ads

ফেসবুক রিলস মনিটাইজেশন থেকে আয় করার উপায় এবং বিস্তারিত তথ্য 

আপনি কি জানেন, ফেসবুক রিলস মনিটাইজেশন থেকে প্রচুর পরিমাণ অর্থ আয় করা যায়? হ্যাঁ! ঠিকই পড়ছেন। সম্প্রতি মেটা কোম্পানি ফেসবুক রিলে অনেক বড় বিনিয়োগ করেছে এবং করছে বলেই বর্তমানে অনেকেই এই ফেসবুক রিলস মনিটাইজেশন থেকে আয় করার সুযোগ কাজে লাগাচ্ছে। চলুন বিস্তারিত জানি। 


ফেসবুক রিলস মনিটাইজেশন থেকে আয় করার উপায় এবং বিস্তারিত তথ্য  রিলস ভিডিও ফেসবুক রিলস মনিটাইজেশনের এড রিলস থেকে আয় ফেসবুক থেকে আয় করার উপায়  ফেসবুক আয়.jpg

ফেসবুক রিলস কি? 

ফেসবুক রিলস মূলত ছোট ছোট ভিডিও। এসব ভিডিও ৩ সেকেন্ড থেকে ৬০ সেকেন্ডের ভেতরে হবে। 


ফেসবুক রিলস মনিটাইজেশন করতে কি কি লাগবে? 

ফেসবুক রিলস মনিটাইজেশন করে আয় করতে হলে আপনার থাকতে হবে যথেষ্ট পরিমাণ ফলোয়ার। ৬০ দিনের মধ্যে যদি আপনার ফেসবুকে ১০,০০০ ফলোয়ার আসে তবেই আপনি ফেসবুক রিলস মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। 


সেই সাথে ফলোয়ারের পাশাপাশি থাকতে হবে অন্তত ৫ টি ভিডিও এবং পুরো পেইজে মিলে থাকতে হবে ৬ লক্ষ মিনিটের ভিউয়ারশিপ। 


ফেসবুক রিলস মনিটাইজেশনের এড কেমন? 

মূলত মেটা কতৃপক্ষ ব্যবহারকারীদের রিল ভিডিওর উপরে এক একটি স্টিকারের মতো মার্কেটিং বাম্পার বসিয়ে দেবে। ব্যানার এড থাকবে রিলস ভিডিও নিচে। 


সেই সাথে আরো একধরণের এড থাকবে যা আপনি নিজের ইচ্ছেমতো বসাতে পারবেন। মোটকথা ৩ টি এড ক্যাটাগরি থাকবে। 


রিল বোনাস প্রোগ্রাম কি?

অনেকেই নিশ্চয় ফেসবুক রিলস মনিটাইজেশনের এডের পাশাপাশি রিল বোনাস প্রোগ্রামের নামও শুনেছেন। 


৩০ দিনের মধ্যে যার রিলস কমপক্ষে ১০০০ ভিউ পাবে সে মূলত এই রিল বোনাস প্রোগ্রাম ব্যবহার করতে পারবে বা এর সুবিধা নিতে পারবে। বলে রাখা ভালো সব ভিডিওতে মিলে কেবল ১০০০ ভিডিও পেলে হবে না। উল্টো প্রতিটি ভিডিওতেই ১০০০ এর উপর ভিউস পেতে হবে। 


ইতি কথা 

আশা করি যারা রিলস থেকে আয় করতে চান তাদের আজকের এই ফেসবুক রিলস মনিটাইজেশন থেকে আয় করার উপায় সম্পর্কিত গাইডলাইনটি কাজে দেবে। যাইহোক! আজকের মতো এতোটুকুই। যেকোনো টেক নিউজ বা টিপস পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন। ধন্যবাদ।  

Previous Post Next Post

{ads}