ads

 এআই দিয়ে ছবি এডিট করার বেশকিছু সফটওয়্যার 

সোশ্যাল মিডিয়াতে এখন এআইয়ের সাহায্যে এডিট করা হাজারো ছবি ভেসে বেড়াতে দেখা যায়। জনপ্রিয় কোনো পেইজে এসব ছবি আপলোড করা হলে মাঝেমধ্যে কি কখনো নিজের মনে এসব ছবি নিজেই এডিট করার ইচ্ছে জেগেছে? 


Ai দিয়ে প্রফেশনাল ইমেইজ জেনারেট করুন একেবারে ফ্রি-তে 

যদি জেগে থাকে তবে আপনার এই ইচ্ছেকে শ্রদ্ধা জানাতে আজ নিয়ে এলাম নতুন একটি আর্টিকেল। যেখানে আমরা এআই দিয়ে ছবি এডিট করার বেশকিছু সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। 


Movavi: এআই দিয়ে ছবি এডিট করার সফটওয়্যার 

এআই দিয়ে ছবি এডিট করার সফটওয়্যার হিসেবে আপনি চাইলে Movavi সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। 


এই সফটওয়্যার এর মাধ্যমে মাত্র দুটি ক্লিক এর সাহায্যে আপনি নরমাল কোনো ছবিকে সিনেমেটিক ফটোতে রূপান্তরিত করতে পারবেন। 


তাছাড়া যাদের পুরনো ছবি রয়েছে তারাও এই সফটওয়্যারটি সাহায্যে পুরাতন ছবিকে নতুন ছবিতে রুপান্তরিত করতে পারবেন। 


Movavi সফটওয়্যার এর জনপ্রিয় কিছু ফিচার 

  • Smart colour correction
  • Background change and removal
  • Object removal
  • Restoration tool for old photos
  • Retouching functionality
  • 100+ filters


Movavi সফটওয়্যারের সুবিধা 

  • এটি ব্যবহারে ফটো-এডিটিং সম্পর্কে গভীর জ্ঞানের প্রয়োজন নেই
  • একটি সহজে বোঝার মতো ইউজার ইন্টারফেস অফার করবে
  • আপনি একজন বিগিনার হলেও এই সফটওয়্যার এর সাহায্যে প্রফেশনাল মানের ছবি এডিট করতে পারবেন 


এডোবি ফটোশপ: এআই দিয়ে ছবি এডিট করার সফটওয়্যার 

এডোবি ফটোশপ হলো যেকোনো ইমেইজ এডিটিংয়ের বেশ পুরোনো একটি প্লাটফর্ম। জটিল রিটাচিং এবং ম্যানিপুলেশন কাজগুলিকে সহজ করার জন্য গ্রাফিক্স ডিজাইনারদের কাছে এই এডোবি ফটোশপ সফটওয়্যারটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। 


এডোবি ফটোশপ সফটওয়্যারের জনপ্রিয় কিছু ফিচার 

  • AI-powered object removal
  • Object preservation to keep important elements in an image
  • Customizable output
  • Enhanced content-aware fill


এডোবি ফটোশপ সফটওয়্যারের সুবিধা

  • যেকোনো পিকচার একটি রিয়েল ভাইব আনে
  • ছবি এডিটের পরে এডোবি ফটোশপে তা সেভ করা যায় 
  • নিজের ফ্রী সময়ে ভেঙে ভেঙে ছবি এডিট করা যায় 
  • এআই এডোবি ফটোশপ সফটওয়্যারে অনেকগুলি কাস্টমাইজেশন টুলস রয়েছে


Topaz Photo: এআই দিয়ে ছবি এডিট করার সফটওয়্যার 

টোপাজ ফটো হল এআই ফটো এডিটিং সফটওয়্যার যা টোপাজ ল্যাব দ্বারা তৈরি করা হয়েছে। এটি উন্নত এআই অ্যালগরিদমের মাধ্যমে যেকোনো ইমেজকে প্রফেশনালভাবে এডিট করে দিতে পারে। 


যারা ফটোগ্রাফি ভালোবাসেন তারা এই সফটওয়্যারটি ব্যবহার করে দারুন প্রফেশনাল ইমেজ কপি তৈরি করতে পারেন। 


Topaz Photo এআই সফটওয়্যার এর জনপ্রিয় কিছু ফিচার

  • AI automatic enhancer noise reduction, sharpening, and upscaling
  • Batch processing
  • Face and skin enhancement


Topaz Photo এআই সফটওয়্যার এর সুবিধা 

  • Topaz Photo এআই সফটওয়্যার একটি সহজ এবং ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার 
  • জনপ্রিয় ফটো এডিটিং প্রোগ্রামগুলির সাথে একটি প্লাগইন হিসেবে আপনি এটিকে ননস্টপলি ব্যবহার করতে পারেন 


ইতি কথা

এআই দিয়ে ছবি এডিট করার বেশকিছু সফটওয়্যার সম্পর্কে তো বিস্তারিত জানলেন! আশা করি আজকের আলোচিত সফটওয়্যারগুলি আপনাকে এআইয়ের সাহায্যে দারুন এবং প্রফেশনাল মানের ইমেজ তৈরিতে সাহায্য করবে। 


মনে রাখবেন উপরোক্ত সফটওয়্যারগুলি ব্যবহার করে কোন অনৈতিক কাজে লিপ্ত হলে তার দায়ভার কর্তৃপক্ষ গ্রহণ করবে না।

Previous Post Next Post

{ads}