য কিনতে পারেন। যা কিনতে চাইলে আপনাকে ডায়াল করতে হবে *১২১*১# অথবা *৫০০০*৫০০# কোড এবং ১০KB পালসে আপনাকে এই অফারটি ইউজ করতে হবে। 


বাংলালিংক মিনিট অফার 

যারা বাংলালিংক সিম ব্যবহার করছেন বা করবেন বলে ভাবছেন তারা বিভিন্ন বাংলালিংক মিনিট অফার কিনে ব্যালেন্সের সাশ্রয় করতে পারেন। বাংলালিংক মিনিট অফারে আপনি ৩০ দিন, ৭ দিন, ৩ দিন কিংবা ২৪ ঘন্টাসহ যেকোনো মেয়াদের ভালো ভালো মিনিট অফার পাবেন। চলুন বাংলালিংক মিনিট অফারের কোড এবং সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানি। 


৭০ মিনিট বাংলালিংক মিনিট অফার ৭ দিন

আপনি যদি *১৬৬*৪৭# কোডটি আপনার বাংলালিংক সিমে ডায়াল করেন সেক্ষেত্রে আপনি ৪৭ টাকায় ৭০ মিনিট বাংলালিংক অফার উপভোগের সুযোগ পাবেন। এই অফারটি আপনি ৭ দিন পর্যন্ত উপভোগ করার সুযোগ পাবেন। তাছাড়া অফারটি ব্যবহারের সময় যেকোনো নাম্বারেই কল করা যাবে। 


২০ মিনিট বাংলালিংক মিনিট অফার ২ দিন

মাত্র ২ দিনের জন্য যাদের অল্প মিনিট লাগছে কিন্তু রিচার্জে বেশি টাকা কাটবে বলে ভাবছেন তারা *১১০০*৬*৩# কোডটি ডায়াল করলেই পেয়ে যাবেন ২০ মিনিট উপভোগের সুযোগ। এই অফারটি কিনতে হলে আপনাকে খরচ করতে হবে মাত্র ১২ টাকা আর অফারটি আপনি ২ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। 


৫১০ মিনিট বাংলালিংক মিনিট অফার ৩০ দিন

আপনি কি আপনার বাংলালিংক সিমের জন্য ৩০ দিন মেয়াদের ভালো কোনো মিনিট অফার কিনতে চান? যদি কিনতে চান সেক্ষেত্রে এক্ষুণি ডায়াল করতে পারেন *১৬৬*৩০৭#। কোডটি ডায়াল করলেই পেয়ে যাবেন ৩০৭ টাকায় ৫১০ মিনিট উপভোগের সুযোগ। এই অফারটি কেনার পর থেকে পরবর্তী ৩০ পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। 


উপরোক্ত বা যেকোনো বাংলালিংক মিনিট অফার কেনার পর যদি তা চেক করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে মিনিট চেক করতে আপনাকে ডায়াল করতে হবে *১২৪*২# কোডটি। আর যারা বাংলালিংকের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করছেন তারা অ্যাপের ড্যাশবোর্ডে সহজেই মিনিট ব্যালেন্স এবং মেয়াদ চেক করতে পারবেন। 


ইতি কথা

019 ki sim সে সম্পর্কে জানতে যারা আজ আমাদের এই আর্টিকেলটি পড়েছেন তারা নিশ্চয় বাংলালিংক সিম সম্পর্কে মোটামুটি একটি গাইডলাইন পেয়ে গেছেন আশা করি। তবুও যদি বাংলালিংক সিম নিয়ে কোনো ধরণের প্রশ্ন থাকে সেক্ষেত্রে তা সরাসরি জানাতে কমেন্টবক্সে কমেন্ট করার অনুরোধ রইলো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য! 

Previous Post Next Post

{ads}