ads

 সহজ ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ এবং কিভাবে কাজ পাবেন

ফ্রিল্যান্সিং! আজকাল ঘরে বসে দু'চার পয়সা থেকে শুরু করে হাজার হাজার ডলার কামানোর সৃষ্ট মাধ্যম হয়ে উঠেছে। ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখে হাজার হাজার ডলার কামানোর মতো সফলতার গল্প শুনে অনেকেই এই লাইনে আসতে চায়। 


ফ্রিল্যান্সিংয়ের কাজ সমূহ ফ্রিল্যান্সিংয়ের কাজ ফ্রিল্যান্সিংয়ে কি কি কাজ রয়েছে  ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি ২০২৪ ফ্রিল্যান্সিং কত প্রকার  সবচে.jpg


তবে সঠিক গাইডলাইন এবং ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ সম্পর্কে ভালো কোনো আইডিয়া না থাকার কারণে সামনে আগানো আর সম্ভব হয়ে উঠে না। এই দলে থাকা প্রতিটি ব্যাক্তির জন্যে আমাদের আজকের এই লেখাটি। 


থাকছে বেশকিছু সহজ ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ নিয়ে একটি গাইডলাইন। সেই সাথে কিভাবে ফ্রিল্যান্সিং কাজ পাবেন, কি কি করবেন সবকিছু নিয়েই একটি বিস্তারিত আলোচনা। সাথেই থাকুন। 


সহজ ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ

যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চান তারা সহজ কিছু কাজের সাহায্যে এই জার্নি শুরু করতে পারেন। এসব কাজ শিখতে যেমন খুব একটা সময় লাগবে না, ঠিক তেমনই করতেও খুব একটা পরিশ্রম হবে না। চলুন তবে আর দেরি না করে বেশকিছু সহজ ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ দেখে নিই: 


১. কন্টেন্ট রাইটিং: সহজ ফ্রিল্যান্সিং এর কাজ

এই কাজে আপনাকে লেখালেখি করতে হবে। ইউনিক আর্টিকেল, কন্টেন্ট, স্ক্রিপ্ট কিংবা এড কপি লিখে আর্ন করার সিস্টেমকে মূলত কন্টেন্ট রাইটিং বলা হয়ে থাকে। এই কাজে অনেকে ওয়ার্ড হিসাব করে বা মান্থলি বেসিসে কাজ করে থাকে। 


২. গ্রাফিক্স ডিজাইনিং: সহজ ফ্রিল্যান্সিং এর কাজ

গ্রাফিক্স ডিজাইনিং হলো ডিজাইন রিলেটেড একটি ফ্রিল্যান্সিং কাজ। এই কাজ করতে হলে আপনাকে ডিজাইনিং শিখতে হবে। যা আপনি কোনো কোর্স কিংবা ইউটিউব ভিডিওর সাহায্যে শিখতে পারবেন। আর হ্যাঁ গ্রাফিক্স ডিজাইনিং করতে হলে কিন্তু ল্যাপটপ কিংবা পিসি ব্যবহার করতে হবে। 


৩. ওয়েব ডেভেলপমেন্ট: সহজ ফ্রিল্যান্সিং এর কাজ

সহজ ফ্রিল্যান্সিং এর কাজ সমূহের মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট অন্যতম। বিশেষ করে যারা প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করছেন তাদের কাছে এই কাজটি পুরোপুরি ডালভাত মনে হতে পারে। বলে রাখা ভালো ওয়েব ডেভেলপমেন্টের কাজের ক্ষেত্রে সাধারণত কোনো একটি ওয়েবসাইট তৈরি করতে হয় বা কাস্টমাইজড করতে হয়। 


৪. সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট: সহজ ফ্রিল্যান্সিং এর কাজ

ক্লায়েন্টদের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বলে। বর্তমানে অনেক বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে এই ফ্রিল্যান্সিং কাজটির চাহিদা দিন দিন অনেকটা বেড়ে গেছে। এক্ষেত্রে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়া একাউন্টগুলি সক্রিয় রাখতে হয়, নিয়মিত কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে হয়। 


৫. ভার্চুয়াল এসিস্ট্যান্ট: সহজ ফ্রিল্যান্সিং এর কাজ

সহজ ফ্রিল্যান্সিং এর কাজসমূহের মাঝে আরো একটি হলো কারো আন্ডারে ভার্চুয়াল এসিস্ট্যান্ট হিসাবে কাজ করা। ইমেইল রেডি করা, অনলাইন টিম পরিচালনা করা, অনলাইন মিটিং রেডি করা ইত্যাদি সব দায়িত্ব এই ভার্চুয়াল এসিস্ট্যান্ট হয়ে কাজ করার আন্ডারে পড়ে।


৬. ট্রান্সক্রিপশন সার্ভিস: সহজ ফ্রিল্যান্সিং এর কাজ

এই ধরণের কাজে সাধারণত ব্যাক্তিকে অডিও টু টেক্সট কিংবা ভিডিও টু টেক্সট ফাইল রেডি করার কাজ করতে হয়। যারা অনেক সহজ কোনো ফ্রিল্যান্সিং কাজ খুঁজছেন তারা এই সার্ভিসটি দিয়ে ভালো পরিমাণের আর্নিং জেনারেট করতে পারেন। 


৭. এসইও সার্ভিস: সহজ ফ্রিল্যান্সিং এর কাজ

এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের শর্ট ফর্ম। এই ধরণের কাজ হলো গুগল রিলেটেড। ক্লায়েন্টের কন্টেন্টকে সাধারণত রেংক করাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মূল কাজ। এই ধরণের কাজে সাধারণত মান্থলি পে করা হয়।


ইতি কথা

আশা করি উপরোক্ত ফ্রিল্যান্সিং এর কাজ সমূহের যেকোনো একটি ট্রাই করবেন৷ কারণ কাজের ধরণের দিক দিয়ে উপরোক্ত কাজগুলি বেশ সহজ। এসব কাজ শিখতে গুগল এবং ইউটিউবের সঠিক ব্যবহারই যথেষ্ট। তাছাড়া মার্কেটপ্লেসে এসব কাজের চাহিদা যথেষ্ট চোখে পড়ার মতো। 

Previous Post Next Post

{ads}